নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

রহস্যর আড়ালে কোন সে কবি

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

রহস্যর আড়ালে কোন সে কবি
***********

বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সাগ্নিক অনির্বাণ অনন্তময়
বিস্ময় আমি এক রহস্যময় বিস্ময়
শুন্য থেকে মহা শুন্য কভু অভিমুন্য ভেসে ভেসে
সকল সৃষ্টির আরশিতে মিশে অহর্নিশে
হই উদ্ভব অশান্ত সমিরন আজি টুটে বন্ধন
অন্ধকারে গ্রাসে সুত বসন্ত বাতায়ন
তাই জাগি নব নবীন এর বাক সাধিনতায়
দেব শিশু হয়ে ব্রহ্মচারী প্রভুর ঘূর্ণিবানে দৃষ্টিকোনে শান্তি সেবায় ।
অন্ধআবরনে বারংবার দুর্বার প্রচণ্ড বজ্রকণ্ঠে বাক ফুটে
আর্তমানবতা কাঁদে
কেন নব জাতকের দেহ পিঞ্জর অন্যায় অসত্যর ফাঁদে
ধন্যদশা দেখে মজলুমের কটাক্ষ হাহাকার জুটে জাতীর ললাটে ।
হয় খুন , খুনে আত্মারা অট্রহাসি হেসে প্রকাশ্য মর্ত্য করে বিচরন
আমি তখন ঊটি রুষে টুঁটে বিনাশি আত্তহনন ।
আনি বিপ্লব মিছিল মিটিং এর বিপ্লবি রুপায়ন
কভু থরথর ভাঙ্গে শোষকের বিলাস রক্ত লুল্যুপ মোহের সিংহাসন ।
প্রলয় নৃত্য ভেঙ্গে নব জাতকের আহবানে
অনিয়ম উশ্রিংখল পদ ধলে
নতুন পৃথিবীর বিজয় কেতন ওড়াই মহা কৌশলে ।
কভু সৃষ্টির উগ্র নিঃশ্বাস ঝড় , ঝঞ্ঝা ধুমকেতুর পুচ্ছ প্রলয়ংকর
রুদ্র রবি বটবৃক্ষের তরছায়া শত আনন্দ পুস্পটিত মানবের খেলাঘর ।
নব দিপ্ত আলোক অন্নেসা, তারুন্যর হোলি সুর সিন্ধু
আমি সকল জাতীর বন্ধু ।
আমি কভু উচ্ছাস , জনতার তেজ দিপ্ত দুর্বার কণ্ঠ
শোষক স্বার্থান্বেষীর ভয়ংকর ন্যায়দণ্ড ।/
আমি নব যৌবন প্রেমাস্পদ , চঞ্চলা বালিকার কণ্ঠ শৈলী
স্বপ্নের পুরুষ চোখের কাজল মান অভিমানে তার সাথে গড়ে উটে মিতালী ।
ঘাতে প্রতিঘাতে সত্যর হুংকার আনি বিপ্লব বিদ্রোহ ঘটাই কভু প্রচণ্ড
রনে অনির্বাণ পদ পিষ্ট করি ভয়ংকর বেঈমান ও ভণ্ড ।
আমি কৃষ্টি , সৃষ্ট স্রষ্টার অজর অমিয় দ্বারায় বিশ্রিত কাব্য কবিতা সুর ছন্দ বিদ্যা কানন
অনন্ত রহস্য জয় নব দিক দর্শন , জ্ঞান বিজ্ঞান , উদঘাটন ।
দৃশ্য ছবি , সংবাদ , সংঘটক , সমাজ কল্যান , সাহিত্য , নাটক ,
প্রেয়সির সুপ্ত বন্ধন উপাড়ি যত শৃঙ্খল
ভাঙ্গি মিথ্যা জেলের ফটক ।
আমি শমসের শেরে খোঁদার , মসজিদ ,উপাসনালয়ের পুস্পাঞ্জলি
স্বাধীনতার স্বপ্ন জাগায়ে যত ভ্রান্ত মিথ্যুক পদধলি
কভু হুহু রবে তুলি ঠান
ত্রাসে কাঁপে পবিত্র হৃদয়ে খোঁদার সিংহাসন
আমি অনির্বাণ বিশ্বলয়ে সুতসংকেত কৃষ্ণলিলা
শ্যামের বাঁশরীর উত্তাল প্রলয় ভেরী
আমি সর্ব ভোলকে নিমিষে সহসা সঞ্চারী ।
দেখাই সর্বস্তরে মিশে মুক্তি , সুচিন্ত সুপথ
ঈশর পাই সাড়া নিরন্তর বহমান তার কন্ঠস্থ ক্ষুত্রতি মতামত ।
যুগে যুগে প্রলউল্লাস কীর্তিনাশা বৃত্তে জাগ্রত বর্ণীল বিশালতায়
আমি নিরবধি সোচ্চার প্রচণ্ড উম্মাদ উশ্রিংখলতায় ।
আমি মহা রাজ ধি্রেশ্বর স্বর্গ শিশু
সমস্তের মমতা ছবি
সব হৃদয়ে আমার বসবাস এক পরিবেশ বন্ধু কবি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২২

তুষার আহাসান বলেছেন: "সব হৃদয়ে আমার বসবাস এক পরিবেশ বন্ধু কবি । "
আহা!

নতুন বছরের শুভ কামনা।


১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: মন্তব্য ধন্যবাদ তুষার , শুভ অভিনন্দন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.