নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

তুমি ছিলে তাই

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

তুমি ছিলে তাই
*********************
বপ্নেরা তারিয়ে বেড়ায়
দেখি আকাশের ঘন নিলে শুধু তোমায়
তারপর সাত রঙে ইন্দ্রধনু শাড়ি গহনায়
দেখি আবৃত কোন ঘুধুলি বেলায়
তুমি হারিয়ে যাও অচেনার দেশে ।
বুকের ভিতর কিযে কষ্ট আসে
তোমার মুখ চমকায়
শিশির ভেজা দূর্বা ঘাসে
ভোরের আলোয়
তুমি সাজ ফুল
চাদ হয়ে ভাস
হৃদয় করে আকুল ,
তুমি আছ বলে
স্বপ্নেরা হাসে
ভালাবাসা ডানা মেলে
আকাশে বাতাসে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১

এহসান সাবির বলেছেন: কবিতা ভালো হইছে।

শুভেচ্ছা।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগা :)

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: াল লাগল জেনে খুশি হলুম
ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.