নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আধ্যাত্মিক গান , এম ,জি,আর মাসুদরানা ।

১৬ ই মে, ২০১৬ রাত ১০:৫০


ও তুই চিনলিনা তারে
অপরূপে রুপ মিশাইয়া
বিরাজ করে দিলের ঘরে ঐ
সেযে করে খেলা সারাবেলা
এক নাম তার হয় রঙিলা
ভাসাইয়া প্রেমের ভেলা
রয় মানুষের ও অন্তপুরে ঐ
সে যে রিঝিক দানে করায় আহার
সুখে দুখে পাতায় সংসার
করিছে ক্ষুত্রতি বিচার
কবি কয় দেখনারে সন্ধান করে ঐ ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:১১

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি।

১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , শুভকামনা ।

২| ২২ শে মে, ২০১৬ বিকাল ৩:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: পীরানে পীরের দৃষ্টিতে শব ই বরাত :আসুন, অবারিত রহমতের এ সুযোগ লুফে নিই।
২২ শে মে, ২০১৬ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহমানির রাহিম
----------------------
পীরানে পীর,গাউসুল আযম দস্তগীর, আবদুল কাদের জিলানী (রা) ' তাঁর বিখ্যাত কিতাব গুনিয়াতুত তালেবীনে শবে বরাত প্রসঙ্গে বলেন, আল্লাহ্ পাক শবে বারাতের রাতে প্রকাশিত হন,কেননা এ রাত নির্দেশের ফয়সালার, ক্রোধের ও সন্তুষ্টির, কবুলের ও প্রত্যাখ্যানের, নৈকট্যের ও দূরত্বের, সৌভাগ্যের ও দুর্ভাগ্যের,মর্যাদার ও পরহেজগারির রাত। শবে বরাত ফেরেস্তাদের ঈদের রাত। আমাদের ঈদ দিন,আর ফেরেস্তাদের রাতে, কারণ, আমরা রাতে ঘুমাই, কিন্তু ফেরেস্তাদের ঘুম নাই।
তিনি বলেন, লাইলাতুল বারাত (ভাগ্য রজনী /বিচ্ছেদের রাত) নামকরনের কারন হলো, এই রাতে দু'ধরনের বারাত বা সম্পর্কচ্ছেদ ঘটে, ১, অপরাধীরা আল্লাহর রহমত থেকে (যদি তওবা না করে), আর, ২, আল্লাহর প্রিয় বান্দারা পার্থিব অপমান, লান্ঞ্চনা থেকে। (গুনিয়াতুত তালেবীন, --৩৬৫)
হাদিসে এসেছে, ---এ রাতে সকল নবাগত সন্তানের নাম লেখা হয়, যারা পরবর্তি বছর জন্ম নেবে, এ রাতে ঐ সকল লোকের তালিকা তৈরী হয়, যারা পরের বছর মৃত্যুবরন করবে। তাছাড়া, সৃষ্টিকুলের রিজিক বন্টন হয় এ রাতে, এবং মানুষের আমলনামা এ রাতেই উর্ধজগতে উঠানো হয় ( ঐ, পৃ ৩৬৪)।
তিনি হাদিস শরিফের উদ্ধৃতি দিয়ে বলেন, শাবান মাসে রমজানের অবারিত কল্যান ও বরকতের বহুমুখী দরজা খুলে দেওয়া হয়।
গাউসে পাক বলেন, শা'বান শব্দে পাঁচটি অক্ষর আছে, -----এর,
শীন --হলো শরফ, বা মর্যাদা,
আঈন ---উলুব, বা উন্নত মর্যাদা, বা উন্নতির বাহন,
বা ---পূর্ণতা ও নেক আমল,
আলিফ ---উলফত, আল্লাহ ও বান্দার মধ্যে ভালোবাসা, বান্দায় -বান্দায় ভালোবাসা, প্রবনতা,
নূন ----নূর, বুঝানো হয়েছে। ( ঐ) ,
অর্থাৎ মানুষের অন্তরে এ মাসের ইবাদাতের কারণে নূর সৃষ্টি হবে, মর্যাদা বাড়বে, মূমিন উন্নতির চরমে পৌঁছবে, পূর্ণতা পাবে, বিশেষত আল্লাহর প্রেম ও নৈকট্যে যেতে সহায়ক হবে এ মাস, বিশেষত এর ১৪ তারিখ দিবাগত রাত, শবে বরাত রাত।

৩| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫১

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

১৯ শে জুন, ২০১৬ রাত ১০:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: মন্তব্যর জন্য আবারও ধন্যবাদ কবি । ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.