নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

স্রস্টা ও মহান কবি

২৮ শে মে, ২০১৬ রাত ১১:১১

স্রস্টা ও মহান কবি
***************

শ্রষ্টা জাগে তার স্বরূপ বধন খানি ধরে
তামাম ব্রহ্মাণ্ড নিমিষেই আলোকউজ্জ্বল সুন্দরে
কবি লুটায় সিজদায় তার ক্ষুত্রতি পায়
নিজেকে দেখে স্রস্টার দর্পণে সৃষ্ট চেহারায় ।।
কবি প্রার্থনা করে দূর হয় অন্ধকার
কেথেকে আসে শব্দের ব্যঞ্জনা মাতৃভাষার ।

তার শত বাসনা সে দেখার আর মেটেনা আঁশ
স্বর্গের আয়নায় দেখিবারে চায় বারমাস ।।
কত নয়নে বারী ঝরে স্রস্টার পদ নীড়ে
মানুষ নামের প্রতিভা জ্বেলে তার হৃদয়ে ভিড়ে
সকল শিক্ষা দিক্ষা সমাজ সংসার লেনা দেনায়
কবি শান্তির বানী বিলায় সৃষ্টির মস্ত পাঠ শালায় ।

কবি এবার নিরবে রহস্যর জঠর নয়নে আঁকে
তারি অমিয় আশীর্বাদ লয়ে যা সত্য তাই লিখে ।।
কত না সন্ধান কত না সাধনা তিলে তিলে মুক্ষম ভাষায়
বিধাতার বাণী আর বিচিত্র কাহিনী কাব্য তার সাজায় ।।
দিক নির্দেশ আর জাগরনে কবি স্রস্টার এক জ্ঞান সিন্দু
যুগে যুগে নানা সুর জলসায় কবি হয় সবার পরিবেশ বন্ধু ।।

মানুষের মাঝে জ্ঞান প্রদীপ জ্বেলে দায়িত্ব ভার শেষে
যায় কবি সকল মায়া টুটে জান্নাতের অনন্ত পরবাসে ।।
কবির কোরআন আর তার বানী লক্ষ হৃদয়ে আলো জ্বালে
ইসলামের পবিত্রতায় ভরিয়ে রাখে সাম্যর দোয়ার খুলে ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৬ রাত ১:০৪

বাংলা গান শুনুন বলেছেন: হে আল্লাহ আপনি আমার প্রিয় কবির কবরখানা বেহেস্তের বাগিচা বানিয়ে দিন,আমিন।

♥আমি ব্লগে নতুন এসেছি,আমার পোষ্ট গুলো দেখে আসার জন্য অনুরোধ করছি♥

২৯ শে মে, ২০১৬ রাত ১০:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বাংলার গান । হ্যাপি ব্লগিং ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.