নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আদম ও হাওয়া আ শয়তানের পুত্র কবিছ কে খেয়ে ফেলেছিলেন ।

২০ শে জুন, ২০১৬ রাত ১১:৫৭

আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরন করিওনা নিশ্চই শয়তান
তোমাদের প্রকাশ্য শত্রু । আল কোরআন

আদম আ এর তওবা কবুলের পর তারা সুখে শান্তিতে দুনিয়ায় বসবাস করতে লাগল । আবারও শয়তান কটিন দাগাবাজি শুরু
করল । বহুদিন নিঃসন্তান আদম আ ও হাওয়া আ সন্তান কামনায় চটপট করছিলেন , এই সুযোগে শয়তান বুড়ির বেশ ধরে
তার কবিছি আত্মাকে এক অপরূপ শিশু বানিয়ে হাওয়া আএর কুলে সমর্পণ করলেন । সুন্দর মায়াবি শিশুটিকে দেখে হাওয়া আ
যারপরনাই খুশি হল এবং বলল হে বুড়ি তুমি কে । বুড়ি বলল বহুদিন যাবত এইখানে থাকি। এই সন্তান টি এতিম । ভাবলাম কেউ যদি
দয়া করে পুস্য রাখে বড় উপকার হত ।

হাওয়া আ এর মন গলে গেল । তিনি শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে বুড়িকে বিদায় দিলেন । আদম আ শিশুটিকে দেখে চমকে উ ট লেন এবং স্ত্রীকে প্রশ্ন করলেন , কোথায় ফেলে এই মায়াময় অতি সুন্দর বালক । হাওয়া আ সব খুলে বললেন । , আদম আ এর মনে সন্দেহ জাগল । তিনি খোদার দরবারে হাত তুললেন , হে আল্লাহ আমরা কি আবারও তোমার পরীক্ষার সম্মুখিন কিনা ।

গাইবি আওয়াজ এল হে আমার প্রিয় বান্ধা সাবধান , জানিও এটা শয়তানের মস্ত বড় চাতুরী । , তারাতারি শয়তানের সৃষ্ট পুত্র কবিছ
কে লয়ে পাহাড়ে অবস্থান কর এবং চার টুকরা করে চারদিকে পুতে রাখ নয়ত তোমাদের ঈমানের মস্ত বড় ক্ষতি সাধিত হবে ।
আদম আ তাই করলেন এবং শান্তিতে বসবাস করতে লাগলেন ।

আরও কিছুদিন পর শয়তান কবিচ আত্তাকে একত্র করে সুন্দর শিশু রূপে আদম ও হাওয়া আ এর নিকট হাজির করলেন । আদম আ ও হাওয়া আ শিশু সন্তানের মায়ায় সব ভুলতে লাগলেন । আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ এল হে আদম সাবধান এ নিশ্চয়
শয়তানের কাজ ,। ঈমানকে হেফাজত কর শয়তানের পুত্রকে আগুনে ফেলে ছাই করে সাগরে নিক্ষেপ কর ।
আদম আ তাই করলেন ।

বহুদিন পর শয়তান বিবি হাওয়া আ এর বেশ ধরে আদম আ এর কুলে শয়তানের বাচ্ছা কবিছ কে দিয়ে এল । আবার আদম হাওয়া আ শয়তানের ধুকায় পরল। বেশ কিছুদিন লালন পালনের পর আল্লাহ সাবধান করলেন হে আদম হাওয়া আমি তোমাদের ছাড়া আর কোন মানুষ পয়দা করি নাই নিশ্চয়তোমরা ক্ষতিগ্রস্থদের শামিল ।

এমন এক জায়গায় লুকাও যেখান থেকে শয়তান তার কবিছ বাচ্ছাকে আর একত্র করে তোমাদের ধুকা দিতে না পারে ।

আদম হাওয়া আ কবিছ বাচ্ছাকে কেটে টুকরো করে রান্না করে খেয়ে ফেললেন ।

সেই থেকে কবিছ আত্তা প্রত্যক টা আদম সন্তানের ভিতরে ঝানু গেঁড়ে বসে আছে ।

আল্লাহ বলেন হে আদম বেশি বেশি জিকির কর। তওবা কর অতপর আমাকে ডাক শয়তানের কাচালত নষ্ট হয়ে হৃদয়ে
ঈমানের নুর পয়দা হবে এবং তারাই জান্নাতি ।

এজন্য কামেল মুর্শিদের নিকট তওবা করা ফরজ । আল হাদিস ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.