নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উদভ্রান্ত নাবিক। পাটাতনে মোর অগ্নিকুন্ড.......

সুদীপ্ত সরদার

সুদীপ্ত সরদার › বিস্তারিত পোস্টঃ

আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের রহস্যময় সীমান্তটা...

২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৩

আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের রহস্যময় সীমান্তটা একটু পার হলেই,মানুষের এমন অনেক ক্ষমতার দেখা পাওয়া যায় যেসব প্রমাণিত হলেও এখনো ঠিক বুঝে উঠতে পারা যায় নি। এই তো যেমন আমার এক বন্ধু আছে যে হারানো জিনিষ "খুঁজে" পায়। কেউ যদি কখনো স্যান্ডি বিচের মাইলখানেরকের মধ্যে নিজের ব্রেসলেটটি হারিয়ে ফেলে,আমার বন্ধুটি বেশ তাড়াতাড়িই সেটা খুঁজে এনে দেবে,কিন্তু সে নিজেও বলতে পারে না সে কিভাবে এটা পারে। একজন ডাক্তারের স্ত্রী,পেশায় একজন জীববিজ্ঞানী,আর সবমিলিয়ে একজন প্রাণময় মানুষ হওয়ায় সে তার এই দক্ষতাকে "যা আছে থাক" ভাব নিয়েই গ্রহণ করেছে। সে আমাকে বলেছিল তার এই অনুধাবন ক্ষমতা প্রয়োগ করার জন্য তাকে অবশ্যই শান্ত,নিরুদ্বিগ্ন আর ধীর স্থির থাকতে হয়। আর এটা সবচেয়ে ভাল কাজ করে কোন অচেনা বিদেশী জায়গায়,যেখানে আশেপাশের মানুষের ভাষা সে বুঝতে পারে না। বিজ্ঞানের কাছে এরকম অনেক "অনুসন্ধানীর" খবর আছে।



এরকম কি হতে পারে যে এই " ষষ্ঠ ইন্দ্রিয়" আসলে আমাদেরই এক আদিম প্রবৃত্তি যা আমাদের অধিকাংশের মাঝে অনেক ক্ষয়ে গেছে? তথ্য প্রমাণ সেরকমই বলে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৫

সুদীপ্ত সরদার বলেছেন: :-)

২| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৮

রেজা এম বলেছেন: সব মায়া হ্যায় 8-| 8-| 8-| 8-| 8-|

৩| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৬

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: খুব ভাল লাগলো লেখাটি।
হয়তো সত্যিই 'ষষ্ঠ ইন্দ্রিয় একটি আদিম প্রবৃত্তি, যা আধুনিক যুগের মানুষদের মাঝে খুব বেশি অবশিষ্ট নেই। একটা ব্যাপার কি জানেন? প্রকৃতিতে সবসময় 'substitution' বলে একটা ব্যাপার ঘটে। কোন একটি প্রানির যেই অংশটি নেই, তার ঘাটতি পূরণের জন্য তাকে অন্যকোন একটি অংশে ক্ষমতা বাড়িয়ে দেয়া হয়। অনেক ক্ষেত্রে সময়ের প্রয়োজনেও প্রকৃতি বিশেষ বিশেষ ক্ষমতা মানুষকে দিয়ে থাকে। প্রাচীনকালে মানুষের হাতে তথ্য-উপাত্ত কম ছিলো, ছিলো না প্রযুক্তি। অনেক অনেক সিদ্ধান্ত তাদেরকে শুধু ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্য নিতে হতো। আসন্ন বিপদ কি হতে পারে, কোন প্রাণিটি আমাকে আক্রমণ করতে পারে- এসব বিষয় প্রাচীনযুগ থেকেই মানুষকে ভাবতে হতো। ফলে ষষ্ট ইন্দ্রিয়ের ক্ষমতাও হয়তো বেশিই ছিলো। কিন্তু কালের বিবর্তনে মানুষ এখন তথ্য-প্রযুক্তি নির্ভর, সামনে কি আছে না আছে- তা এখন আমাদেরকে কম্পিউটারই বলে দেয়। ফলে আমাদের ভেতরের ষষ্ঠ ইন্দ্রিয় বলে আর কিছু অবশিষ্ট নেই।
শুভকামনা রইলো...

৪| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪

সুদীপ্ত সরদার বলেছেন: Hmm,sottii tai!Firti Shuvokamona!! Emu vai

৫| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪১

সুদীপ্ত সরদার বলেছেন: Hoyto!:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.