নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উদভ্রান্ত নাবিক। পাটাতনে মোর অগ্নিকুন্ড.......

সুদীপ্ত সরদার

সুদীপ্ত সরদার › বিস্তারিত পোস্টঃ

কাচের কৌটা-৩

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

সকাল থেকে আকাশটা মেঘলা! বৃষ্টি হবে হয়ত...

এই মূহুর্তে প্রচন্ড রাগ উঠছে নিশার।এরা পেয়েছেটা কি,মেয়ে দেখতে এসেছে নাকি বাজারে মাছ
কিনতে এসেছে?দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা শুরু হল তো!
গুনে দেখেছে ও,১৯ টা প্রশ্ন করা হয়েছে।

-মা,গল্প উপন্যাস পড়ো?
-না।
-কখনো পড়োনি?একটাও না?
-পড়েছি।


ছেলেটা তো মুখই তুলছেনা।শার্টের একটা হাতার বোতাম লাগায়নি। আচ্ছা নামটা কি ওর?বিয়েটা হয়ত হবে..সবকিছু জানার পরও ছেলেটা শেষ পর্যন্ত এসেছে!

ছেলেটার মুখ দেখতে পারলে একটা নাম অবশ্য কল্পনা করা যেত।নাম কল্পনা করার খেলাটা ছিল অয়নের! চেহারা দেখে নাম। প্রথম যেদিন ওর সাথে দেখা হয়,নিশারও একটা নাম দিয়েছিল অয়ন।সেটা অবশ্য জানতে পারে অনেক পরে।

সেদিন রাতেই বিয়েটা হয়ে যায়। নভেম্বর মাসের বৃষ্টিস্নাত একটা রাতে... আজও আকাশ মেঘলা। গোধুলীর শেষে রাত,আজও
নামবে বৃষ্টি..নভেম্বরের বৃষ্টি...

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.