নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উদভ্রান্ত নাবিক। পাটাতনে মোর অগ্নিকুন্ড.......

সুদীপ্ত সরদার

সুদীপ্ত সরদার › বিস্তারিত পোস্টঃ

হেডফোন কথন!

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

এই যে দেখুন আমার হেডফোন!

কমদামী কিন্তু দম আছে! সারাদিন
আটকে আছে আমার কমদামী ফোনটার সাথে !যার আদৌ কোন ব্রান্ড আছে কিনা আমার জানা নেই ! নিজের কাজ করছে নির্বিকারে!

কানে গুজে হিন্দী,বাংলা,ইংলিশ সব গানই শোনা চলে অহঃরহ! বাইরের সবকিছুর থেকে পুরো ছিন্ন করে দেয় নিজেকে। আমার
পছন্দের হিন্দী গানগুলো একটানা চৌদ্দবার শুনলেও কখনো আপনার গার্লফ্রেন্ডের মতো প্রতিবাদ করে বলবে না,'এত ঘ্যান ঘ্যান সারাদিন ভালো লাগে!' রিমিক্স আর ডিজে গানগুলো নিজের মনমতো শুনি আমার
হেডফোনে! ক্লাসের মফিজটাও এতে বাংলা পাঁচের মতো মুখ বলতে পারেনা,'দোস্তো,এডি তোর
চুয়েস?,চেন্জ ইট ডুড!'

এফ.এম শোনার অভ্যাসের কারনে বেচারার যন্ত্রনা বেড়ে গেছে বহুগুন! আমার প্রিয় রেডিও
স্টেশনগুলোর কাভারেজ পাওয়া হয়ত সম্ভব হয়না সবসময়! তখন বেচারাকে ঝুলিয়ে দিই জানালার শিকে! কথাবন্ধুর অহেতুক
ঘ্যানঘ্যানানি অথবা মিষ্টি আলাপচারিতা চলে অবিরাম...

মজার ব্যপার হচ্ছে আমি আনস্মার্ট হওয়ার কারনে আমার শরীরের সাথে জড়ানো হয়নি কখনো ওকে! চেষ্টা যে করিনি তা নয়,ধাঁতে ফেলতে পারিনি! ওরই
হয়ত অনিচ্ছা...লুল! ইচ্ছে অবশ্য
করে কানে হেডফোন গুঁজে,কালার স্পাইক চুলে ঝলক লাগিয়ে....

মাঝে মাঝে এততো মেজাজ খারাপ
হয়,নিজেকে জড়িয়ে ফেলে! পেঁচ
খেয়ে ঘুরিয়ে মুড়িয়ে একেবারে একাকার! অধৈর্য্য মনে ভালো লাগে এমন হিজিবিজি?আমি যে ঠিক এরকমটা,ও কিভাবে বুঝলো কে জানে! নিজেকে নিজের ভিতর জড়িয়ে ফেলার,নিজের ভিতর
পেঁচ খাওয়ার অভ্যাসটা ঠিকই নিয়ে নিয়েছে!টেনে ছিঁড়ে ফেলতে যেয়েও পারিনা তখন, ঠিক
যেমনটা নিজের পেঁচ খাওয়া মনটাকে পারি না!

এই যে!দেখুন না আমার হেডফোন! কমদামী কিন্তু
দম হেব্বি....

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

সুদীপ্ত সরদার বলেছেন: :-[

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

রাফসান জানি নয়ন বলেছেন: আমার হেড ফোন টার ও সেম অবস্থা !!!!!!!

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

সুদীপ্ত সরদার বলেছেন: এভাবেই চলছি আমি,আমরা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.