নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উদভ্রান্ত নাবিক। পাটাতনে মোর অগ্নিকুন্ড.......

সুদীপ্ত সরদার

সুদীপ্ত সরদার › বিস্তারিত পোস্টঃ

ভ্রান্ত বকুল বিলাস

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৯

আজ সন্ধ্যায় গলির মোড়ে,ঠিক ল্যাম্প পোস্টের নিচে পেয়েছি বকুলের মালা জোড়া! এভাবে কেউ ফেলে রাখে? এদিক ওদিক তাকিয়ে কোন মালিক খুঁজে পাইনি। তা হোক! বুক পকেটে পুরে নিয়েছি দেরি না করে! পায়ে পায়ে চলে এসেছি অনেক দূর পাছে কেউ দাবী করে বসে।

হাতের তালুতে রেখে জোছনার আলোয় বেশ লাগছে! শাদা সুতোয় গাঁথা এলোমেলো ফুলগুলো কথা বলে.... তাইতো সেদিনও তো এমন সন্ধ্যা ছিল! চোখ ভিজে আসে, অল্প, বেশিনা...! কি যে বলি,আমি তো এখন পাথর। বড্ড কঠিন, অশ্রুহীন...

স্মৃতিরা আকড়ে ধরে তার আপন নিয়মে। অসহ্য হয়ে ওঠে সবকিছু। রাস্তায় ছুঁড়ে ফেলি আপদজোড়া! পায়ে পায়ে আবার ও পালাতে থাকি...

কালো পিচের রাস্তায় শাদা বকুল ফুলের মালাজোড়া নজর কাড়ে অন্যকারো! বদলে যায় অর্থগুলো, সাথে সময়... প্রেম আর ব্যর্থতা রূপ বদলায়...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২১

সুদীপ্ত সরদার বলেছেন: :-/

২| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১২

উধাও ভাবুক বলেছেন: কালো পিচের রাস্তায় শাদা বকুল ফুলের মালাজোড়া নজর কাড়ে অন্যকারো! বদলে যায় অর্থগুলো, সাথে সময়... প্রেম আর ব্যর্থতা রূপ বদলায়...

শেষটা দারুন লেগেছে।
শুভকামনা রইল।

৩| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৯

প্রামানিক বলেছেন: চমৎকার কথামালা। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.