নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার ফুলের বাংলার রূপ দেখে যা, আয় রে আয় !

২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৫

























































































































মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪২

ইমতিয়াজ ১৩ বলেছেন: অতি অপূর্ব পোষ্ট। প্রতিটা কালেকশান ভাল হয়েছে।

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। কালেকশান ভাল তো হবেই, আমার বাংলার ফুলের সৌন্দর্য যে তুলনাহীন।

২| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ।

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

সুফিয়া বলেছেন: সত্যিই অসাধারণ। আমাদের মাঠে-বাগানে, চলতে পথে, পুকুর কিংবা খালের ধারে কিংবা জঙ্গলে যখন এই ফুলগুলোকে আলাদাভাবে ফুটে থাকতে দেখি তখনই তো মনটা আনন্দে ভরে যায়, কাছে পেতে ইচ্ছে করে ফুলগুলোকে। আর এখানে বেশ কয়েক জাতের ফুল একসাথে দেখার সুযোগ হয়েছে।

ধন্যবাদ আপনাকে।

৩| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২

সুমন কর বলেছেন: নাইস শেয়ার !

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল লাগল।

৪| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮

Kawsar Siddiqui বলেছেন: সুন্দর তবে নাম কি?

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬

সুফিয়া বলেছেন: নিজেদের চারপাশে সব সময় দেখে আসছি যে ফুলগুলোকে সেগুলোকে নাম দিয়ে পরিচিত করতে হবে এমনটা ভাবিনি।

ধন্যবাদ আপনাকে।

৫| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩

সোহানী বলেছেন: সিম্পলি অসাম......

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬

সুফিয়া বলেছেন: অ-নে-ক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৬| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৮

ড. জেকিল বলেছেন: সুন্দর পোস্ট!

কিন্তু শেষের ছবিটায়, কলার মোচা কি মাটি থেকে বের হলো নাকি ? :-*

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

সুফিয়া বলেছেন: ছকব দেখে তো তাই মনে হয়েছে। কলার মোচাটা মাটি থেকে বের হয়েছে। যদি তাই হয়, তবে বলতেই হবে ব্যতিক্রমী ঘটনা।

ধন্যবাদ আপনাকে।

৭| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: খুবই সুন্দর ফুল থেকে মন ভালো হয় আগে জানতাম আজ আমি নিজেই ভূক্তভোগী...........................................

ধন্যবাদ অসাধারণ পোস্টের জন্য

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১

সুফিয়া বলেছেন: ভালো লাগছে এটা দেখে যে আমার এই পোস্টটা আপনার মনে একটুখানি হলেও সুখকর অনুভূতি জাগিয়ে তুলতে পেরেছে। সত্যি কথা বলতে কি ? আমি অন্তত যেটা মনে করি, সেটা হলো ফুলের সান্নিধ্যে এসে কেউ মন খারাপ করে থাকতে পারবেনা।

ধন্যবাদ আপনাকে।

৮| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এই রূপ যে দুচোখ ভরে দেখেও শেষ হবার নয়...!!

এ যে বাংলার ফুলেল সুষমা ....

চমৎকার ছবিব্লগে ভালোলাগা (+) রইলো ....

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪

সুফিয়া বলেছেন: আমার সবুজ-শ্যামল বাংলার এটা আর এক মনকাড়া রূপ। যে রূপের শেষ নেই কোথাও, যে রূপ দেখে নিরস ব্যক্তিাটও বলে উঠতে বাধ্য হয়, আহ, কি সুন্দর ! এই তো আমার বাংলা। পৃথিবীর কোথাও এর তুলনা মেলেনা।

ধন্যবাদ আপনাকে।

৯| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫

সুফিয়া বলেছেন: এই মুহূর্তে আপনার মনটাও সুন্দরের আনন্দে দোলায়িত বুঝতে পাচ্ছি।

ভাল থাকবেন। ধন্যবাদ আপনাকে।

১০| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: আসলাম। দেখলাম। বেশ ভালো লাগলো। চমৎকার।

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৭

সুফিয়া বলেছেন: আসার জন্য ধন্যবাদ। দেখার জন্য আরও ধন্যবাদ। ভাল থাকবেন।

১১| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ৮ নম্বর আর ২ নম্বরটা বেশি ভাল লাগলো ।মন ভরে যাওয়ার মত পোস্ট ।

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৮

সুফিয়া বলেছেন: আমারও খুব ভাল লাগছে আপনাদের ভাল লাগা দেখে। কারও মনে একটুখানি ভাল লাগা দেয়ার মধ্যে যে সুখকর অনুভূতি তা টের পাচ্ছি আমি।

ধন্যবাদ আনোয়ার ভাই। ভাল থাকবেন।

১২| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৪

Kawsar Siddiqui বলেছেন: ২৮-২৯ নাম্বার ইমেজ এর ফুলের নাম কি?
সু-স্বাগতম। :)

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৩

সুফিয়া বলেছেন: ফুলটির নাম লানতানা। শুধু এই ফুলটিকে নিয়ে আমার একটি পোস্ট আছে। ইচ্ছে করলে দেখে আসতে পারেন নিচের লিংকে।

Click This Link

ধন্যবাদ আপনাকে।

১৩| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

নীল জোসনা বলেছেন: প্রতিটা ছবি সুন্দর তবে শেষ ছবিটা দেখে অবাক হয়েছি ।

২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫১

সুফিয়া বলেছেন: এই অবাক আমিও হয়েছি এবং এটাকে অস্বাভাবিকতার একটি নজির হিসেবে ধরে নিয়েছি।

ধন্যবাদ আপনাকে।

১৪| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২২

শক্তপাল্লা বলেছেন: চমৎকার!!

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

১৫| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৭

সায়েদা সোহেলী বলেছেন: নস্টালজিয়া !!! ভোরের আলোয় শিশির ভেজা শিউলি ফুল কুড়নোর দিন !!


++++++++

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩০

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। সে কি অদম্য নেশা ফুল কুড়ানোর ! তারপর মালা গাথা। আমি তো মাঝে শিউলী ফুলের পাপড়িগুলো রঙির বোটাগুলো শুকিয়ে গুড়ো করে জরদার মিশাতাম। অদ্ভূদ সুন্দর রং হয় জরদার এই গুড়ো থেকে।

১৬| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সায়েদা সোহেলী বলেছেন: জরদায় রং !! জানা ছিল না , তবে ফুল গুলো ছিরে পাতা আলাদা করে সাদা পোলাও বানাতাম লাল অংশ দিয়ে জরদা :) রান্নাবাটি খেলা !!
কদম ফুলের সেমাই , মাংস কারি ,।
পরীক্ষা শেষ এ দাদু বাড়ি বেরাতে যেতাম আর বারিতে ঢোকার গেইটের পাশেই ছিল শিউলি গাছ , মনে আছে এই ফুল কুড়ানোর নেশায় ই কে কত আগে ঘুম থেকে উঠতে পারে সেই চেষ্টা চলত ।কার মালা কত বড় !!! হায় সময় .।.।। দিন গুলি মোর সোনার খাচায় রইলো না -------------

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০

সুফিয়া বলেছেন: জরদার রং এর ব্যাপারটা আপনি ইচ্ছে করলে এখনও টেষ্ট করতে পারেন।

যে নেশা জাগানিয়া স্মৃতি রোমন্থন করলেন তাতে ডুবে যেতে ইচ্ছে করছে খুব করে। কিন্তু এই মুহূর্তে অফিসের হাজারো ব্যস্ততা থেকে নিজকে একটুখানি স্বস্তি দেয়ার জন্য ঢু মারলাম ব্লগে। আর আপনার লেখাটা দেখে লোভ সামলাতে পারলাম না কিছু লেখার।

ইচ্ছে করে পিছুডাকা সময়ের হাত ধরে
বারবার ফিরে যাই শৈশবের খেলাঘরে।
সেথায় কুসুমবাগে সবার আগে
ফুল কুড়োনোর সময় জাগে
ইচ্ছে করে সেই সময়ের সূতোয় মালা গাঁথি আবার
মনের বন্দীত্বের করিডোড় খুলে যাক আর একবার।

আপনার মনোভাবনার সূত্র ধরে লিখে ফেললাম কয়েকটি লাইন।

ধন্যবাদ । অনেক অনেক ভাল থাকবেন।

১৭| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭

সায়েদা সোহেলী বলেছেন: ইচ্ছে করে সেই সময়ের সূতোয় মালা গাঁথি আবার
মনের বন্দীত্বের করিডোড় খুলে যাক আর একবার।


বাহ !!


আরেক টিবার দাড়িয়ে করিডোর এর কার্নিশ ঝুলে জীবন কে ছুয়ে দেখতে ইচ্ছে হয়
বড্ড বেশি ইচ্ছে হয় !!

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৯

সুফিয়া বলেছেন: জানলার গ্রীল ধরে উদাস আকাশের দিকে যখন তাকাই তখন মনে হয় এই আকাশটাই আমার একমাত্র ব্যথার ব্যথী। সেই পারে এক নিমিষে আমাকে আমার শৈশবের খেলাঘরে ফিরিয়ে নিতে।

বন্দীত্বের মুক্তি মিলবে সেথা, আমার নুপুর পরা পায়েল ধ্বনি আজও বাজে যেথা।

কিন্তু হয়না সে ইচ্ছের পূরণ। লোহার গরাদের বাইরে হাত বাড়াই যতটা মুক্ত আকাশকে ছুঁব বলে, ততটাই মনের কঠিন নিপীড়ন হয়ে ফিরে আসে সে হাত।

বলে, ইচ্ছে করলেই ইচ্ছেপাখি হওয়া যায়না। মনের বিহঙ্গ উড়ে যাক দূরন্তের পথে/ তুমি রয়ে যাবে এই বন্দী গরাদে।

আপনার লেখা লেখা আমার মনের দুয়ার কখন যে খোলে যায় বুঝিনা। তাই লিখে ফেলি খেয়ালী কিছু ভাবনা।

চিন্তা আর উপলব্ধির মিল বুঝি একেই বলে। তাই বলতে ইচ্ছে করে/ ফিরে আসুন বারবার আমার নীড়ে।

১৮| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৮

সায়েদা সোহেলী বলেছেন: কিন্তু হয়না সে ইচ্ছের পূরণ। লোহার গরাদের বাইরে হাত বাড়াই যতটা মুক্ত আকাশকে ছুঁব বলে, ততটাই মনের কঠিন নিপীড়ন হয়ে ফিরে আসে সে হাত।

বলে, ইচ্ছে করলেই ইচ্ছেপাখি হওয়া যায়না। মনের বিহঙ্গ উড়ে যাক দূরন্তের পথে/ তুমি রয়ে যাবে এই বন্দী গরাদে[/sb-- B:-) !!!! Click This Link

ফিরে ফিরেই যে আসি বারেবারে এই নীড়ে সরবে অথবা নীরবে :)

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৯

সুফিয়া বলেছেন: আসুননা এই নীড়ে/দু'জনে হারিয়ে যাই শৈশবের ভীড়ে।
বলব কথা শুনব দু'জনে/ফিরে ফিরে যাব ফেলে আসা বিজনে।
হোকনা লোহার গরাদ/মনকে বাধে কোথা সে গরাদ।
দু'জনে মিলে ভাঙব গরাদ/ছিড়ে ফেলব এই সময়ের সব পাতা ফাদ।


সত্যি অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ফিরে আসেন বলেই আমি বারবার নষ্টালজিক কবিতায় ভাসি। ভাল লােগ ভাসতে।

আবার আসবেন আশা করি।

১৯| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৩

নীল ভোমরা বলেছেন: খু-উ-ব সুন্দর!

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪০

সুফিয়া বলেছেন: অ-নে-ক ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.