নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

কিন্তু যাওয়া হলোনা আমার।

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩

আঁচলে শিউলী বেঁধে
ভেবেছিলাম তোমার কাছেই যাব।
তোমাকেই দেখাব সদ্য শিশিরধোয়া কপালে
শিউলীর টিপ পড়লে
কেমন দেখায় আমাকে ?

ভেবেছিলাম তুমিই বলবে
শিশিরভেজা ঘাসে হেঁটে
তোমার আঙিনায় পা রাখলে
সেখানে মুক্তো দানার বর্ষণ হয় কি-না
ভোরের সূর্যালোকে।

হয়তো বলতে তুমি আরও কিছু।
কিন্তু যাওয়া হলোনা আমার।

আঁচলের শিউলী ঝরে গেল,
ভেজা ঘাস শুকিয়ে গেল,
মনের ভিতর পাখামেলা মন
গুটিয়ে নিল নিজকে।

আমারও শুনা হলোনা তোমার মুখ থেকে
কবিতার ফেমে বাঁধা সেই কথাগুলো।

‍‌"শিশিরভেজা কপালে
শিউলীর টিপে
উর্বশী সুন্দরী তুমি
ঘাস রং এর শাড়িতে।"

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮

নিলু বলেছেন: বেশ মানান সই মনে হয়

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অাপনাকে।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রস্ফুতি হওয়ার আগেই ঝরে গেলো একটি পবিত্র ভালোবাসার। তবে অনুভূতিটা রয়েই গেলো মনে হয়। শেষ স্তবকের কথাগুলো সেটাই প্রমাণ করে। সাবলীল কবিতায় ভালোবাসার সুন্দর প্রকাশ। আমার কাছে খুব ভালো লাগলো সুফিয়া। নিরন্তর শুভ কামনা রইলো।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

সুফিয়া বলেছেন: খুব ভাল লাগল অাপনার কথাগুেলা । ভাল থাকবেন সব সময় । অাপনার জন্য রইল শুভেচ্চা ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সাবলীল কবিতায় ভাল লাগা জানবেন আপু।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অাপনােক । ভাল থাকবেন ।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

আবু শাকিল বলেছেন: ভাল লাগল ;)

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

আরজু পনি বলেছেন:

শিউলি ফুলের কথায় ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল !

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। এই ফুলটা আমারও খুব প্রিয়। ছোটবেলা কত কুড়িয়েছি ! এখনও সামনে পেলে কুড়িয়ে নিই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.