নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি ফিরে যেতে চাই প্রাক-সভ্যতার নিকষ কালো আঁধারে।

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

আমার মেয়ের শরীর পুড়ছে

মন পুড়ছে তারও বেশী।

দুঃখ-যন্ত্রণায় এখন সে কাঁদছে দিবানিশি।



রাজনীতির আগুনে আরও পুড়ছে কত জন !

মায়ের কোলে শিশু পুড়ছে

স্কুলে যেতে সন্তান পুড়ছে

দিন মজুরের দেহ পুড়ছে।

পুড়ে পুড়ে অঙ্গার হচ্ছে

সৃষ্ট জীবের শ্রেষ্ট মানুষ।



এ কেমন রাজনীতি ?

এ কেমন ক্ষমতার লোলুপতা ?

স্বার্থান্ধ চোখে তাদের পড়েনা কিছুই।



দগ্ধ লাশের মিছিলে তবু তারা গণতন্ত্রের ফানুস তোলে।



এ কেমন গণতন্ত্র ?

জনগণ যার মালিক

তারাই পুড়ে লাশ হচ্ছে অহরহ।



এ কেমন সভ্যতা ?

এ কেমন এগিয়ে যাওয়া আমাদের ?



যেখানে গণতন্ত্রের যজ্ঞোৎসব হয়

জীবন্ত মানুষকে পুড়িয়ে অঙ্গার করে।



আর কত পুড়বে আমাদের মেয়ে ?

আর কত নিষ্পাপ শিশু জ্বলবে মায়ের কোলে ?

আর কত কর্মঠ হাত পুড়ে অঙ্গার হবে ?

পথে বসে হাহাকার করবে তার অসহায় পরিবার ?



চাইনা এমন রাজনীতি !

চাইনা এমন গণতন্ত্র !



আমি তাই ফিরে যেতে চাই

প্রাক-সভ্যতার নিকষ আঁধারে

লজ্জায় মুখ ঢাকব বলে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১০

নিলু বলেছেন: তাহলে ফিরিয়ে দাউ , প্রকিতি কিন্তু সেই প্রকিতিও যে , ধ্বংস হয়ে যাচ্ছে ।

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

সুফিয়া বলেছেন: আমাদের শান্তি বোধহয় আসবে একমাত্র অরণ্যে ফিরে যেতে পারলে।

ধন্যবাদ মতামতের জন্য।

২| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: হৃদয়বিদারক ।

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

সুফিয়া বলেছেন: হ্যাঁ সেলিম, ভাই কষ্টকর অবশ্যই। টেলিভিশনে যখন পুড়া মানুষগুলোকে দেখি তখন আমার মনটাও পুড়তে থাকে। কিন্তু কিছুই করতি পারিনা। এই অসহায়ত্ব আমায় কুরে কুরে খাচ্ছে।

ধন্যবাদ পড়ার জন্য।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮

সুমন কর বলেছেন: আমি তাই ফিরে যেতে চাই
প্রাক-সভ্যতার নিকষ আঁধারে
লজ্জায় মুখ ঢাকব বলে।

বর্তমান সময় নিয়ে লেখা।

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

সুফিয়া বলেছেন: জ্বি। ধন্যবাদ পড়ার জন্য।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

শাহরীয়ার সুজন বলেছেন: হুম...ভালো লিখেছেন।

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ফিরে গেলে হবে কীভাবে? বরং আমাদের সচেতন হয়ে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। তা না হলে যে দেশটাই ধ্বংস হয়ে যাবে সুফিয়া!

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

সুফিয়া বলেছেন: ফিরে যেতে চাই কি আর সাধে ? সারাক্ষণ একটা ভয়ের মধ্যে থাকতে হয়। এই বুঝি আমার বা আমার নিকটের কেউ দগ্ধ হলো ! অথচ কিছুই করতে পারছি না এই দুঃসহ অবস্থা থেকে উত্তরণের জন্য। তাই মনের দুঃখে এই লেখা।

ধন্যবাদ পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.