নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা -- আমরা দু'জন ।

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

এই জোছনায়
চলো যাই
দু'জনে স্নাত হই
আলোর বরষায়।

কানে কানে বলি
সেই কথাটি
দু'টি মন হারায়
যে কথায়।

আকাশ দেখবেনা
বলবেনা কিছু
দু'জনে হারাব
তারার মেলায়।

পাহাড়কে সাক্ষী রেখে
সাগরের বুকে
ভাসব মোরা
সুখের ভেলায়।

চেনা পথ হারিয়ে যাবে
অচেনার বাঁকে
চেনা সুর অচেনা মনে হবে
পেয়ে তোমাকে।

তবু আমরা দু'জন
পাশাপাশি সুজন
আদি থেকে
অন্ত বেলায়।

ছিলাম একসাথে
থাকব পাশে
শুধু হারাব
মনের মেলায়।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

বলাকা মন বলেছেন: দারুন

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

মাঝিবাড়ি বলেছেন: সরল কথা! লিখে যান ভাল লেগেছে

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ । আপনার কবিতাটিও ভালো লেগেছে। এইমাত্র ঘুরে এলাম আপনার ব্লগ থেকে।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

ইমতিয়াজ ১৩ বলেছেন: সুন্দর কবিতায় ১ম ভাল লাগা।



ভাল থাকুন অনাগত আগামীতে।

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ। ভালো থাকবেন।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: মনের কথায় শব্দের জটিলতার প্রয়োজন হয় না।
আপনার কবিতাটি পড়ে এই কথাটা বার বার মনে হচ্ছে।

কবিতায় ভাল লাগা।

ভাল থাকবেন।

৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ভালো থাকুন।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১০

আবু শাকিল বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা :)

৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ শাকিল কবিতাটি পড়ার জন্য। ভালো থাকবেন।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

নিলু বলেছেন: মনের সূতায় গাঁথা থাকবে , লিখে যান

৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১২

সুফিয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ছোট ছোট পঙক্তিতে বেশ উপভোগ্য প্রেমকাব্য। ভালো লাগলো সুফিয়া।

৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময় এই কামনা করছি।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

ন্যালা-খ্যাপা বলেছেন: ভালো লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৭

জাফরুল মবীন বলেছেন: সরল কথায় ভালবাসার অভিব্যক্তি মুগ্ধ করল :)

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ জাফরুল ভাই। ভালো থাকবেন।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭

ফাহিমুল ইসলাম বলেছেন: দারুন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ফাহমিদুল। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.