নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্প -- নেতা আসবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬

নেতা আসবেন। অনেক দিন ধরে এই নিয়ে এলাকা সরগরম হয়ে আছে। একটা উৎসব উৎসব আমেজ সর্বত্র।



অবশেষে নেতা এলেন। এলাকাবাসীর মনে ঝিমিয়ে পড়া আশার প্রদীপটা আবার জেগে উঠল। এবার তাদের ভাগ্য বদল হবে। নেতা এলেই নাকি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে !



যথাযোগ্য মর্যাদায় নেতাকে বরণ করা হলো। বক্তৃতায় মঞ্চে অনেকে কথার ফোয়ারা বইয়ে দিল। যারা কিছু বলার সুযোগ পেলনা তারা মনে মনে আফসোস করল।



নেতাও অনেক কথা বললেন। এলাকায় অনেক কিছু করার প্রতিশ্রুতি দিলেন। সামনে খোলা জায়গায় বসা মানুষগুলো সেই বক্তৃতা হা করে গিলল। কিছু বুঝল, কিছু বুঝলনা। যতটুকু বুঝল তাতেই খুশীতে আটকানা হয়ে গেল।



সবশেষে নেতার আসল কাজ। উদ্বোধন করবেন কয়েকটি উন্নয়ন প্রকল্পের। ডিজিটাল উদ্বোধন হবে। এক জায়গায় দাঁড়িয়ে সব ক'টি প্রকল্পের ফিতা কাটবেন তিনি।



মঞ্চ থেকে সেই অবধি হেঁটে যাবেন নেতা। তার যাতে কষ্ট না হয় সেজন্য প্রশস্ত রাস্তা তৈরী করা হয়েছে এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তোলে।



ঝকঝকে মসৃণ রাস্তা। নেতা তার স্বাভাবসুলভ গাম্ভীর্য বজায় রেখে মঞ্চ থেকে নামলেন। তাকে বেষ্টন করে সাথে সাথে হাঁটছে অসংখ্য চেলা-চামুন্ডা।



সবাই হাঁটছে। কিন্তু নেতা তাদের সাথে তাল মেলাতে পারছেন না। অবাক হয় সবাই। অত সুন্দর রাস্তা। তবু কেন হাঁটতে পারছেননা স্যার ? কেন বারবার দাঁড়িয়ে পড়ছেন তিনি ?।



কি অসুবিধা ? কি হয়েছে নেতার ? শরীর ঠিক আছে তো নেতার ? কি করা যায় এখন স্যারের জন্য ? এটুকু তো মাত্র পথ !



ব্যস্ত হয়ে পড়ে কেউ কেউ।



নেতা তবু এগোতে চেষ্টা করেন। সাবধানে পা ফেলেন যেন রাস্তার গর্ত দেখে দেখে হাঁটছেন তিনি।



কি হয়েছে স্যার ? অমন করে হাঁটছেন কেন ? আপনার জন্য অত সুন্দর রাস্তা বানালাম !



কোথায় অত সুন্দর রাস্তা ? আমার পা বারবার কাদায় আটকে যাচ্ছে। এটাকে আপনারা সুন্দর রাস্তা বলছেন ?



নিজের অনিচ্ছায় নেতার স্বর একটু উঁচু শুনায়। অমনি নেতার কানে আসে,



"কাদা বলছেন কেন স্যার ? আমরা মানুষ। আমাদের পোড়া দগদগে শরীরের উপর দিয়ে আপনি হাঁটছেন তো তাই অমন মনে হচ্ছে। যান স্যার, এগিয়ে যান। আপনার পা পুরোটা কাদায় ডুববে না। আপনার লাগানো আগুনে আমাদের শরীরের মাংস পুড়ে কাদার মতো হয়ে গেলেও হাড়গুলো এখনও রয়ে গেছে। ওগুলোর উপর দিয়ে আপনি নিশ্চিন্তে হেঁটে যান। "



না, না, -----বলে দু'হাতে দু'কান চেপে ধরে নেতা উল্টোদিকে দৌড়াতে শুরু করেন। সবাই নেতার দিকে হতভম্বের মতো তাকিয়ে থাকে।



৩১-০১-২০১৫

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: এটা কি বিবেকের বাণী।
মনে হয় না। নেতারা বিবেকবান হয় না।

আমি নেতা না। আমার বিবেক আছে।
তাই আপনার লেখায় কেঁপে উঠল অন্তরাত্মা।

অনেক পছন্দ হল লেখাটা।

জিমিয়ে> ঝিমিয়ে
চাঁদা তোলে> তুলে

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। বানানটা ঠিক করে দিচ্ছি।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

সুপ্ত আহমেদ বলেছেন: অনেক ভালো লেগেছে গল্পটা ! কিন্তু আর একটু সচ্ছ হলে মনে হয় পুরো পরিপুর্নতা পেতো ! শুভ কামনা আবারো । লিখে যান !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

বিপ্লবী বেদুঈন বলেছেন: ভালো লাগলো!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫১

বিদ্রোহী বাঙালি বলেছেন: পাপীরা চিরকালই ভীরু। নেতার পিছু হটা সেটাই প্রমাণ করে। কারণ আমাদের দেশের নেতারা প্রতিনিয়ত জনগণের সাথে অন্যায় করে পাপ করছেন। গল্পের নেতাও যে তাদের হয়েই এই গল্পে প্রতিনিধিত্ব করছেন।
পোড়া দেহের ক্রন্দন আজ উপেক্ষিত আমাদের দেশে, অথচ একটা ঝরাপাতার জন্য আমরা বিলাপ করে যাচ্ছি। রাজনীতি এবং রাজনীতিবিদদের একটা চরম সত্য দিক তুলে ধরেছেন সমসাময়িক ঘটনাকে ইঙ্গিত করে। ভালো লিখেছেন সুফিয়া।
সব বানানের দিকে খেয়াল করি নাই। কিন্তু নিচের বানানটা বেশ স্পষ্ট হয়ে ধরা দিল। তাই তুলে ধরলাম।
কাঁদা> কাদা
নিরন্তর শুভ কামনা রইলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্য ভালো লাগল। ভালো থাকবেন।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১২

ডি মুন বলেছেন:
ভালো লাগল ছোট্ট গল্প
++++

নেতাদের শুভবুদ্ধির উদয় হোক

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১

সুফিয়া বলেছেন: আপনার মতো আমিও সেটা কামনা করছি। ধন্যবাদ । ভালো থাকবেন।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৯

আবু শাকিল বলেছেন: গল্প টা অনেক আগে একবার পোষ্ট দিয়েছিলেন।অনেক আগে একবার পড়েছি সম্ভবত ।
আমার ভূল ও হতে পারে।

গল্প ভাল লাগল ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

সুফিয়া বলেছেন: জানিনা এরকম আর কারও গল্প আপনি পড়েছেন কি না। আমি গল্পটা গতকাল লিখেছি এবং সাথে সাথে পোস্ট দিয়েছি।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

তুষার কাব্য বলেছেন: ভালো লাগল ছোট্ট গল্প।

নেতাদের আদৌ শুভবুদ্দির উদয় হবে বলেতো মনে হয়না....!

শুভকামনা জানবেন...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪

সুফিয়া বলেছেন: ঠিক বলেছেন। আমাদের দেশের নেতাদের শুভবুদ্ধির উদয় কখনও হবেনা। হলে তো আমাদের জীবন ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরে আসত।

ধন্যবাদ তুষার।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

তোমোদাচি বলেছেন: সুন্দর ছোট গল্প

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর !! বিবেককে জাগ্রত হবার মতো গল্প-----নেতাদের শুভবুদ্ধির উদয় হোক

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩

সুফিয়া বলেছেন: আপনার ভালো লাগছে দেখে আমারও ভালো লাগছে।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২২

সুমন কর বলেছেন: গল্পে অারো একটু সময় দিলে ভাল হতো।

অামাদের নেতাদের বিবেক কবে যে উদয় হবে !!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৯

সুফিয়া বলেছেন: আমাদের দেশের নেতারা বিবেক নামক মানবিক গুণটিকে বিসর্জন দিয়ে দেয় রাজনীতিতে নামার সাথে সাথে। পরবর্তীতে এর দিকে আপর ফিরে তাকাবার প্রয়োজন মনে করেনা। তাই আমার মনে আমাদের এই প্রত্যাশা সারা জীবনই অপূরণীয় থেকে যাবে। নেতাদের বিবেক কখনও জাগ্রত হবেনা।

ধন্যবাদ সুমন। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.