নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

এমনি করেই ভয়কে জয় করতে হয়

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০০

এমনি করেই ভয়কে জয় করতে হয়

রিকশা করে বাসায় আসছি
বইমেলা থেকে ফার্মগেট
রাত সাড়ে আটটা।
হঠাৎ কাছে কোথাও প্রচন্ড শব্দে কেঁপে উঠলাম।
‌'ককটেল, ককটেল,'
কয়েকজনের চিৎকার শুনতে পেলাম।
একটু ভয় জাগল মনে। অনুসন্ধিৎসু দৃষ্টি
ছড়িয়ে দিলাম এদিক-সেদিক। চোখে পড়ল,
বেশ কিছু মানুষ জটলা করে দাঁড়িয়ে আছে এক জায়গায়।
আমি অবাক হলাম।
একটা ককটেল বিস্ফোরিত হলো, অথচ কেউ
ভীত-সন্ত্রস্ত হয়ে ছুটাছুটি করছেনা।
গাড়িগুলোও দৌড়াচ্ছেনা উর্ধ্বশ্বাসে।
বরং নির্বিকারভাবে
বিস্ফোরণের স্থানটাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে
মানুষজন, যানবাহন।
এবার আমার অবাক ভাব কেটে গেল।
ভাবলাম,
এমনি বুঝি হয়।
ককটেল-বোমা যখন নিত্য সঙ্গী হয়।
তখন এমনি করে
পাশ কাটিয়ে যেতে হয়।
এমনি করে ভয়কে জয় করতে হয়।

২২-০২-২০১৫
রাত ১০.৩০ মিনিট।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০

জাফরুল মবীন বলেছেন: আমাদের অনুভূতি দিন দিন ভোঁতা হয়ে যাচ্ছে বোন!

অাল্লাহর কাছে হাজার শোকর যে আপনি সুস্থভাবে বাসায় ফিরেছেন।

শুভকামনা জানবেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ জাফরুল ভাই। প্রথম মন্তব্যটা আপনি করলেন।

আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী বাঙালি বলেছেন: বোমা, কক্টেল, ভয়, খুন ইত্যাদির সাথে বসবাস করতে করতে মনে হয় এগুলো সব আমাদের গা সয়া হয়ে গেছে। তাই মনে হয় আমরা আতঙ্কিত হই না এখন। ব্যাপারটাকে একটু গভীরভাবে দেখলে এটা সহজেই অনুমেয় হয়ে উঠে যে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা কতটা খারাপ হলে মানুষ এখন এগুলোকে ভয় না। এই পরিস্থিতিতে মানবতার চরম অবনতি হবে এটাই স্বাভাবিক। এর থেকে উত্তরণ প্রত্যাশা করছি সুফিয়া। ফেবুতে আপনাকে রিকুয়েস্ট পাঠিয়েছিলাম। বিবেচনা আপনার। ভালো থাকবেন। অনেক শুভ কামনা রইলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। আমি খুব আনন্দিত যে আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন। অবশ্যই শ্রদ্ধার সাথে রক্ষা করা হবে।

আপনার ঠিকানায় গতকাল বই পঠিয়েছি। পেলেন কি-না জানাবেন।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

আরণ্যক রাখাল বলেছেন: অভ্যেস হয়ে গেছে, যাদের যায়নি,হয়ে যাবে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪

সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন বন্ধু রাখাল। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সব সময়।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল থাকুন, সুস্থ থাকুন, প্রত্যাশা এটুকুই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ আমার মঙ্গল কামনার জন্য।

ভালো থাকুন আপনি।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

এনামুল রেজা বলেছেন: বাসা থেকে বেরুলে, জীবিত ফিরে আসার নিশ্চয়তাটুকু ইদানিং বিলুপ্ত হয়েছে..

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫

সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন বন্ধু রেজা। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.