নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

কি করে শুধব ঋণ শহীদদের ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

কি করে শুধব ঋণ শহীদদের ?


স্বাধীনতা পেয়েছিলাম পাইনি এর জিম্মাদার
তাই তো আজ স্বাধীন দেশে মানুষের এত হাহাকার।
ফাটুস-ফুটুস বোমা ফোটে ফটকা ফোটার মতন
জীবন নিয়ে আর বাজী ধরেনা কেউ দগ্ধ হয় যখন তখন।
গণতন্ত্র নাকি মহাপবিত্র রক্ষা করাই ধম্য
রাজনীতিবিদদের একথা শুধু ক্ষমতায় যাবার বর্ম।
আমজনতা সব বুঝেও অসহায় আজ রাজনীতির কাছে
ভাগ্য তাদের রং বদলায় নিত্য রাজনীতির ঘোরটোপে।
বহু ত্যাগের বিনিময়ে পাওয়া ভালোবাসার বাংলাদেশ
অনেক রক্তের পথ হেঁটে পেয়েছিলাম এই বাংলাদেশ।
কথা ছিল স্বপ্ন বুনব বাতায়ন খুলব দিগন্তের
সব আজ যাচ্ছে ভেসে কি করে শুধব ঋণ শহীদদের ?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

সুফিয়া বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২১

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা যেভাবে নিজেদের বাঙালি বলে পরিচয় দিচ্ছি, আমাদের চেতনা যেভাবে দিন দিন ম্লান হয়ে যাচ্ছে, যেভাবে আমাদের দেশপ্রেম দিন দিন উবে যাচ্ছে, তাতে মনে হয় কোন দিনই শহীদদের ঋণ শোধ করতে পারবো না। বরং তাদের গৌরবময় অর্জনগুলোকে আমরা দিন দিন কলুষিত করছি আমাদের স্বার্থান্বেষী হীন মন মানসিকতার শিকারে। কবিতার বক্তব্য ভালো লাগলো সুফিয়া আপা। নিরন্তর শুভ কামনা রইলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

সুফিয়া বলেছেন: আপনি ঠিকই বলেছেন। শহীদদের গৌরবময় অর্জনকে আমরা দিন দিন কলুষিত করছি আমাদের হীন মনুষত্ববোধও কলুষিত রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে। এটা যতটা ্না ক্ষতিকর তার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে এই যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আন্তরিক ইচ্ছা এবং সদিচ্ছা আমাদের মাঝে নেই।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এ ঋণ তো শোধবার না। তবে হ্যাঁ তাদের প্রতি শ্রদ্ধ্যার্ঘ দিতে পারি দেশকে ভালোবেসে। কিন্তু এতটাই হীন আমরা দেশপ্রেমেও আজ ভেজাল, ফরমালিনযুক্ত।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

সুফিয়া বলেছেন: আপনি ঠিকই বলেছেন এ ঋণ শোধবার নয়। দেশকে ভালোবেসে শহীদদের প্রতি সত্যিকার শ্রদ্ধা জানানোর চেষ্টাগুলো দিন দিন কেমন যেন মেকি হয়ে যাচ্ছে। আমার আসল খেদটা এখানেই।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো ।

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:১৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সব আজ যাচ্ছে ভেসে কি করে শুধব ঋণ শহীদদের ?


মন ভেসে যায়, মান রয়ে যায়, এই অপয়া সময়ে!

ভালোলাগা রইল, ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:২১

সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.