নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

দেখো, আমি ঠিক বেঁচে আছি !

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৮

আমার লক্ষী ভাইটি হারিয়ে গেছে।

কোথাও খুঁজে পাচ্ছিনা ওকে।

তোমরা কি জানো ?

দেখেছো কোথাও আমার ভাইটিকে ?

আমি অনেক খুঁজেছি ওকে।

পুকুরঘাটে, লেবুতলায়,

জোনাকজ্বলা মাঠে,

মায়ের আলমারির পেছনে,

দাদীর খাটের তলায়

কোথাও নাই সে।



আচ্ছা, তোমরা কি বলতে পারো

কোথায় যেতে পারে আমার আদরের ভাইটি ?

ও তো দূরের কোন পথ-ঘাট চিনেনা।

খুব ছোট ও।

রাস্তা দিয়ে বেশিদূর হাঁটতে পারেনা,

দৌড়াতে পারেনা,

কথাও বলতে পারেনা ঠিক করে।

তাহলে কোথায় যেতে পারে আমার আদরের ভাইটি ?



এখন তো ওর কোথাও গেলে চলবেনা।

এখন ওর গোসল করার সময়।

আমি সাবান-গামছাহাতে অপেক্ষা করছি।

ওকে গোসল করার,

খাওয়াব, ঘুম পাড়াব,

তারপর ওকে নিয়ে খেলায় মেতে উঠব।

কিন্তু ওকে খুঁজে না পেলে কেমন করে হবে এতসব ?



ও---, মনে পড়েছে।

আচ্ছা, তোমরা কি আজ ঝুনঝুনিওয়ালাকে দেখেছো ?

আমার ভাইটি, এইতো সেদিন

ঝুনঝুনিওয়ালার পিছু পিছু চলে গিয়েছিল অন্য পাড়ায়।

খবর পেয়ে আমি হন্তদন্ত ছুটে গেলাম ওপাড়ায়।

গিয়ে দেখি মোল্লাবাড়ির রাখাল ছেলেটার কোলে

কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে আমার ভাইটি।

আমি ছো মেরে ওকে কোলে তোলে নিয়ে চলে এলাম বাড়ি।

যেমন করে মা পাখি তার ছোট্ট ছানাকে ছিনিয়ে আনে

অন্যের অধিকার থেকে।



কিন্তু এভাবে আগলে রেখেও

আজ কোথাও খুঁজে পাচ্ছিনা আমার ভাইটিকে।



আচ্ছা, তোমরা অমন করে তাকিয়ে আছো কেন ?

বলনা, কোথাও কি দেখেছো আমার ভাইটিকে।

ও যে আমাকে ছাড়া একদম থাকতে পারেনা।

ঘুম থেকে উঠে,

গোসলের সময় হলে,

খাওয়ার সময় হলে,

এমনকি খেলার সাথীর খুঁজে

ওর যে আমাকেই চাই,

শুধুই আমাকে।

এমন আদরের ভাইটিকে হারিয়ে

আমি এখন কি করে বেঁচে থাকব

বলতে পারো তোমরা ?



------------------------------



আমার ভাই হারানোর এই গল্পটা অনেক দিন আগের

যখন সে ছিল একটা তুলতুলে পুতুলের মতো।

এরপর বড় হলো আমার ভাইটি,

মস্তবড় যুবক সে।

ওর কথার তেজে,

চলার ভঙ্গিতে

জীবন জাগে বিপন্ন প্রাণে।



এমন সময় এলো সেই উদাত্ত আহবান।

এক মহাপুরুষের কন্ঠে বাজল স্বাধীনতার ডাক।

'এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম

এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম।'

ঝাঁপিয়ে পড়লো আমার ভাইটি ।

দেশকে বাঁচাতে হবে,

সম্ভ্রম রাখতে হবে দেশের,

মায়ের, বোনের।

এদেশের আলো-বাতাস-পাখির ঠোঁটে

তুলে দিতে হবে স্বাধীনতার গান।



তারপর !

তারপর আমার ভাইটি হারিয়ে গেলো চিরদিনের মতো।

আমি আর খুঁজে পেলামনা আমার ভাইটিকে।



অথচ দেখো, আমি ঠিক বেঁচে আছি !

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভাই হারানোর কবিতায় ব্যথিত হলাম....
বিনিময়ে পেলাম স্বাধীনতা!

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ মইনুল কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য।

ভাল থাকুন সব সময়।

২| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৯

বিজন রয় বলেছেন: এই কবিতাটি ভাল না লেগে পারেই না।

খুব ভাল লাগল।

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ বিজন কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

ভাল থাকুন আপনি।

৩| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩২

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: আমরা এভাবেই লক্ষ ভাইয়ের বিনিময়ে একটি স্বাধীনতা পেয়েছিলাম। সেই ভাইদের মনে করে শ্রদ্ধায় নত হই। বিনম্র শ্রদ্ধা সকল শহীদদের প্রতি।

কিছু কিশোর গেরিলা যোদ্ধাদের নিয়ে লেখা আমার এই ব্লগটি একবার দেখে আসতে পারেন।

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪২

সুফিয়া বলেছেন: আপনি একদম ঠিক বলেছেন । আমরা এভাবেই লক্ষ ভাইয়ের বিনিময়ে একটি স্বাধীনতা পেয়েছিলাম। সেই ভাইদের মনে করে শ্রদ্ধায় নত হই। বিনম্র শ্রদ্ধা সকল শহীদদের প্রতি।

ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য।

ভাল থাকুন আপনি সব সময়।

৪| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৫

কলমের কালি শেষ বলেছেন: মন ভারী করা কবিতা । অসাধারণ কবিতা । পাঠে মুদ্ধ ।

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল তাকুন আপনি।

৫| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪২

ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর আবেগের কবিতা, ভাল লাগল্

২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী আপনাকে কবিতাটি পড়ার জন্য। ভাল থাকুন আপনি।

৬| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৬

উল্টা দূরবীন বলেছেন: মন খারাপ কইরা দিলেন মিয়া :(

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৬

সুফিয়া বলেছেন: আমি মিয়া হলাম কিভাবে ?

ধন্যবাদ কবিতা পড়ার জন্য।

৭| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১১

তুষার কাব্য বলেছেন: অসাধারণ কবিতা ।খুব ভালো লাগলো ।

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য কবিতাটি পড়ার জন্য।

ভাল থাকুন আপনি।

৮| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: মনটা বিষন্ন হয়ে গেল।

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১২

সুফিয়া বলেছেন: কিন্তু এটাই সত্য ঘটনা, আমাদের মহান অর্জনের ইতিহাস এভাবেই রচিত হয়েছে।

ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৯| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাইটি আজ বাংলাদেশের পতাকা হয়ে উড়ছে । মন ছুঁয়ে গেল আপনার লিখনি ।

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য। ঠিকই বলেছেন আপনি। এদেশের অষংখ্য ভাইয়ের মতো আমার ভাইটি আজ বাংলাদেশের পতাকা হয়ে উড়ছে।

ভাল থাকুন সব সময়।

১০| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৪

রোদেলা বলেছেন: আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা ।
আমি জনম জনম রাখবো ধরে
ভাই হারানোর জ্বালা।।

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ রোদেলা আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

ভাল থাকুন আপনি।

১১| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: এ নিয়ে বাংলা লিংক এর এ্যাডটা ও বেশ হৃদয় বিদারক।


পোস্টে ভাল লাগা

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ। ভাল থাকুন।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৩

অর্বাচীন পথিক বলেছেন: বিষন্ন হল মন টা আপু :(

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

সুফিয়া বলেছেন: শেষের অংশটা পড়লে বিষন্নতা ভর করে। তবু এটাই সত্য। আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে এমন বহু বিষন্ন ইতিহাস জড়িয়ে আছে।

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.