নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

বড় নিঃসঙ্গ একা দুটি চোখ

০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৭

বড় নিঃসঙ্গ একা দুটি চোখ


বড় নিঃসঙ্গ একা দুটি চোখ
চেয়ে আছে
নিঃসীম সীমানায়
দুঃখের পাটাতনে ক্ষয়ে ক্ষয়ে সে
হারিয়ে ফেলেছে সব সুখ।
জেগে আছে শুধু
সময়ের এক টুকরো ছেঁড়া পাতা
কালের বিবর্তনে হারিয়ে যাওয়া
কবিতার মতো।
নিজের প্রতিচ্ছবি সে দেখে সেখানে
যখন জাগে প্রাণ আঁধারের নিঃসীম কারাগারে।
ক্ষয়ে যাওয়া দৃষ্টি নিয়ে যখন সে তাকায়
সামনে
রূপোলি ইলিশের মতো
ঝকঝকে উঠোনে।
দেখে, সেখানেও ঝড় উঠেছে
কূলহীন সমুদ্রে,
ভিতর-বাহির একাকার করা ঝড়
উঠে যেমন
বিধ্বস্ত প্রেমিকের মনে
কোন এক ফাল্গুনের পুষ্পঝরা ক্ষণে।

এরপর এলো সেই বৈশাখী ঝড়।
উড়িয়ে নিল সবকিছু।
তোমার-আমার ঠিকানা,
পাখিদের বাসা,
পুষ্পদলের মেলা।
শুধু রয়ে গেল
উঠোনের কোণ জুড়ে
ছেঁড়া পাতাদের জমাট স্তূপ।
মচমচে পাতার গা ছুঁয়ে
তুমিই ছিল সেখানে।

আমি খুঁজে নিলাম তোমাকে
যদিও ততদিনে
আমার নিঃসঙ্গ একা দুটি চোখ
দুঃখের পাটাতনে ক্ষয়ে ক্ষয়ে
হারিয়ে ফেলেছে সব সুখ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫২

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা সুন্দর কবিতায় কিন্তু সকল বেলায় নিঃসঙ্গতার কবিতা কেন?



০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৯

সুফিয়া বলেছেন: কবিতাটি লেখা হয়েছে সকালে নয়, অনেক রাতের বেলা। কিন্তু পোস্ট দিয়েছি সকালবেলা।

ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

২| ০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২১

আরণ্যক রাখাল বলেছেন: খুব একটা ভালো লাগেনি। অনুভূতিগুলো প্রকাশিত হয়নি সেভাবে

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: অনুভূতিরা কেমন যেন। ধরা দেয় নি কবিতায়।

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১০

সুফিয়া বলেছেন: অনুভূতির প্রকাশটা একটু ছাড়া ছাড়া হয়েছে, যেন কাছেই আছে কিন্তু ধরা যাচ্ছেনা। আমিও বুঝতে পেরেছি।

ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১

বিদগ্ধ বলেছেন:
নিংসঙ্গতার কবিতা!

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০১

প্রোফেসর শঙ্কু বলেছেন: মোটামুটি ভাল লাগল।

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৭

অর্বাচীন পথিক বলেছেন: "কূলহীন সমুদ্রে,
ভিতর-বাহির একাকার করা ঝড়
উঠে যেমন
বিধ্বস্ত প্রেমিকের মনে
কোন এক ফাল্গুনের পুষ্পঝরা ক্ষণে"

--- ভাল লাগলো আপু

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি খুঁজে নিলাম তোমাকে
যদিও ততদিনে
আমার নিঃসঙ্গ একা দুটি চোখ
দুঃখের পাটাতনে ক্ষয়ে ক্ষয়ে
হারিয়ে ফেলেছে সব সুখ।


ভালো লাগলো আপু।

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৪

শায়মা বলেছেন: সুন্দর বৈশাখী কবিতা।

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৮

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.