নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

নৈশব্দের করতলে নিজকে বন্দী করেছি আজ

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৪

নৈশব্দের করতলে নিজকে বন্দী করেছি আজ



নৈশব্দের করতলে নিজকে বন্দী করেছি আজ।
তুমি রোজ এপথে আসো কার অভিসারে
তাকে দেখব বলে আজ।
আমার পূজার ফুল পায়ে দলে
তুমি প্রণমি হও যার ঘরে
সে ঘরের নিশানা খুঁজে পাব বলে আজ।

নিজকে রাহুমুক্ত করেছি আজ।
অভিমানী প্রণয়ে আর আমি বন্দী নই দেখো।
মুছে ফেলেছি তোমার সব চিহ্ন
এই দুই হাতে, যে হাত
তোমায় ছুঁয়েছিল আপন ভেবে।

সেই বকুল ফুলের মালা,
কবিতার খাতা,
নিঝুম নদীতীরের কথামালা,
উদ্বাহু মেলা তোমার সেই আহবান।
সব আজ ম্রিয়মাণ আমার কাছে।
আজ আমি মুক্ত আকাশে যেমন ইচ্ছে উড়ে বেড়াতে পারি।

আমার কোন দায় নেই কারও কাছে।
আছে শুধু প্রতীজ্ঞা।
পৃথিবীর করোটি হতে
সব প্রবঞ্চকের নাম মুছে দিব আমি।
তাই তো আজ নিজকে মুক্ত করেছি সব বন্ধন থেকে।
আড়াল করেছি সব চাওয়া-পাওয়ার হিসেব।

শুধু খেলায় মেতেছি নিজকে নিয়ে।
বন্দী করেছি নিজকে নৈশব্দের করতলে।
বুকের ভিতরের হুতাশনের আগুন নিভিয়ে ফেলেছি দেখো।
শুধু জ্বালিয়ে রেখেছি একটি দীপশিখা।
বড় শান্ত, বড় পবিত্র সেই দীপ।
ইচ্ছে করলেই ছুঁয়ে দিতে পারে সে তোমায়।

কিন্তু না ! সে ছুঁবেনা তোমাকে।
শুধু দেখবে একটি মন মাড়িয়ে
আরেকটি ঘরে বসতি সাজিয়ে
আবার কোন মনেরে করবে আপন
তোমার সওদাগরী মন ?

এভাবে সওদা করতে করতে
কবে হবে তোমার প্রেমের নির্বাসন ?
শুধু সেটুকু দেখব বলে
নিজকে বন্দী করেছি আমি নৈশব্দের করতলে।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১২

নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: সুন্দর

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে শব্দযোদ্ধা কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

২| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ সুমন। ভাল থাকুন।

৩| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৩

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে।
"আমার পূজার ফুল পায়ে দলে
তুমি প্রণমি হও যার ঘরে
সে ঘরের নিশানা খুঁজে পাব বলে আজ।"
এই লাইনটা খুব ভালো লেগেছে। রবীন্দ্রনাথের কবিতায় এধরনের লাইন পাওয়া যায়। তবে আপনার কবিতাটা ভিন্ন ভাব আর যুগচেতনায়

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য।

ভাল থাকুন আপনি সব সময়।

৪| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২

আমি সৈকত বলছি বলেছেন: ইচ্ছে করলেই ছুঁয়ে দিতে পারে সে তোমায়।
কিন্তু না ! সে ছুঁবেনা তোমাকে।
শুধু দেখবে একটি মন মাড়িয়ে
আরেকটি ঘরে বসতি সাজিয়ে
আবার কোন মনেরে করবে আপন
তোমার সওদাগরী মন ?
এভাবে সওদা করতে করতে
কবে হবে তোমার প্রেমের নির্বাসন ?
শুধু সেটুকু দেখব বলে
নিজকে বন্দী করেছি আমি নৈশব্দের
করতলে।

মুগ্ধতা মুগ্ধতা মুগ্ধতা রেখে যাচ্ছি। +++

১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ সৈকত কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।

৫| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৫

আমি সৈকত বলছি বলেছেন:


ধন্যবাদ :)

আপনিও ভালো থাকুন

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৪

সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ সৈকত।

৬| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৯

সকাল রয় বলেছেন:

প্রেম এক দূয়ারে থেমে থাকে না অন্তত এ যুগে।
আপনার দীর্ঘ কবিতায় একটুও ক্লান্তি নেই।।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ সকাল আপনাকে কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য।

৭| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৭

তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা !

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ তাহসিনুল। ভাল থাকুন আপনি।

৮| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে দিশেহারা রাজপুত্র। ভাল থাকুন আপনি।

৯| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৩

শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।

ভালবাসার সওদা করলে শেষ-মেষ বোধ হয় সমূহ ক্ষতিই হয়, তবুও মানুষ অবুঝ!
এভাবে সওদা করতে করতে
কবে হবে তোমার প্রেমের নির্বাসন ?
শুধু সেটুকু দেখব বলে
নিজকে বন্দী করেছি আমি নৈশব্দের করতলে।

আপনার শব্দ চয়ন গুলো ভাল, এই যেমন নৈশব্দের করতলে

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৩

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শামছুল ইসলাম কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

ভাল থাকুন আপনি।

১০| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন: অসাধালন সব ভাষা প্রয়োগে চমৎকার এক কবিতায় ৩য় ভাল লাগা।

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ। ভাল থাকুন সব সময়।

১১| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৩

বৃতি বলেছেন: কবিতা ভালো লাগলো, আপি :)

১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ বৃতি। ভাল থাকুন।

১২| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৫

অর্বাচীন পথিক বলেছেন: "সেই বকুল ফুলের মালা,
কবিতার খাতা,
নিঝুম নদীতীরের কথামালা"



লাইন গুলো খুব ভাল লাগলো

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৫

সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ অর্বাচীন পথিক কবিতাটি পাঠ করার জন্য ও মন্তব্য করার জন্য।

১৩| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৩

রোদেলা বলেছেন: এভাবে সওদা করতে করতে
কবে হবে তোমার প্রেমের নির্বাসন ?
শুধু সেটুকু দেখব বলে
নিজকে বন্দী করেছি আমি নৈশব্দের করতলে

-কিচ্ছু বলার নেই,সোজা প্রিয়তে।

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৬

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রোদেলা। ভাল থাকুন আপনি সব সময়।

১৪| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভাল থাকুন।

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার কবিতা, ভালোলাগা রইল +++++

বুকের ভিতরের হুতাশনের আগুন নিভিয়ে ফেলেছি দেখো।
শুধু জ্বালিয়ে রেখেছি একটি দীপশিখা।
বড় শান্ত, বড় পবিত্র সেই দীপ।
ইচ্ছে করলেই ছুঁয়ে দিতে পারে সে তোমায়।

কিন্তু না ! সে ছুঁবেনা তোমাকে।
শুধু দেখবে একটি মন মাড়িয়ে
আরেকটি ঘরে বসতি সাজিয়ে
আবার কোন মনেরে করবে আপন
তোমার সওদাগরী মন ?

এভাবে সওদা করতে করতে
কবে হবে তোমার প্রেমের নির্বাসন ?
শুধু সেটুকু দেখব বলে
নিজকে বন্দী করেছি আমি নৈশব্দের করতলে।


শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য। সব বর্ষের শুভেচ্ছা জানবেন।

আজ পুরাতন দিনের সমস্ত গ্লানি-হতাশা ও জীর্ণতাকে বিসর্জন দিয়ে নতুনকে বরণ করার পালা। নতুন বছরের দিনগুলো আমাদের সবার জন্য সাফল্যমন্ডিত হয়ে উঠুক।

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অসাধারণ ভালো লাগা । ++

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কলমের কালি শেষ। ভাল থাকুন। নববর্ষের শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.