নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

এই বৈশাখে মনে পড়ে সেই বৈশাখের কথা

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০১

এই বৈশাখে বসে আমি
গল্পে লিখি সেই বৈশাখের কথা।
হা-ডু-ডু মাঠ পেরিয়ে
মেঠো পথের বাঁক পেরিয়ে
আমার বাড়ির আঙিনা জুড়ে
বৈশাখ আসত নিয়ে পুঁথিকথা।
এই বৈশাখে মনে পড়ে সেই বৈশাখের কথা।

তেপান্তরের মাঠ পেরিয়ে
বাবলা তলার ঘাট পেরিয়ে
নতুন দিনের সুখ ছড়িয়ে
বৈশাখ আসত দাদীর মুখে
নিয়ে শোলক গাঁথা।
এই বৈশাখে বসে আমি
গল্পে লিখি সেই বৈশাখের কথা।

ঢাক-ঢোলের বাজনা বাজিয়ে
জীর্ণতাকে মুছে দিয়ে
বিসর্জনের ব্যথা ভুলিয়ে
নতুন আশার বান জাগিয়ে
বৈশাখ আসত কবির মুখে
নিয়ে কাব্য গাঁথা।
এই বৈশাখে বসে আমি
গল্পে লিখি সেই কথা।

মায়ের হাতের পিঠা-পুলি, মুড়কি-মুড়ি,
পান্থা ভাতে ইলশে গুড়ি
বাবার সাথে চরকার মেলা
এই বৈশাখে মনে পড়ে সেই বৈশাখের কথা।
তাই তো আমি গল্পে লিখি
সেই বৈশাখের কথা।

কাঠের পুতুল, মাটির পুতুল,
ছেলে পুতুল, মেয়ে পুতুল,
নাগরদোলায় হুলুস্থূল,
বাজত ভেপু সারাবেলা।
এই বৈশাখে বসে আমি
গল্পে লিখি সেই বৈশাখের কথা।

বাড়ি বাড়ি রং জুয়ারি
ডাকত দেয়া গগনবিদারী
ঈশাণ কোণ আঁধার করে
ঝড়ের সাথে যুদ্ধ করে
জমত মোদের আম কুড়োনি মেলা।
এই বৈশাখে মনে পড়ে সেই বৈশাখের কথা।
তাই তো আমি গল্পে লিখি
সেই বৈশাখের কথা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৩

কালের সময় বলেছেন: কবিতা অসাধারন ভালো লাগা।

১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ কালের সময় আপনাকে।

নব বর্ষের শুভেচ্ছা রইল। অনেক অনেক ভাল থাকুন।

২| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৩

জুনায়েদ জুবেরী বলেছেন: ++

১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ জুনায়েদ কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। সব বর্ষের শুভেচ্ছা জানবেন।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: কবিতাটা ভালো লেগেছে যতক্ষণ না এই লাইনটা "পান্থা ভাতে ইলশে গুড়ি" পড়ি। পান্তায় ইলিশ দেয়া আদৌ কি বাংলায় ছিল? ছিল না।
কবিতায় তাই অনেক আবেগ থাকলেও বাস্তবতা নেই। কবিতায় সবসময় বাস্তবতা থাকতে হবে তার কোন কথা নেই কিন্তু এখানে আপনি একজন খাঁটি বাঙালি যে গল্পে বাংলার আবহমান সংস্কৃতির কথা বলছে, তার কাছ থেকে এ ধরনের ভুল আশা করা যায়!
আরো ভালো হতে পারতো কবিতাটা

১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৩

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরণ্যক কবিতাটি পড়ার জন্য এবং বিশ্লেষণধর্মী মন্তব্য করার জন্য। আপনার পরামর্শ ভষ্যিতের জন্য মনে রাখব আমি।

সব বর্ষের শুভেচ্ছা জানবেন।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে। বাংলার বৈশাখী আনন্দের আমেজ অনুভব করলাম কবিতায়।

১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

সব বর্ষের শুভেচ্ছা জানবেন। অনেক অনেক ভাল থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.