নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা - অবক্ষয়

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৪

অবক্ষয়

সময়ের কলতান থেমে যাবে একদিন
চারপাশে জমবে ময়লা ধূলোর আস্তরণ
আবর্জনায় আবর্জনায় সয়লাভ হবে উঠোনকোণ।

জানলার ধারে মাধবীলতার ঝাড়
তার যৌবনের লাবণ্য হারিয়ে
বয়সী বটগাছের নিকট নতজানু হবে বাঁচার আশায়।

বাঁশঝাড়ে পেঁচার ডাক শুনে মনে হবে
গভীর অরণ্য থেকে ভেসে আসা
ভূতোড়ে কোন আওয়াজ।

শান-বাঁধানো পুকুর ঘাটে
শেওলার আস্তরণ জমে জমে
তৈরি হবে শতাব্দীর জীর্ণ দেয়াল।

তোমার অতি প্রিয় পড়ার টেবিলে
মাকড়সার বিছানো জালে
ফুটে উঠবে নতুন অলংকরণের ছবি।

এসব দেখে তুমি ভাববে,
কি করে হলো এত অবক্ষয় ?

উদাসী মানুষ, তুমি দেখনা চেয়ে
তোমার শরীরও এগিয়ে যাচ্ছে
ক্ষয়ে যাবার নিয়মে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৯

জেন রসি বলেছেন: ভালো লেগেছে :)

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ জেন কবিতাটি পড়ার জন্য। ভাল থাকুন।

২| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৪

রোদেলা বলেছেন: উদাসী মানুষ, তুমি দেখনা চেয়ে
তোমার শরীরও এগিয়ে যাচ্ছে
ক্ষয়ে যাবার নিয়মে ।

সুন্দর.।

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ রোদেলা কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৩| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৮

দৃষ্টিসীমানা বলেছেন: খুব ভাল লাগল ।+ + + + + ।

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৪

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থৃকুন সব সময়।

৪| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার। ++

সময়ের কাছে আমরা সত্যিই অসহায়। হারিয়ে যায় সবকিছু। মহাকালের উদরপূর্তিতে বিলিয়ে দিতে হয় সব ভালো লাগা।

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৫

সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন। আপনার কথার সাথে মিল রেখে বলতে ইচ্ছে করছে, মহাকালের উদরপূর্তিতে বিলিয়ে দিতে হয় সব ক্ষমতার দম্ভ।

ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

৫| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: জানলার ধারে মাধবীলতার ঝাড়
তার যৌবনের লাবণ্য হারিয়ে
বয়সী বটগাছের নিকট নতজানু হবে বাঁচার আশায়
সুন্দর

২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আরন্যক কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৬| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৯

অর্বাচীন পথিক বলেছেন: বেশ লাগলো আপু কবিতা টা

২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অর্বাচীন পথিক। ভাল থাকুন আপনি।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতায় অনেক ভাললাগা ।

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১১

তুষার কাব্য বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগলো।

শুভকামনা জানবেন।

২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.