নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

মা ও আমি

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৩

মা ও আমি


মাকে বলেছিলাম, মাগো,
এমন করে বলোনা তুমি।
হারিয়ে যাবে তুমি এ কেমন কথা !
মায়েরা কি কখনও হারাতে পারে ?
মা হচ্ছে আলো ঝলমলে আকাশ।
আকাশ না থাকলে চন্দ্র-সূর্য-তারা
আলো ছড়াবে কোথায় ?
তেমনি তুমি না থাকলে মা
তোমার সন্তান আলোহীন হয়ে পড়বে।
মা বলেছিলেন, তোর এ কথাটা ঠিক নয় খুকি।
সন্তান মায়ের আলো ধার নিয়ে
আলো ছড়াবে চারপাশে।
তারপর নিজেই তৈরি করবে একটি আলোর জগত।
সেই আলোতে উদ্ভাসিত হবে বিশ্ব ভূবন।
এখানেই মায়ের সার্থকতা।
পৃথিবী থেকে চলে গিয়েও বেঁচে থাকবে
সন্তানের বিকীর্ণ আলো আঁকড়ে ধরে।
একে চলে যাওয়া বলেনা খুকি !
একে বলে স্থান ছেড়ে দেওয়া।
আমি জায়গা ছেড়ে না গেলে
তুই আলো হয়ে ফুটবি কি করে ?


আমি জানিনা, আমি আলো হয়ে ফুটতে পেরেছি কি-না।
তবে আমার চারপাশ আজ আলোকিত।
সেই আলো জুড়ে সৌরভ ছড়ায় আমার মা।
সেই যে বলেছিলাম মাকে, আজও বলছি।
মায়েরা কখনও হারায়না,
হারাতে পারেনা।
মায়েরা সব সময় বেঁচে থাকে সন্তানের মাঝে।
বিশ্বজুড়ে সন্তানের সৌরভ ছড়াতে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: আবেগী কবিতায় প্রথম ভাল লাগা।




ভাল থাকুন নিরন্তন

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ। ভাল থাকুন।

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৭

ুব গস বলেছেন: হারাতে পারেনা।
মায়েরা সব সময় বেঁচে থাকে সন্তানের মাঝে।

খুব ভালো লাগলো

২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০

ময়না বঙ্গাল বলেছেন: এ জীবনে যা কিছু সুন্দর
সকলই আজ বেজে উঠুক সুরে
প্রভু তোমার গানে গানে

২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৫

সুফিয়া বলেছেন: খুব সুন্দর করে বলেছেন। ভাল লাগল। অনেক ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য।

ভাল থাকুন সব সময়।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৫

অর্বাচীন পথিক বলেছেন: "আমি জানিনা, আমি আলো হয়ে ফুটতে পেরেছি কি-না।
তবে আমার চারপাশ আজ আলোকিত।
সেই আলো জুড়ে সৌরভ ছড়ায় আমার মা"

--- পৃথিবীর সব থেকে সুন্দর শব্দ "মা"


ভাল লাগলো

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অর্বাচীন কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিই কখনো হারায় না____________

ভালো লাগল আবেগী কথামালা।

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১২

জেন রসি বলেছেন: মায়েরা সব সময় বেঁচে থাকে সন্তানের মাঝে।
বিশ্বজুড়ে সন্তানের সৌরভ ছড়াতে।

ভালো লেগেছে।

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ জেন রেসি কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৫

আমি সৈকত বলছি বলেছেন: মুগ্ধ হলাম।

প্রতিটি সন্তানের সবচেয়ে স্পর্শকাতর স্থান নিয়ে লেখা কবিতায় +++++++++++++++ (অগুনিত)

মায়েরা হারায় না
মায়েরা হারাতে পারে না,
মায়ের দেওয়া বুলিই কিন্তু আমরা উদগিরন করে চলেছি সারাটা জীবন ভর.....।।

মা'ই তো লেগে আছে জীবনের পরতে পরতে ঠোটে ঠোটে,
দিনের শুরুতে এবং শেষে,
নেই কোথায় মা?????

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ সৈকত আমার কবিতাটি পড়ার জন্য এবং সুন্দর করে মন্তব্য করার জন্য।

আপনার লেখা লাইনগুলোও কিন্তু খুব সুন্দর। মাকে নিয়ে সন্তানের অন্তরের গভীর থেকে উচ্চারিত শব্দমালা।

খুব খুব ভাল থাকুন আপনি।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৩

আমি সৈকত বলছি বলেছেন: আমার মা আজ আমার দীর্ঘশ্বাসে মিশে আছে রে বোন।

কত দিন আমি আমার মাকে দেখিনা,
ঐ বুকটাতে মাথা গুজে নিশ্বাস নিতে পারি না,

কষ্ট পেলেই আমি আমার মাকে জড়িয়ে ধরতাম সব সময়ই আজ আমি সেই মাকে ছেড়ে যোজন যোজন দূরুত্বে পড়ে আছি।

প্রবাস আমার থেকে আর যাই কেড়ে নিক না নিক আমার মাকে আমার থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে :( :(

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৩

সুফিয়া বলেছেন: কত দিন আমি আমার মাকে দেখিনা,
ঐ বুকটাতে মাথা গুজে নিশ্বাস নিতে পারি না।

আপনার কথার সাথে সুর মিলিয়ে আমিও বলি

আমার মা হারিয়ে গেছে চিরতরে
আর পাবনা তাকে পৃথিবীর পরে।
তবু মনটা বারবার ফিরে পেতে চায়
মায়ের ছোঁয়ায় একটুখানি প্রশান্তির আশায়।

প্রবাস জীবনে অনেক অনেক ভাল থাকুন।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৭

আমি সৈকত বলছি বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা আপনার তরেও রইলো।

২৪ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৬

সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৪ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.