নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নগুলো অন্যের অধিকারে চলে যায় বারবার

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩২

স্বপ্নগুলো অন্যের অধিকারে চলে যায় বারবার


সেই কবে, একাত্তরে
নতুন পরিচয়ে জেগে উঠার ক্ষণে
স্বপ্নের বীজ পুতেছিলাম আমরা বিশ্বাসের গভীর তলে।
ভেবেছিলাম, সেই দিন অতি নিকটে
যেদিন আমাদের বুকের উত্তাপ শুষে নিয়ে
সোনালী দিনের অংকুরোদগম হবে এদেশে
গভীর মাটির তল থেকে
দু'টি কচি পাতার আড়ালে
গজিয়ে উঠা শস্য দানার মতো।
ভেবেছিলাম, আমাদের স্বপ্নের অংকুরোদগমও তেমনি হবে
গণতান্ত্রিক অধিকার আর
দেশপ্রেমের টোপর মাথায় নিয়ে।

সেই থেকে অপেক্ষা আমাদের।
অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা।
অপেক্ষার প্রহরে কেটে গেল চারটি দশক।
তবু আজও হয়নি আমাদের স্বপ্নের অংকুরোদগম।
আমাদের বিশ্বাসের চাওয়াটুকু
নিঃশ্বাসের কাছে এসে
ফিরে গেছে বারবার।
আমরা পাইনি গণতান্ত্রিক অধিকার।
তাই তো ভোটকেন্দ্রে আমার ভোট
হয়ে যায় অন্যের অধিকার।
আমাকে আমি পারিনা তুলে ধরতে
দেশের জন্য একজন যোগ্য প্রতিনিধি বেছে নিতে।

এ কেমন স্বদেশ প্রেম ওদের ?
আমার ভোটের অধিকার কেড়ে নিয়ে
ওরা জয়ের উল্লাসে নৃত্য করে
আমাদের তাপিত প্রাণে ভাঙনের সুর তোলে।
তাদের কাছে আমাদের
আর কি আছে চাওয়ার ?
আমাদের চার দশকের প্রোথিত স্বপ্ন
এখানে এসে মার খায় বারবার।
কারণ, আমাদের স্বপ্নগুলো
অন্যের অধিকারে চলে যায় বারবার।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৬

ক্থার্ক্থা বলেছেন: অসাধারন লেখনী চমৎকার কাব্য কথা । ভাললাগলো ।

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অাপনাকে কবিতাটি পড়ৃার জন্য এবঙ মন্তব্য করার জন্য।

২| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: ভালোই লেগেছে

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: বাংলা ভাষা প্রয়োগে দক্ষতার পরিচায়ক হিসেবে কবিতাটি অনন্য, তবে ইঙ্গিতগুলো সংশ্লিষ্টরা বুঝতে পারে কি না ??? সেটাই প্রশ্ন ।



ভাল থাকুন নিরন্তন।।।


৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অাপনাকে ইমতিয়াজ এত সুন্দর করে মন্তব্য করার জন্য। ভাল থাকুন অাপনি।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৯

জেন রসি বলেছেন: আমাদের স্বপ্নগুলো
অন্যের অধিকারে চলে যায় বারবার।


এমনটাই হয়ে আসছে।

কবিতা ভালো লেগেছে।

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ জেন কবিতাটি পড়ার জন্য।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫১

অশ্রুত প্রহর বলেছেন: সেই থেকে অপেক্ষা আমাদের।
অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা।
অপেক্ষার প্রহরে কেটে গেল চারটি দশক।
তবু আজও হয়নি আমাদের স্বপ্নের অংকুরোদগম।
আমাদের বিশ্বাসের চাওয়াটুকু
নিঃশ্বাসের কাছে এসে
ফিরে গেছে বারবার।
আমরা পাইনি গণতান্ত্রিক অধিকার। বাহ! বাহ! :)

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কথামালা ও বিষয়বস্তু দুটোই ভালো লেগেছে।

দেশের জন্য একজন যোগ্য প্রতিনিধি বেছে নিতে।

০১ লা মে, ২০১৫ বিকাল ৩:৩৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

ভাল থাকবেন।

৭| ০১ লা মে, ২০১৫ রাত ১২:০৪

অবনি মণি বলেছেন: ভালো লাগলো !

০১ লা মে, ২০১৫ বিকাল ৩:৩৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অবনি আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.