নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

সময় এক বোবা আর্তনাদের প্রতিচ্ছবি

০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

সময় এক বোবা আর্তনাদের প্রতিচ্ছবি





সময়,

তোমার মগ্ন চৈতন্যের দুয়ারে বারবার

আঘাত করে ফিরে এসেছি আমি।

তবু তোমার নিরুত্তর অহমিকাকে

ভেঙেচূড়ে দিতে পারিনি আমি।

পারিনি তোমাকে মহাজাগতিক শক্তির করকমলে

আমার পুজার অর্ঘ্য করতে।



শুধু ফিরে এসেছি।

সৌর জগতের নক্ষত্র পতনের পথ ধরে

অসীম শূণ্যতার কাছে।

সেখানে নিরন্তর প্রতীক্ষার পথ চেয়ে আছে

আমার জন্মের তিথি।

তার কাছে আমি নতজানু হই বারবার

বিবেকের স্খলিত পদক্ষেপে।



সময়,

তুমি সেখানে কেবলই ক্ষণিকের অতিথি

শতাব্দীর জীর্ণতার দেয়ালে

বারবার মাথা ঠুকে ঠুকে

তুমি হয়ে গেছো

বোবা আর্তনাদের প্রতিচ্ছবি।

তাই তোমার ঘুম ভাঙাবার

আর দায় নেই আমার।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৫ রাত ৮:০১

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখসেন।

০৩ রা মে, ২০১৫ সকাল ৮:১৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন।

২| ০২ রা মে, ২০১৫ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা মে, ২০১৫ সকাল ৮:১৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ প্রামাণিক কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন।

৩| ০৩ রা মে, ২০১৫ রাত ২:৫২

আমি সৈকত বলছি বলেছেন: খুব ভালো লিখেছেন

০৩ রা মে, ২০১৫ সকাল ৮:১৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ সৈকত কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

৪| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা চমৎকার হয়েছে। +

০৩ রা মে, ২০১৫ রাত ৮:০৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

৫| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: পারিনি তোমাকে মহাজাগতিক শক্তির করকমলে
আমার পুজার অর্ঘ্য করতে।




একটু সহজ ভাষায় লেখা যায় না X(( :-B :-&



সুন্দর কবিতায় ৩য় ভাল লাগা।

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:৫৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ কবিকাটি পড়ার জন্য এবঙ মন্তব্য করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.