নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যেতে দিবনা সেই ঘুড়িটা

০৮ ই মে, ২০১৫ রাত ৯:৫৩

একটি রঙিন ঘুড়ি ছিল আমার
প্রতিদিন নাটাই হাতে
ঘুড়িটাকে উড়িয়ে দিতাম আমি নিঃসীম আকাশে।
ঘুড়িটা রোদ্দুরের পাখায় ভর করে
আকাশের প্রসারিত বক্ষ জুড়ে
উড়তে উড়তে ক্রমশ একটা বিন্দুতে পরিণত হতো।
তারপর হারিয়ে যেত আমার দৃষ্টির সীমানা থেকে।
আমি ছোট্ট দুটি হাতে দ্রুত নাটাইয়ের সূতো গুটাতাম।
ঘুড়িটা যাতে হারিয়ে না যায় কিছুতেই।

না, হারাতনা আমার ঘুড়িটা,
হারায়নি কোনদিন।
সেই ঘুড়িটা আজও উড়ে আমার মনের আকাশে।
কিন্তু বড় বিবর্ণ, বড় পাংসে এর রং।
দেখলে মনে হয় রংহীন একটা চৌকোণো কাগজমাত্র।
আমি আহত হই নিদারুণ।
কে ? কে এমনটি করল ?
আমার ঘুড়িটার সব রং মুছে দিল ?

সময় বলে, ভুলেছ কি সব ?
কোথায় ছিলে ? কোথায় এসেছ ?
কতদূর পেরিয়েছ ?
সব ভুলে গেলে ?
কি করে থাকবে তোমার ঘুড়িটার সেই রং ?

হ্যাঁ তাই তো !
আমার সব মনে পড়ে যায়।
সোনার নুপুর পায়ে সোনালী দিনে
সেই যে উড়িয়েছিলাম ঘুড়িটা !
সেটি এখন বয়সের ভারে বিবর্ণপ্রায়।
আমার এতদিনের পথচলার ইতিহাস সে।
সে তো বয়সের ভারে ন্যূজ হবেই।
বিবর্ণ হবে, রং মুছে যাবে।
তবু যে আজও আমার মনের আকাশে উড়ছে
এই তো ঢের !

আমি পরম মমতায় দু'হাতে
বুকের কাছটিতে ঝাপটে ধরি ঘুড়িটাকে।
আমার রংমাখা শৈশবের শাড়িতে
সোনালী দিনের পাড়ে মোড়া
আমার অতি ভালবাসার সুখের গৃহকোণ এই ঘুড়িটা।
আমি কিছুতেই হারিয়ে যেতে দেবনা এই ঘুড়িটাকে।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:০৪

কলমের কালি শেষ বলেছেন: মধুর স্মৃতির ঘুড়ি অমলিনে আঁকড়ে রাখার আকুতি ভাল লেগেছে । এইভাবেই সকলে তাদের ঘুড়িটি আঁকড়ে রাখুক বুকের মাঝে ।

০৯ ই মে, ২০১৫ সকাল ৮:৪৭

সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ কাবতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য। আপনার কামনা সার্থখ হোক।

২| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:০৯

ধূর্ত উঁই বলেছেন: সময় বলে, ভুলেছ কি সব ?
কোথায় ছিলে ? কোথায় এসেছ ?
কতদূর পেরিয়েছ ?
সব ভুলে গেলে ?
কি করে থাকবে তোমার ঘুড়িটার সেই রং ?

বাহ বেশ ।

০৯ ই মে, ২০১৫ সকাল ৮:৪৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ধূর্ত কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।ভাল থাকুন সব সময়।

৩| ০৮ ই মে, ২০১৫ রাত ১১:৪৭

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা :)

++

০৯ ই মে, ২০১৫ সকাল ৮:৪৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ জেন। অনেক অনেক ভাল থাকুন আপনি।

৪| ০৯ ই মে, ২০১৫ দুপুর ২:১৪

সাজ্জাদ দীপ্ত বলেছেন: সেই,,,,,, :)

০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ। ভাল থাকুন।

৫| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:০৭

অর্ণব প্রধান বলেছেন: অসাধারন !

০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অর্ণব কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।

৬| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:০০

তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগলো কবিতার কথাগুলো। শুভকামনা অবিরত।

১০ ই মে, ২০১৫ ভোর ৬:৩৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ তৌফিক কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল তাকুন আপনি সব সময়।

৭| ০৯ ই মে, ২০১৫ রাত ৯:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আকাশের প্রসারিত বক্ষ জুড়ে
উড়তে উড়তে ক্রমশ একটা বিন্দুতে পরিণত হতো।
তারপর হারিয়ে যেত আমার দৃষ্টির সীমানা থেকে।
আমি ছোট্ট দুটি হাতে দ্রুত নাটাইয়ের সূতো গুটাতাম।
ঘুড়িটা যাতে হারিয়ে না যায় কিছুতেই।
সুন্দর...

ভালো লাগা জানবেন। শুভকামনা নিরন্তর।

১০ ই মে, ২০১৫ ভোর ৬:৩৬

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে বোকা মানুষ ভাই। ভাল তাকুন আপনি সব সময়।

৮| ১০ ই মে, ২০১৫ সকাল ১০:২৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: নষ্টালজিক, তবে বাস্তবতাটা সত্যিই এত্তো কঠিন।



৬ষ্ট ভাল লাগা আপনার পোস্টে।

১০ ই মে, ২০১৫ দুপুর ২:১৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ। বাস্তবটা সব সময় কঠিন না হলেও মাঝে মাঝে কঠিন তো বটেই।

৯| ১২ ই মে, ২০১৫ রাত ২:৩১

ভ্রমরের ডানা বলেছেন: ছোটবেলার স্মৃতির কথা বলতে চেয়েছেন নিশ্চয়। ভালো লেগেছে।

১২ ই মে, ২০১৫ সকাল ৯:১২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।

১০| ১৭ ই মে, ২০১৫ রাত ১২:৩৭

প্রকাশক পপি চৌধুরী বলেছেন: খুব ভালো লাগলো।

১৭ ই মে, ২০১৫ সকাল ৯:৩৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ পপি আপা। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.