নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

মা দিবসের শ্রদ্ধাঞ্জলি -- শুধু একবার এসো মা।

১০ ই মে, ২০১৫ ভোর ৬:৪৯

মা দিবসের শ্রদ্ধাঞ্জলি --- শুধু একবার এসো মা।



মাগো, আজ মনে হয়
তোমার জটরে নয় মাসের অন্ধকার জীবনটাই
সবচেয়ে ভাল ছিল আমার।
তুমি জীবন-মরণের সন্ধিক্ষণে
নিজকে সঁপে দিয়ে কেন
পৃথিবীর আলো দেখালে আমায় ?
যে আলো আমাকে
ক্ষত-বিক্ষত করে অহর্নিশ।
পাওয়া না পাওয়ার দ্বন্ধে
জীবনের বয়ে যাওয়া সময়টুকু
আজও পারেনি সে আলোর পথে
আমার জন্য সমুজ্জল একটি সম্ভাবনাকে জাগিয়ে তুলতে।
তাই তো সেই আলোকে চাইনা আমি।
যে আলো তুমি দিয়েছিলে আমাকে
নিজকে জীবন-মরণের সন্ধিক্ষণে নিজকে সঁপে দিয়ে।

বড় কষ্ট হয় মাগো !
তোমার সন্তান পৃথিবীর পথে পথে
আলোহীন মশালহাতে
সময়ের বিভ্রান্ত পথিক হয়ে
ক্রমেই তলিয়ে যাচ্ছে আঁধারের কুহকালয়ে।
আসবেনা তুমি মা ?
উদ্ধার করবেনা তোমার সন্তানকে ?
দেখাবেনা তাকে পথ ?
উড়াবেনা ওর জীবনের জয়রথ ?

এসোনা মা একটিবার সেই আলোহাতে !
আমার জন্মের সময়
যে আলো জ্বালিয়েছিলে
তোমার হৃদয়ের আলো দিয়ে আমার চারপাশে।

আমি বিশ্বাস করি মা
পৃথিবীর সমস্ত রুদ্ধ বাতায়ন,
সমস্ত আলোহীন প্রান্তর,
আঁধারে নিমজ্জিত সব গলিপথ,
সব কালো অন্তর
পরাজিত হবে তোমার আলোর কাছে।
একবার এসো তুমি মা সেই আলোহাতে
শুধু একবার এসো।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৫ সকাল ১০:৩২

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল থাকুক জগতের সকল মা'রা সাথে আমার সন্তানের মা'টি ও ।

১০ ই মে, ২০১৫ দুপুর ২:১৮

সুফিয়া বলেছেন: আপনার মা, আপনার সন্তানের মা - সবাই ভীষণ ভীষণ ভাল থাকুক। ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.