নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

তোমাকে খুঁজে পাওয়া হলনা মন

১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:০৭

তোমাকে খুঁজতে গিয়ে মন
জীবনের সব সুখ দিয়েছি বিসর্জন।
কাঁটাবনে ফুল কুড়িয়েছি আমি,
তোমাকে পাব বলে পথে পথে
সে ফুল বিছিয়ে দিয়ে
আশার প্রহর গুনেছি আমি।

কখনও ভেবেছি তুমি কবিতা হয়ে আসবে।
তাই শব্দের এলোমেলো বিন্যাসকে
কবিতার ঢংএ সাজিয়ে
প্রাণপণে উচ্চারণ করেছি
তোমাকে বরণের অর্ঘ্যবাণী।

কখনও ভেবেছি বৃন্দাবনের রাধা হয়ে
এই বুঝি তুমি এলে।
কিংবা কবিতায়,
জীবনানন্দের বনলতা হয়ে।

কখনও ভেবেছি বসন্ত এসে গেছে
তুমিও এসে গেছো।
তাই হৃদয়ের দ্বার খুলে দিয়েছি।

কখনও মনে হয়েছে এই তো তুমি আছো
আমার নিঃশ্বাসের কাছাকাছি।
তাই বিশ্বাসের সবটুকু মহিমা ঢেলে
তোমার আগমনী গান গেয়েছি আমি।

এভাবে নানারূপে বার বার
তোমাকে খুঁজতে গিয়ে মন
আমার ঘটেছে সর্ব বিসর্জন।

অবশেষে বন্ধু এলো যখন
ভেবে নিলাম তুমিই এলে তখন।
দেখি সেখানেও আমার শূন্য সন্তরণ
তাই তোমাকে খুঁজে পাওয়া হলনা মন।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:২০

ইমতিয়াজ ১৩ বলেছেন: সুন্দর কবিতায় প্রথম ভাল লাগা।

১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

২| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:৫২

বিদগ্ধ বলেছেন: কবিতায় ভালো লাগা....

১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৫২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ বিদগ্ধ। ভাল থাকুন সব সময়।

৩| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:০৩

আরণ্যক রাখাল বলেছেন: খুব একটা ভাল লাগেনি।

১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

৪| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর, খুবই সুন্দর একটি কবিতা আপু। এই লাইনটুকু মনে হল আমার নিজের কথা,

'কখনও ভেবেছি বসন্ত এসে গেছে
তুমিও এসে গেছো।
তাই হৃদয়ের দ্বার খুলে দিয়েছি।

কখনও মনে হয়েছে এই তো তুমি আছো
আমার নিঃশ্বাসের কাছাকাছি।
তাই বিশ্বাসের সবটুকু মহিমা ঢেলে
তোমার আগমনী গান গেয়েছি আমি।'

৫| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ বোকা মানুষ বলতে চায়। ভাল থাকুন আপনি সব সময়।

৬| ১৭ ই মে, ২০১৫ রাত ৮:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ লিখেছেন আপু। ভালো লাগা।

১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৪৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র কবিতাটি পড়ার জন্য এবঙ মন্তব্য করার জন্য।

৭| ১৭ ই মে, ২০১৫ রাত ৯:৫৯

অঅস্বাভাবিক এক মানুষ আমি বলেছেন: চমৎকার বহি:প্রকাশ।

১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৪৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অাপনাকে অামার কবিতাটি পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য।

৮| ১৮ ই মে, ২০১৫ সকাল ৯:২৫

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন ভাল লাগা রইল..........

১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৪৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অাপনাকে। ভাল থাকুন সব সময়।

৯| ১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৪৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে অনেক ।

১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৫১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অাপনাকে। ভাল থাকুন সব সময়।

১০| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ভাল লাগল।

০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

১১| ১৮ ই মে, ২০১৫ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ সুমন আপনাকে। ভাল থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.