নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

বিভ্রম

২১ শে মে, ২০১৫ সকাল ৭:৫৪

আকাশের অম্লান চাঁদের দিকে তাকিয়ে
তোমার মুখটা মনে করেছি আমি।
দেখেছি, তোমার তারার মতো উজ্জল দু'টি
চোখের কাছে হার মেনেছে সে।
তোমার সে চোখে ডুব দিয়ে ভেবেছি
সার্থক হয়েছি আমি এ জীবনে।
ধন্য হলো আমার মানব জনম।

সেদিন বুঝিনি তোমার মনের খাতায়
যে চরণ লেখা আছে কাউকে ভালবেসে
সে আমার জন্য নয়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৫ সকাল ৯:৫৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা আজকের কবিতায়।

২৪ শে মে, ২০১৫ সকাল ৯:২০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ কবিতাটি পড়ার জন্য ও মন্তব্যকরার জন্য।

২| ২২ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: রবীন্দ্রনাথের গান আছে " তোমার আখির মতোন দুটি তারা
ঢালুক কিরণধারা"

২৪ শে মে, ২০১৫ সকাল ৯:২১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আরণ্যক । ভাল থাকুন সব সময়।

৩| ২২ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

জেন রসি বলেছেন: সেদিন বুঝিনি তোমার মনের খাতায়
যে চরণ লেখা আছে কাউকে ভালবেসে
সে আমার জন্য নয়।

চমৎকার।

২৪ শে মে, ২০১৫ সকাল ৯:২২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ জেন রেসি । ভাল থাকুন সব সময়।

৪| ২২ শে মে, ২০১৫ রাত ৯:৪১

এফ.কে আশিক বলেছেন: সুন্দর.........।

২৪ শে মে, ২০১৫ সকাল ৯:২২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।

৫| ২৬ শে মে, ২০১৫ দুপুর ২:১২

মধ্য রাতের আগন্তক বলেছেন: ভালো লেগেছে।

২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:২৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.