নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

তুমি হবে শ্রেষ্ট বীর মহাকালের

১০ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩০

তুমি হবে শ্রেষ্ট বীর মহাকালের


তুমি কেথায় হেঁটে যাচ্ছ যুবক
এমন নির্লিপ্ত, উদাসীন ?
যেন পৃথিবীর সমস্ত কর্ম প্রবাহের বাইরের কেউ তুমি,
সমস্ত বোধ-বুদ্ধির উর্ধ্বে সত্তাশ্রয়ী কোন জীব।
কেন এমন ভাবো নিজেকে ?
তাকাও নিজের দিকে
চেনো নিজকে।

তোমার ভিতরে রয়েছে অবিনাশী শব্দমালা।
পৃথিবীর পথে পথে
বুদ বুদ উদগীরণে
এই শব্দমালা প্রবাহিত হলে
মহাপ্রলয় ঘটে যেতে পারে।

তোমার ভিতরে রয়েছে কালজয়ী সুর।
জনে জনে প্রতিজনে
ঝংকার তোলে
অন্ধকারের মানুষকে সে
টেনে আনতে পারে আলোর করোটিতে।

তোমার বুকে আছে টগবগে জ্বলন্ত শোণিতধারা।
সেটা একবার বেরিয়ে এলে
ভাসিয়ে নিতে পারে পৃথিবীকে
নতুন ইতিহাস গড়ার পথে।

তোমার বুকে আছে বিশ্বাসের গভীর তল।
তা দিয়ে তুমি
ছুঁড়ে ফেলে দিতে পারো
সব মরা অতীতকে।
গড়ে তুলতে পার একটি স্বপ্নের সৌধভূমি।

এত নির্মোহ কেন তুমি যুবক ?
এত উদভ্রান্ত কেন তোমার পথচলা ?
তাকাও নিজের দিকে
চেনো নিজেকে।

তোমাতে আছে সেই শক্তি।
তুমি ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিতে পারো
সমস্ত অন্যায়ের ভিত।

তুমি শব্দের তালে
সুরের ঝংকারে
বিশ্বাসের গভীর তল থেকে
তুলে আনতে পারো
সুন্দর এক পৃথিবী।
বুকের শোণিত ধারায় ধুয়ে
ঝকঝকে করে
তুমি সেই পৃথিবীকে দিবে উপহার
চিন্তায় আড়ষ্ট, বুদ্ধিতে আবদ্ধ,
সাহসে ভীত মানুষদের কাছে।

এটা হবে তাদের জন্য শ্রেষ্ট উপহার।
তুমি হবে শ্রেষ্ট বীর মহাকালের।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪২

কাবিল বলেছেন: অনেক সুন্দর
ভাল লাগলো।

১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ কাবিল কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।

২| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৩:৫২

হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগলো।

১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব। ভাল থাকুন আপনি।

৩| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৫

কাল হিরা বলেছেন: আমি কোথায় যাচ্ছি জানিনা , তবে আপনাকে হারাবো না

১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৫

সুফিয়া বলেছেন: আমার কবিতার কথাগুলো মনে রাখলেই হবে। ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

৪| ১০ ই জুন, ২০১৫ রাত ৮:১১

মহাকাল333 বলেছেন: খুব ভাল লাগল

১১ ই জুন, ২০১৫ সকাল ৯:৩২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ মহাকাল কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

৫| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তুমি শব্দের তালে
সুরের ঝংকারে
বিশ্বাসের গভীর তল থেকে
তুলে আনতে পারো
সুন্দর এক পৃথিবী।


সুন্দর... ভালো লাগা রেখে গেলাম। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১১ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৩

সুফিয়া বলেছেন: আপনিও ভাল থাকুন সব সময়। কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৬| ১০ ই জুন, ২০১৫ রাত ১১:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: হুম ঠিক বলেছেন| আমিই হবো শ্রেষ্ঠ বীর মহাকালের| আর কেউ না| আমিই

১১ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৪

সুফিয়া বলেছেন: এটাই চাই। ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

৭| ১০ ই জুন, ২০১৫ রাত ১১:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: দারুন লেগেছে কবিতাটা

১১ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আরণ্যক। ভাল থাকুন সব সময়।

৮| ১০ ই জুন, ২০১৫ রাত ১১:৫২

এফ.কে আশিক বলেছেন: চমৎকার......।

১১ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আশিক। অনেক অনেক ভাল থাকুন।

৯| ১১ ই জুন, ২০১৫ সকাল ১০:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: বিভিন্ন সমস্যা জনিত কারনে অনেক দিন পর একটা চমৎকার কবিতা পেলাম। ভাল লাগা রইল।

১১ ই জুন, ২০১৫ সকাল ১১:৪১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ আপনার মন্তব্যের জন্য। ভাল থাকুন সব সময়।

১০| ১১ ই জুন, ২০১৫ দুপুর ১২:৫৪

কলিন রড্রিক বলেছেন: 'যেন পৃথিবীর সমস্ত কর্ম প্রবাহের বাইরের কেউ তুমি,
সমস্ত বোধ-বুদ্ধির উর্ধ্বে সত্তাশ্রয়ী কোন জীব।'
ভালো লাগলো কবিতা।

১১ ই জুন, ২০১৫ দুপুর ১:১৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ কলিন কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন।

১১| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

হাসান খা বলেছেন: এটা হবে তাদের জন্য শ্রেষ্ট উপহার।
তুমি হবে শ্রেষ্ট বীর মহাকালের।

১৪ ই জুন, ২০১৫ সকাল ৯:৩২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান খা কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

১২| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

১৪ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ প্রামাণিক। ভাল থাকুন।

১৩| ১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:২৯

অর্বাচীন পথিক বলেছেন: রক্ত গরম করার মত কবিতা আপু

১৪ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অর্বাচীন পথিক কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি।

১৪| ১২ ই জুন, ২০১৫ রাত ৮:১৪

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।

আসলেই মানুষের মধ্যে অপার সম্ভাবনা লুকিয়ে আছে।খুঁজে বের করতে পারাটাই আসল কাজ।

১৪ ই জুন, ২০১৫ সকাল ৯:৩৮

সুফিয়া বলেছেন: ঠিকই বলেছেন আপনি জেন রসি। মানুষের মধ্যে অপার সম্ভাবনা লুকিয়ে আছে।খুঁজে বের করতে পারাটাই আসল কাজ।

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.