নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি বলতে পারিনা

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৪১

ভালবাসি, বলতে পারিনা
জ্বলে-পুড়ে যায় অন্তর।
ইচ্ছে করে যা আছে সম্মুখে
সব গুড়িয়ে দেই
হয়ে যাক মহা-প্রলয়।
অন্তরে নির্মাল্য যা ছিল
হারিয়ে গেছে ধূ ধূ শূন্যতায়,
কথার পাপড়িরা পাখা মেলে না আর
থেমে গেছে হতাশার স্তব্ধতায়।
ভালবাসি, বলব কি করে
ভাবি যতবার
কে যেন প্রেমহীন নির্মোহ প্রেমিক হয়ে
সামনে এসে দাঁড়ায় ততবার।
তাই ভালবাসি, বলতে পারিনা
জ্বলে-পুড়ে যায় অন্তর।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৮

এফ.কে আশিক বলেছেন: ভালো লাগাল........

২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আশিক। ভাল থাকুন।

২| ১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

সুমন কর বলেছেন: হতাশা কাঁটিয়ে সব বলে ফেলুন। হাহাহা.........

২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৪

সুফিয়া বলেছেন: এই তো বলে ফেললাম। ধন্যবাদ।

৩| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বলতে না পারলে লিখে বা এসএমএস করে জানিয়ে দেন। ;) :P

=p~ =p~ =p~ =p~

২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৪

সুফিয়া বলেছেন: লিখেই তো দিয়েছি। ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: বইলা ফালান সাহস কৈরা।

২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৫

সুফিয়া বলেছেন: সাহসের দরকার হয়না । এই দেখুন লিখে ফেললাম। ধন্যবাদ। ভাল থাকুন।

৫| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৬

সুফিয়া বলেছেন: আপনার জন্যও ঈদের শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.