নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

কামনার সন্ধ্যা

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৩

কামনার সন্ধ্যা

কখনও কি এমন সন্ধ্যা আসবে ?
তুমি-আমি পাশাপাশি
আকাশ লালে মাখামাখি
নদী তার পাড় ভাঙে
দুরন্ত উচ্ছাসে।
চারপাশে সুনসান
গোধূলির আলো ম্লান
স্বপ্নের যোগী আসে
আলো হাতে
আঁধারের প্রহসন সব যায় কেটে।

কখনও কি এমন সন্ধ্যা আসবে ?
দুটি পাখি খুনসুটি
ঠোঁটে ঠোঁটে মাখামাখি
পাতার বুকে বাতাসের অভিমান
শুধু দোলে দুটি প্রাণ।
বহুকালের পুরাতন বাঁশীর গায়ে
সুর উঠে নতুন করে
তোমার-আমার গৃহ পল্লবের দ্বারে
অনাহুত সময় আসে
ভাল লাগার অঞ্জলি হাতে।

কখনও কি এমন সন্ধ্যা আসবে ?
আমাদের যত না বলা কথা
কবিতা হয়ে ধরা দিবে।
নীলিমার ওপাড়ে
ভালবাসার গভীরে
পাখা মেলবে সংগোপনে
সন্ধ্যার ঘনঘোর আঁধারে।
সব ভুলে নির্জনতার কোলে
চেনা দুটি মন
আশার বাসায় দুলবে।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:১২

যোগী বলেছেন:
আপনার কবিতার মধ্যে আমার নাম আছে, দেখে খুবই ভাললাছে।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য। ভাল থাকুন।

২| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:২৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব। ভাল থাকুন সব সময়।

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫

সুমন কর বলেছেন: চমৎকার এবং ২য় ভালো লাগা রইলো।

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লিখেছেন

০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল। ভাল থাকুন সব সময়।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:০০

আমিনুর রহমান বলেছেন:




পাঠে ভালো লাগা।

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

অর্বাচীন পথিক বলেছেন: কখনও কি এমন সন্ধ্যা আসবে ?
আমাদের যত না বলা কথা
কবিতা হয়ে ধরা দিবে।
নীলিমার ওপাড়ে

---- লাইন গুলো সত্যি সুন্দর :)

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ অর্বাচীন পথিক আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও সুন্দর করে মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি সব সময়।

৭| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার কবিতায় ভালোলাগা রইল। আসলেই কি এমন সন্ধ্যা আসবে? অভাগা অনেকেই কিন্তু এমন একটি সন্ধ্যার জন্য আজীবন হাপিত্যেশ করে মরে।

ভালো থাকুন সবসময়, শুভকামনা।

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ বোকা মানুষ বলতে চায় আপনাকে আমার কবিতাটি পড়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য। ভাল থাকুন আপনি সব সময়।

৮| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৪

প্রামানিক বলেছেন: কখনও কি এমন সন্ধ্যা আসবে ?
দুটি পাখি খুনসুটি
ঠোঁটে ঠোঁটে মাখামাখি
পাতার বুকে বাতাসের অভিমান
শুধু দোলে দুটি প্রাণ।
বহুকালের পুরাতন বাঁশীর গায়ে
সুর উঠে নতুন করে
তোমার-আমার গৃহ পল্লবের দ্বারে
অনাহুত সময় আসে
ভাল লাগার অঞ্জলি হাতে।

চমৎকার কথামালা। ধন্যবাদ

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ প্রামাণিক আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

৯| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ ! সুর করলে চমৎকার একটা গান হতো ।

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। আপনার মন্তব্য দেখে উদ্দীপ্ত হলাম। তাই জানিয়ে রাখছি যে কেউ যদি সুর করতে চায় এই কবিতাটায় তাহলে অনেক খুশী হবো।

১০| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৩

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।

শুভকামনা রইলো।

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪২

সুফিয়া বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল। ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

১১| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬

তুষার কাব্য বলেছেন: চমৎকার কবিতায় ভাললাগা ।

০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ তুষারকাব্য আপনাকে আমার কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য। ভাল থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.