নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

বোবা ইচ্ছেগুলো

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬


আমি বার বার ফিরে যাই
আমার বধির ইচ্ছেগুলোর কাছে।
মহাপ্রলয়ের ঘূর্ণায়মান বাতাসের কাছ থেকে
কিছু শব্দ ধার নিয়ে
নিনাদের স্বরে করাঘাত করি
সময়ের রুদ্ধ বাতায়নে।
সেখান থেকে ঝরে পরা
অবিন্যস্ত কিছু শব্দমালা
আপন বলয়ে ঘুরতে ঘুরতে
এক সময় জড়ো হয় পাশাপাশি
সুবিন্যস্ত কথার আলাপনে।
আমার বধির ইচ্ছেগুলো তখন
পাখা মেলতে চায়
অবিনাশি শব্দের বিরামহীন কলরবে।
তখনই শুনতে পাই আমার অনুভবের অলিন্দে
চাওয়ার বলয়ে কিংবা
কামনার গভীরতা জুড়ে
দূরাগত অতিথি আসে
নিঃশব্দ পায়ে
নিরব কবিতা হয়ে
আমার বোবা পৃথিবীর কান্না মুছিয়ে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: সুফিয়া ,




নিনাদের স্বরের করাঘাতে বাঙ্ময় হয়ে উঠেছে বধির যতো ইচ্ছেগুলো ।
ভালো লাগা ।
শুভেচ্ছান্তে ।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: সুফিয়া

নিনাদের স্বরে করাঘাত করি
সময়ের রুদ্ধ বাতায়নে।
দারুণ ভালো লাগা+

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

সুফিয়া বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। ভাল থাকুন।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০

শাহাদাত হোসেন বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগলো ।

২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে শাহাদাত। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.