নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা কথা

ব্লগ আমার প্রিয় একটা স্টেশন।যান্ত্রিক রেলগাড়ি এখানে না থামলেও আমার মনের রেলগাড়িটা এখানে থামতে বাধ্য।শুরুটা করেছিলাম

সোজা কথা › বিস্তারিত পোস্টঃ

অতঃপর প্রেম !

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

জোঁছনার

আলো মাখা এক

রাত্রিবেলা,

শুরু হলো তোমার

সাথে কথা বলা।

খুব ভাব নিয়ে বলেছিলে তুমি-"ভার্সিটির ছাত্রী নই,ম্যাডাম আমি!"



পাত্তা দিতে না আমায়,ফুঁ দিয়ে উড়িয়ে দিতে !

শুকনো পাতার মত,

ভাসতাম আমি হাওয়ায়।



ভাবতাম মিথ্যে যত,

অশ্রুগুলো সত্যি ছিল অসহায়ের মত।



আমার সঠিক পরিচয় পেলে,

দুঃখ শোনাতে রাজি হলে ।

আমি হাতে আসমান পেলাম,

বন্ধু হলাম।

তোমার দুঃখগাঁথা মনের সুখে হজম করলাম !



একদিনের কথা-অতি মানব সারোওয়ার

দিল ব্যাথা ।

এমসি কলেজের মাঠ থেকে বেদনা আসল,

আর

বোর্ডিং মাঠে তোলপাড় হল।



কথার

পিঠে কথা বাড়ালে,

আমায় তুমি একি শোনালে ।

বিস্ময়ে ভিমড়ী খেলাম আমি,

আগে একজনের

প্রেমিকা ছিলে তুমি !



কেন জানি তোমাতেই থাকলাম,

সত্যি তোমায় ভালবাসলাম।

শ্রাবণের ৩১, হলাম

মহাখুশি !

সকাল ১০.৫৮, যখন বললে "ভালবাসি"।



পাঁচটা গোলাপের ফুল,

সাথে ফটোশপে জোড়া দেওয়া তুমি আর আমি।

মনে সংশয় আর অনেক ভয়,

স্ট্যাণ্ডে থামল বাস ; উঠলাম আমি।



আমরা দু'জন পাশাপাশি,

গায়ে মেখে রোদের হাসি।

সাংঘাতিক এক

ভালবাসানুভূতি,

চলছি মোরা এখন

অবধি।

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

সোজা কথা বলেছেন: অনেক আগের লেখা কোবতে এটা।আজকের মহামূল্যবান দিনে আপনাদের সামনে পেশ করলাম।আমার এই অখাদ্যখানা পড়ে কেমন লাগল জানাবেন।কারো বদহজম হলে সেটাও বলবেন।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

এম এ কাশেম বলেছেন: বেশ সুন্দর লিখেছেন,
সুখাদ্যই বলা যায়।
+++++++++++++++

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

সোজা কথা বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।সুখাদ্য হয়েছে জেনে খুশি হলাম।ভালো থাকবেন।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

সোজা কথা বলেছেন: ভালো লাগল জেনে খুশি হলাম।মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

মামুন রশিদ বলেছেন: ভালোই ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪

সোজা কথা বলেছেন: খুশিই।হাহাহা। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে !

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১

সোজা কথা বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই।মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: সুন্দর!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪০

সোজা কথা বলেছেন: খুশি হলাম।মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: সোজা কথায় কঠিন প্রেম, ভালো লাগা রেখে গেলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

সোজা কথা বলেছেন: হাহাহা।কঠিন প্রেমটা সোজাসুজি তোলে ধরার চেষ্ঠা করলাম।মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০২

একটু স্বপ্ন বলেছেন:
সুন্দরতো কবিতাটি!
ভাল হোক.. :)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০

সোজা কথা বলেছেন: অনুপ্রাণিত।মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।ভালো থাকুন।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

ভালো লাগলো পড়তে ।

শুভেচ্ছা রইল ।।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

সোজা কথা বলেছেন: জেনে খুশি হলাম।আপনাকেও শুভেচ্ছা।আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লেগেছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

সোজা কথা বলেছেন: জেনে খুশি হলাম।মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সাবলীল লেখা,,,,,,,,,ভাললাগা রেখে গেলাম

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

সোজা কথা বলেছেন: সবসময় সাবলীলভাবেই লেখার চেষ্টা করি।দোয়া করবেন।মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো

সহজ সুন্দর

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৪

সোজা কথা বলেছেন: কঠিন তো আমি নিজেই বুঝি না! পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পাড়ায় স্বাগতম।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭

এম হাবিব আহসান বলেছেন: আবেগটা ফিল করার চেষ্টা করলাম..........। :)

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৯

সোজা কথা বলেছেন: আহা! খুশি হলাম ভাই। অন্তত আপনি আবেগটা ফিল করার চেষ্টা করতেছেন। :)
আমার পাড়ায় স্বাগতম।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

মোঃ ইসহাক খান বলেছেন: ছোট ছোট চরণে বেশ ভালো। পড়তে গিয়ে আটকে যেতে হয় না।

শুভেচ্ছা রইলো।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৩

সোজা কথা বলেছেন: এভাবেই চেষ্টা করি। অন্য কিছু হয়তো পারিও না! হাহাহা।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার ব্লগ পাড়ায় স্বাগতম।

১৫| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫১

রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকার কাব্য কথন।

১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:২১

সোজা কথা বলেছেন: পড়া ও চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগ পাড়ায় স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.