নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা কথা

ব্লগ আমার প্রিয় একটা স্টেশন।যান্ত্রিক রেলগাড়ি এখানে না থামলেও আমার মনের রেলগাড়িটা এখানে থামতে বাধ্য।শুরুটা করেছিলাম

সোজা কথা › বিস্তারিত পোস্টঃ

"আমার বৈশাখী "

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৩

ডাকে রোদ্দুর, মেঘগুলো বহুদূর।

পথপাণে আমি একা,

করছি তোমার অপেক্ষা।



তোমার খোঁজে, এদিক-ওদিক চাহনি।

মামলা ঠুকব হয়রানির!

স্বপ্নে আসো, বাস্তবে যে দেখা হয়নি!



তোমায় পেলে,

রিকশায় করে ঘুরব সারাদিন,

হঠাৎ বৃষ্টিতে গা ভেজাবো,

দিনগুলো সব হবে রঙিন।



দূরালাপনীতে কাটাব পূর্ণিমা রাত,

অমাবস্যায়ও হব না কাত!

চলব বহুদূর, হাতে রেখে হাত।



খুনসুটিতে, রাগে আর অভিমানে

বিচ্ছেদ হবে হরতাল আর অবরোধে,

আর সন্ধি হবে টিপাই বাধে!



আকাশ পাণে চেয়ে থাকা,

কাকদের আনাগোনা,

কার জন্যে আমার এতো ভাবনা?



ভালোবাসার গানে আর হৃদয়ের টানে?

তুমি, আমি মিলে "আমরা "

,

কবে যে হবে কে জানে!



কেউ এসে বলবে কি?

"এই দেখ কদম এনেছি,

তোমার জন্যই আমি জন্মেছি!"



কোনমতে ফাগুনটা চলে যাক,

অপেক্ষায় থাকে শুধু বৈশাখ!

এখনো আমি একা, না পেয়ে কারো দেখা।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৫

সোজা কথা বলেছেন: বহুকাল পর ব্লগে আসলাম। আর বাংলা নববর্ষের শুরুতেই আপনাদের এরকম একটা অখাদ্য উপহার দিলাম!
যাইহোক, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। ও আর একটা কথা - "আমরা যেন শুধুমাত্র বৈশাখের প্রথম দিবসের বাঙালি না হই।আমরা যেন প্রতিদিনই মনে -প্রাণে বাঙালিয়ানা লালন করি। "

২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫০

বাংলার নেতা বলেছেন: বৈশাখ নিয়ে একট কবিতা খুজতেছিলাম সামুতে, পেয়ে গেলুম! সুন্দর লিখেছেন। শুভকামনা রইল।

বৈশাখ মাসের প্রাকৃতিক কন্ডিশন নিয়ে একটা কবিতা আশা করছি। ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৫

সোজা কথা বলেছেন: দোয়া করবেন যেন কন্ডিশন নিয়ে লিখতে পারি।
আমার ব্লগে স্বাগতম। শুভ কামনা ও পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:১৪

ইমরান-উল-ইসলাম বলেছেন: দূরালাপনীতে কাটাব পূর্ণিমা রাত,
অমাবস্যায়ও হব না কাত!
চলব বহুদূর, হাতে রেখে হাত।

ভাল হয়েছে ।

০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

সোজা কথা বলেছেন: পড়া আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পাড়ায় স্বাগতম। ভালো থাকুন সবসময়।

৪| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:১৭

দীপান্বিতা বলেছেন: সুন্দর...

০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

সোজা কথা বলেছেন: পড়া আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পাড়ায় স্বাগতম। ভালো থাকুন সবসময়।

৫| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

সামুস কিং বলেছেন:

ভাবনা ভাল হয়েছে

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৪

সোজা কথা বলেছেন: প্রজার ভাবনা হয়তো ভালোই হয় জনাব রাজা সাহেব! খিকখিক।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগ পাড়ায় স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.