নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা কথা

ব্লগ আমার প্রিয় একটা স্টেশন।যান্ত্রিক রেলগাড়ি এখানে না থামলেও আমার মনের রেলগাড়িটা এখানে থামতে বাধ্য।শুরুটা করেছিলাম

সোজা কথা › বিস্তারিত পোস্টঃ

৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের আহ্বান ( সিলেট বিভাগ)

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

"আহ্বান প্রাণের উৎসবে,

বাঁধ ভাঙো লেখা আর সংগ্রামে। "





আগামী ১৯ শে ডিসেম্বর ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস। ব্লগারদের প্রাণের উৎসব এই ব্লগ দিবস। এই দিনকে ব্লগাররা মিলে করে থাকেন নানা ধরনের আয়োজন। সবচেয়ে আনন্দের বিষয় হলো বছরের এই দিনে দেখা হয়ে যায় অন্তর্জালের পরিচিত নিকগুলোর সাথে, যাদের সাথে হয়তো আগে কখনো সাক্ষাৎ ঘটেনি! মোটকথা এই দিনে আমরা অন্তর্জাল থেকে বেরিয়ে আসি বাস্তবে।



দেশের অন্যান্য জায়গার মতো প্রতিবছরের ন্যায় এবারও আমাদের সিলেটে ব্লগ দিবস উদযাপিত হবে। মূলত আমাদের ফেসবুক গ্রুপ " সিলেটের ব্লগারস " এ ব্লগার ফয়সাল খলিলুর রহমান ভাইয়ের একটা পোস্টের সূত্রতা ধরেই আমরা সিলেটের ব্লগাররা একত্রিত হয়েছিলাম। এই মাসের ২০ তারিখে হয়ে যাওয়া এক বৈকালিক প্রাণবন্ত আড্ডায় অংশ নিয়েছিলেন মামুন ভাই, আশিক ভাই, আলমগীর ভাই, নিশাত ভাই, ফয়সাল ভাই, পাপ্পু ও আরো অনেকে। অনেকদিন পর সবাই একত্রিত হয়ে এক জম্পেস আড্ডা দিয়েছিলাম আমরা। সাথে ছিলো হালকা নাস্তারও আয়োজন।



আমাদের আড্ডায় উঠে এসেছিল কিভাবে সামনের ব্লগ দিবস আয়োজন করা যায়, কি কি পরিকল্পনা নেয়া যায় ও কোথায় ব্লগ দিবস উদযাপন করা যায়। ফয়সাল ভাই প্রস্তাব দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এবারের ব্লগ দিবস আয়োজন করা যায় কিনা। যেহেতু, সিলেটের আরও ব্লগাররা অনুপস্থিত ছিলেন সেকারণে আমরা ভেন্যুর ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আরেকটি গুরুত্বপূর্ন প্রস্তাব উঠেছে এই ব্লগ দিবসে আমরা শীতার্তদের বস্ত্র বিতরণ করতে পারি কিনা। এব্যাপারে আমরা সবাই সম্মত হয়েছি। এছাড়াও আমরা আরো বেশকিছু বিষয় সংযোজিত করব যেগুলা কিনা হবে সম্পূর্ণ ভিন্ন ও মৌলিক। আমাদের সাথে যোগ দিবেন ঢাকা থেকে আগত ব্লগারবৃন্দ। উপস্থিত থাকবেন আমাদের দেশের স্বনামধন্য কয়েকজন ব্যাক্তিত্ব। অনুষ্ঠানের গোপনীয়তা রক্ষার স্বার্থে জাতির সামনে এখনই সবকিছু বলতে চাইছি না। আমাদের ব্যাতিক্রমী আয়োজনে বাংলা ব্লগের সব ব্লগাররা সাদরে আমন্ত্রিত। জানেনই তো সিলেটের মানুষ কতটা অতিথিপরায়ণ!



আমি সিলেটের ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি। উপরোক্ত বিষয়ে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে ব্লগ দিবসকে সুন্দর ও সফল করতে নিজ দায়িত্বে এগিয়ে আসুন। আপনাদের কাছ থেকে হয়তো আরও ভাল ভাল মতামত ও কর্মসূচি আসতে পারে। তাই আমি আশাকরি, সবার সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বরাবরের ন্যায় এবারও আমরা একটি স্মরণীয় ব্লগ দিবস উদযাপন করব।



হয়তো আরেকটি মিটিং আমরা করতে পারি। আমাদের ফেবু গ্রুপে সেটা জানিয়ে দেয়া হবে।



গ্রুপ লিংক



দেশের অন্য যেসব জায়গায় ব্লগাররা ব্লগ দিবস আয়োজনের উদ্যোগ নিয়েছেন তাদের জন্য রইলো শুভ কামনা। বাংলা ব্লগ দিবস সফল ও স্বার্থক হোক।



বিগত বছরে সিলেটে উদযাপিত ব্লগ দিবসগুলোঃ

২০১২ সালে সিলেটের ব্লগডে আয়োজন,

সিলেটে ব্লগ-ডে উদযাপনের 'এ টু যেড' : সিলটি ফুয়াইন রকজ ;) ;) :)



২০১৩ সালে সিলেটের ব্লগডে আয়োজন,

সিলেটে ব্লগ ডে তে আড্ডা ও খানাপিনা! ;)





প্রয়োজনেঃ ০১৭৩৭৬১২৫১৬

ফেবু আইডিঃ S K ( সোজা কথা)



তথ্য দিয়ে সহযোগীতা করেছেনঃ প্রিয় গল্পকার শ্রদ্ধেয় "মামুন রশিদ" ভাই।





মন্তব্য ৭১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫

টানিম বলেছেন: আহারে সিলেট । গতবার গেছিলাম । এইবার পারব না । অনেক অনেক দূরে আছি প্রিয় শহর ছেড়ে । শুভকামনা থাকলো । আপনাদের আয়োজনের জন্য । এগিয়ে যান । আর সিলেটের ব্লগার হিসাবে আমাকে মনে রাইখেন ।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৪

সোজা কথা বলেছেন: সিলেটের ব্লগাররা তথা সিলেটবাসি আপনাকে মিস করবে! শুভ কামনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার জন্যও রইলো নিরন্তর শুভ কামনা। আপনি সর্বদাই আমাদের স্মৃতির কোটরে থাকবেন। ভাল থাকুন সবসময়।

২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯

আমিনুর রহমান বলেছেন:




সিলেটের ব্লগারদের জন্য শুভ কামনা। গতবছর সারা দেশের পরিস্থিত কিছুটা অস্থির থাকায় ব্লগ দিবস কেন্দ্রীয় ভাবে উতযাপিত না হওয়ার পর সিলেট সহ বেশ কিছু শহরে ব্লগাররা তাদের নিজ উদ্যোগেই তাদের নিজেদের উৎসব ব্লগ দিবস পালন করেছিলো। এবারও দেশের পরিস্থিতি ভালো থাকলে ২০১২ এর মতো সিলেটে আবারো একটা জমকালো ব্লগ দিবস উতযাপিত হবে আশা করছি।


পোষ্টে +

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১১

সোজা কথা বলেছেন: প্লাস ও শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। গতবার দেশের পরিস্থিতি খারাপ থাকা সত্ত্বেও ভাল একটা ব্লগ দিবস আমরা উদযাপন করতে সক্ষম হয়েছিলাম। আশাকরি এবারও আমরা গতবছরগুলোর আয়োজনকে ছাড়িয়ে যাব এবং স্বার্থক একটি ব্লগ দিবস আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকুন সবসময়।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫

মামুন রশিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইডি, অসাধারণ কাজ করেছেন । সিলেটের ব্লগডে তে অংশগ্রহনে ইচ্ছুক ব্লগাররা আশাকরি এই পোস্টে মতামত দিবেন ।

আপনার ফেবু আইডির লিংকটা আসেনি । বিগত বছরের দুইটা পোস্টের লিংক ঠিক করে দিয়েন ।

শুভকামনা সিলেট । আনন্দময় মিলনমেলার অপেক্ষায় রইলাম :) :)

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

সোজা কথা বলেছেন: আমি সাংঘাতিক দুঃখিত প্রিয় মামুন ভাই। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গিয়েছে। আসলে, কালকে পরীক্ষা তো, তাই এটাও ভুল হওয়ার জন্য অন্যতম একটা প্রভাবক! সেকারণে ছবি সিলেক্ট করার পরও আপলোড দিতে ভুলে গেছি!
আর, S K দিয়ে সার্চ করলেই আমার আইডি চলে আসে মামুন ভাই।
সব ভুল গুলো শোধরিয়ে নিব। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭

মামুন রশিদ বলেছেন: @টানিম,

কেমন আছেন ভাই? চেষ্টা করে দেখেন, শুধু ব্লগডে'র দিনটাতে সিলেটে আসা যায় কিনা?

৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২

টানিম বলেছেন: মামুন ভাই , ভাই আমি দেশের বাইরে আছি । হঠাৎ করে এম এস করার সুযোগ আসলো তাই চলে আসলাম । ধন্যবাদ ভাই ।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

মামুন রশিদ বলেছেন: শুভ কামনা রইলো টানিম । ভালো থাকবেন :)

৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




শুভেচ্ছা!
মামুন রশিদ ভাই তো আছেনই....
সিলেট ব্লগ দিবসের আয়োজন যেন পুরোনো রেকর্ডও ভেঙ্গে দেয় এবার :)

২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

সোজা কথা বলেছেন: হ্যাঁ, মামুন ভাই অসাধারণ আন্তরিক একজন মানুষ। ব্লগ দিবস সফল করতে সিনিয়র হয়েও আমাদের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেকোন সমস্যার সমাধান করার ক্ষেত্রে পথ দেখিয়ে দিচ্ছেন।
আমরাও আশাকরি, সবার অংশগ্রহণের মাধ্যমে ভাল একটি ব্লগ দিবস আমরা উদযাপন করব যেটা কিনা পুরনো গুলোকে ছাড়িয়ে যাবে!

৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

প্রবাসী পাঠক বলেছেন: সিলেট তো সবসময় জাঁকজমক ভাবে ব্লগ দিবস পালন করে এসেছে। সেই ধারাবাহিকতা এবারও থাকবে বলে প্রত্যাশা করি।

@ মামুন ভাই, আমাকে দাওয়াত দিলে সিলেট এ ব্লগ দিবস পালন করতে পারি।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩

সোজা কথা বলেছেন: এবারও আমরা সেইভাবেই করার চেষ্টা করব। আশাকরি, সবাই পাশে থাকলে বিগত বছরগুলোর আয়োজনকে ছাড়িয়ে এবারের ব্লগ দিবস!
মামুন ভাই কেন? আমরা পুরো সিলেটের ব্লগাররা দাওয়াত দিলে আসবেন না? :)

৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৬

সোজা কথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমনদা।
ভাল থাকুন সবসময়।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০২

মামুন রশিদ বলেছেন: প্রবাসী পাঠক@


আমার ভাঙা ক্যাম্রা খানা এখন থাইক্যাই মুইছাটুইছা রাখতেছি, ওয়েডিং ফটুগ্রাফারের কাজটা য্যান মিস না হয় ;)


ভাইজান, আপনাকে দাওয়াত দেবনা মানে! আপনার দাওয়াত সবার আগে B-)

১১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০২

 বলেছেন: অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল :D :D

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

সোজা কথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়। :)

১২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১০

মামুন রশিদ বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


শুভেচ্ছা!
..............................

সিলেট ব্লগ দিবসের আয়োজন যেন পুরোনো রেকর্ডও ভেঙ্গে দেয় এবার :)


সারটেইনলি ;)

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

প্রবাসী পাঠক বলেছেন: @ মামুন ভাই, অয়েডিং এর নাম শুনে তো লজ্জায় লান নীল বেগুনী হয়ে যাচ্ছি।


সিলেট যেন ঢাকার অনুষ্ঠান থেকে জাঁকজমক ব্লগ দিবস করে সেই প্রত্যাশা করছি।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫২

সোজা কথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমরা আপনার প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে পারব।
ভাল থাকুন সবসময়। :)

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২১

¯^cœwejvmx বলেছেন: আশা করি এবার থাকতে পারব। আমাকে একটু জানাবেন প্লিজ


এই ঠিকানায়: Click This Link

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

সোজা কথা বলেছেন: খুশি হলাম ভাই,
সবার অংশগ্রহণ নিশ্চিত করতে আমরাও চাই!

হ্যাঁ, অবশ্যই আপনাকে জানানো হবে। আশাকরি, গ্রুপেও একটু খেয়াল রাখবেন।
ভাল থাকুন সবসময়। :)

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ২:০৩

টানিম বলেছেন: ধন্যবাদ মামুন ভাই ও সোজা কথা । :) :) :) :) :) :)

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

সোজা কথা বলেছেন: স্বাগতম।
ভাল থাকুন সবসময়। :)

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪৬

দূরে থাকা মেঘ বলেছেন: আমি তো ব্লগে নিউ। আমি কিভাবে আসবো? :( বুঝতে পারছিনা।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০২

সোজা কথা বলেছেন: কোন সমস্যা নেই। আপনার জন্য রইলো অনেক শুভ কামনা। আর, আপনি কোন বিভাগের সেটা কিন্তু বললেন না। তবে যে বিভাগেরই হোন না কেন আপনি আমাদের এখানে সাদরে আমন্ত্রিত।
ভাল থাকুন সবসময়। :)

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:১৯

আবু শাকিল বলেছেন: শুভ কামনা জানবেন।

ব্লগ দিবস সফল হোক :)

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

সোজা কথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্যও রইলো শুভ কামনা।
ভাল থাকুন সবসময়।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: দেশব্যপী প্রাণবন্ত একটি দিনের অপক্ষোয় আমরা.....


সিলেট ব্লগ দিবসের জন্য শুভ কামনা....

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৮

সোজা কথা বলেছেন: প্রাণবন্ত দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টারত আমরা। আপনার জন্যও রইলো শুভ কামনা।
ভাল থাকুন সবসময়।

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০২

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই আমিও তো সিলেটের।
আমি কি ভাবে অংশ গ্রহন করবো।
০১৮৬২-১৪১৪৩৩

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১২

সোজা কথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। ফেবু গ্রুপ ও ব্লগে একটু খেয়াল রাখবেন। এই দুই জায়গাতেই আমরা জানিয়ে দিব।
ভাল থাকুন সবসময়।

২০| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: সেলেটি ব্লগারদের জন্য অনেক শুভকামনা !:#P

২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

সোজা কথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও রইলো অনেক অনেক শুভ কামনা।
ভাল থাকুন সবসময়। :)

২১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: শুভকামনা সিলডী ব্লগারদের জন্যে :) :) ব্লগ দিবস জম্পেশ হোক..

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

সোজা কথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও রইলো শুভ কামনা।
জমিয়ে হবে আড্ডা,
জম্পেশ হবে সিলেটটা। :)

ভাল থাকুন সবসময়।

২২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০

প্রবাসী পাঠক বলেছেন: সিলেট এর যে কোন ব্লগার দাওয়াত দিলেই চলে আসব ভাই। মামুন ভাই একটি বিশেষ কারণে ক্যামেরা পরিষ্কার করে রাখছেন তো তাই মামুন ভাইকে বিশেষ ভাবে বললাম ভাই। আবারো লাল নীল বেগুনি হয়ে যাচ্ছি। ;) ;)

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

সোজা কথা বলেছেন: ও আচ্ছা।
তাহলে, আমরা আশা করতে পারি মামুন ভাইয়ের বিশেষ উদ্দেশ্য সফল করার স্বার্থে আপনি উপস্থিত থাকবেন। :)

ভাই এভাবে লাল নীল বেগুনি হতে হতে তো একসময় রংধনু হয়ে যাবেন! :পি

২৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩

কলমের কালি শেষ বলেছেন: সকলের জন্য শুভকামনা রইল । :)

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০২

সোজা কথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
আপনার জন্যও রইলো শুভ কামনা।
ভাল থাকুন সবসময়। :)

২৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৪

টানিম বলেছেন: সিলেটের তো এখন অনেক ব্লগার । ব্যাপারটা ভালো লাগলো ।

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫

সোজা কথা বলেছেন: আমাদেরও আরো বেশি ভাল লাগবে যখন সবাই ব্লগ দিবসে একই ফ্রেমে বন্দী হতে পারব।আপনার দ্রুত উপস্থিতি চাই :)

২৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০২

পার্থ তালুকদার বলেছেন: হাই... সিলেটি বন্ধুরা। দেখা হবে অবশ্যই....

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

সোজা কথা বলেছেন: হ্যাঁ, অবশ্যই দেখা হবে।
দয়াকরে, ফেবু গ্রুপে একটু খেয়াল রাখবেন।
ভাল থাকুন সবসময়। :)

২৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪১

বাড্ডা ঢাকা বলেছেন:
অভিনন্দন !

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

সোজা কথা বলেছেন: শুভেচ্ছা।
ভাল থাকুন সবসময়। :)

২৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

এমএম মিন্টু বলেছেন: ভাই শুভেচ্ছা ও শুভকামনা থাকলো ৪২০ নম্বর ফোর টুইয়েন্টি ব্লগারের পক্ষ থেকে ।

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

সোজা কথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও রইলো শুভ কামনা।
ভাল থাকুন সবসময়। :)

২৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: ইনশাআল্লাহ্‌ থাকার চেষ্টা করবো। যদি বেচে থাকি সুস্থ থাকি। :)
বেস্ট অফ লাক গাইজ ;)

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

সোজা কথা বলেছেন: প্রিয় ভ্রাতা, অবশ্যই থাকতে হবে। তা নাহলে বাসায় হামলা দেয়া হবে। রান্নাঘরে ব্যাপক ভাংচুর চালানো হবে। বাকি কর্মসূচি পরে দিব! :পি

ভাল থাকুন সবসময় ভাই :)

২৯| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০

আন্ধার রাত বলেছেন:
মেয়ে ব্লগার না থাকলে আইতামনায় :P

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

সোজা কথা বলেছেন: আইওক্কা। গোপন সূত্রে জানছি দেশের বিভিন্ন জায়গা থাকি মেয়ে ব্লগাররা দলে দলে সিলেট আইরা। এছাড়া, আমরার মাঝে অনেকেই মেয়ে সাজতে পারৈন! :পি

ভালা থাকৈন হকলবালা! :)

৩০| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

তুষার কাব্য বলেছেন: ব্লগ দিবস সফল হোক । শুভকামনা রইল ।

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

সোজা কথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ব্লগ দিবস সফল ও স্বার্থক হোক।
আপনার জন্যও রইলো শুভ কামনা।
ভাল থাকুন সবসময়। :)

৩১| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সিলেটে ব্লগ ডে আমার ক্যাম্পাসে হোক !!

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

সোজা কথা বলেছেন: একটু দূর হয়ে যায় ফয়সাল ভাই। তারপরও সর্বমতের ভিত্তিতে আশাকরি এই সুন্দর ক্যাম্পাসটাই নির্বাচিত হবে। আর আপনার তরফ থেকে বার বি কিউ পার্টির খবরটা সবাইকে দিয়ে দিলে বোধকরি কেউ দ্বিমত পোষণ করবে না! :পি

৩২| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

জানা বলেছেন:

আসতে দেরী হয়ে গেল বলে রাগ করবেন না যেন :#> । এমনিতেই ঢাকা হচ্ছে জ্যামের শহর। তার উপর হাজার কাজ নিয়ে ছুটোছুটি। ব্লগদিবস উদযাপনের জন্যে সেই ছুটোছুটি আরও বেড়েছে। ভাগ্যিস আমার এই রিক্সাটা ছিল। নইলে কি আর এখানে আসা হতো? ;)

সেই ২৩ তারিখ রাতে পোস্ট পড়েই অমনি রিক্সায় উঠেছি। আর এখন এসে এখানে থামলাম B-) । রাস্তাটাতো আর কম না! তা ভাই, আমার ঐ এক কাপ চা আর দুটো কমলা হলেই রাতের খাওয়াটা হয়ে যাবে :)। সকালেও নাহয় দুটো কমলা আর এক কাপ চায়েই নাস্তা সারতে পারবো তবে, দুপুরের খাবারটা কিন্তু আমার সাতকড়া দিয়ে গরুর মাংস আর সাতকড়ার আচার না হলে চলবে না বলে রাখছি। :D :D :D

সিলেটি ভাই-বোনদের জন্যে অশেষ ভালবাসা আর শুভ কামনা। সফল হোক, মঙ্গলময় হোক আপনাদের যাবতীয় পরিকল্পনা।



২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৫

সোজা কথা বলেছেন: সত্যি কথা বলতে কি, আপনার আগমনে আমি ধন্য! আশাকরি, রিকশা পরিবর্তন করে কখনো যদি অন্য কোন যান্ত্রিক দ্রুত গামী যানবাহন নেন তাহলেও এই অদমের এলাকায় আপনার বিচরণ অব্যাহত থাকবে। যাইহোক, প্রেরণা প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এবারের ব্লগ দিবসে আপনি আমাদের এখানে চলে আসেন। সকালবেলা চা বাগান আর ছোট ছোট পাহাড়ের সম্মিলন দেখে দেখে চা খাবেন আর রাতের বেলা কীন ব্রীজের নিচে বসে চটপটি আর ফুসকা খেতে খেতে সুরমার অকৃত্রিম সৌন্দর্য অবলোকন করবেন। :)

আপনার জন্যও রইলো শুভ কামনা। ভাল থাকুন সবসময়। :)

৩৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


ব্লগ দিবস নিয়ে আপনাদের আয়োজন সফল হোক।

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৭

সোজা কথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাল থাকুন সবসময়।

৩৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

কম্পমান বলেছেন: সিলেটের ব্লগারদের জন্য শুভ কামনা। ব্লগ দিবস সফল হোক ।থাকার চেষ্টা করবো।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

সোজা কথা বলেছেন: হ্যাঁ, অবশ্যই থাকার চেষ্টা করবেন। আপনাদের উপস্থিতি নিশ্চিত হলেই আমরা সুন্দর ও স্বার্থক একটা ব্লগ দিবস পালন করতে পারব। আপনার জন্যও রইলো অনেক শুভ কামনা।
ভাল থাকুন সবসময়। :)

৩৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

নিশাত শাহরিয়ার বলেছেন: ... :)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৪

সোজা কথা বলেছেন: এইভাবেই যেন হাস্য উপস্থিতি থাকে নিশাত ভাই।

ভাল থাকুন সবসময়।

৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

দীপান্বিতা বলেছেন: বাংলা ব্লগ দিবস সফল ও স্বার্থক হোক ......শুভ কামনা রইল ......

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

সোজা কথা বলেছেন: শুভ সকাল।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও রইলো অনেক অনেক শুভ কামনা।
ভাল থাকুন সবসময়।

৩৭| ০৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

রেজওয়ান তানিম বলেছেন: ভালো লাগল ব্লগ দিবস উদযাপন...

এক সময় ব্লগ দিবস নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, এখন আর সময় হয় না...

৩৮| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩১

গরু গুরু বলেছেন: ইসসসসসসসস! থাকতে পারবা না।

৩৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

বাংলার ফেসবুক বলেছেন: দেশের অন্য যেসব জায়গায় ব্লগাররা ব্লগ দিবস আয়োজনের উদ্যোগ নিয়েছেন তাদের জন্য রইলো শুভ কামনা। বাংলা ব্লগ দিবস সফল ও স্বার্থক হোক।

৪০| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৪

দেবজ্যোতিকাজল বলেছেন: পশ্চিমবঙ্গ বাসির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানালাম ।:)জয় ব্লগ:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.