নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

১৮ বছরের আগে ফেসবুক নয়; একটি সঠিক সিদ্ধান্ত

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১



ফেসবুক কর্তৃপক্ষের কাছে তিনটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে দুইটি বিষয় আমার বেশ পছন্দ হয়েছে। ফেসবুকে আইডি খুলতে গেলে-

(ক) ফেসবুক আইডিতে মোবাইল নম্বর যুক্ত করা
(খ) জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আইডি খোলার অনুমোদন

দেশে ফেসবুকের মাধ্যমে গুজব ছড়ানোসহ অপপ্রচার রোধ করতে বাংলাদেশ সরকার ফেসবুক কর্তৃপক্ষকে এই প্রস্তাব দিয়েছে। এতে শুধু গুজব ছড়ানোসহ অপপ্রচার রোধই হবে না; আরও একটি উপকারিতা আছে।

আজকাল স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সবচেয়ে ক্ষতি করছে এই ফেইসবুক। পড়ালেখা লাটে উঠছে। বিভিন্ন অঙ্গি ভঙ্গিমার ছবি আপলোড আর সারাদিনের ফিরিস্তি দিয়ে স্ট্যাটাস দিতে দিতেই সময় কেটে যায়। বন্ধুদের সাথে ফেসবুকে আড্ডা আর অল্প বয়সে প্রেমে জড়িয়ে যাবার সুযোগ দিচ্ছে ফেসবুক। পড়াশুনা গোল্লায় যাওয়াই স্বাভাবিক। কম বয়সীদের কালারফুল প্রোফাইলই বেশি। ফেসবুক যেন তাদের নেশায় পরিণত হয়েছে।

তাই, আমি মনে করি ১৮ বছর বয়সের আগে শিক্ষার্থীদের ফেসবুকে প্রবেশের অনুমতি না দেয়াই ভালো। ফেইক আইডি, নোংরা অশ্লীল মন্তব্য আর ছবি, গালাগালি এবং ফটোশপ করা ছবির অত্যাচার থেকে বাঁচবে তারা।

ফেসবুক চালাতে বাড়তি খরচের জন্য মিথ্যা বলে মা বাবার কাছ থেকে শিক্ষার্থীরা টাকা যে নেয়না তার নিশ্চয়তা কি?

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮

স্রাঞ্জি সে বলেছেন:

তথ্য কি সঠিক।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৮

নজসু বলেছেন: জ্বী সঠিক। কাল পত্রিকায় সেরকমই দেখলাম। প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বাকি সব ফেসবুকের সিদ্ধান্ত।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১

আরোগ্য বলেছেন: আমার মতে ১৮ না বরং ৪০ বছর হওয়া উচিত। বর্তমানে যুবসমাজ ধ্বংসের একটি মোক্ষম হাতিয়ার ফেইসবুক।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৯

নজসু বলেছেন: একদম ঠিক বলেছেন। সুন্দর বলেছেন।
যুবসমাজ ধ্বংসের একটি মোক্ষম হাতিয়ার ফেইসবুক।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ ফেসবুক ব্যবহার করার মত শিক্ষিত নন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

নজসু বলেছেন: হতে পারে সঠিক ব্যবহার আমরা করতে পারিনা । অপব্যবহার করি বলেই হয়তো বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

সনেট কবি বলেছেন: অপপ্রচার রোধ হওয়া দরকার।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

নজসু বলেছেন: জ্বী শ্রদ্ধেয়। আমাদের সবার কাম্য। অপপ্রচার রোধ হোক।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এটা পারবেতো??? পোলাপান আরো জালিয়াত।। এরা দেখা যাবে অন্যের ভোটার আইডি কার্ড দিয়ে ফেসবুক আইডি খোলে রাখবে। পুলাপান যে কি ট্যালেন্টেড সেটা সরকার জানেইনা।।।
এক আইডি কার্ড ১০টার বেশি সিম তুলতে পারেনা।।
তারা তুলে ২০টার উপরে তুলে। কেমনে জানেন।

সিমের কাস্টমার অফিসে যাইয়া কমপ্লেইন দেয়। আমার সিম হাড়িয়ে গেছে। ওইটা বাদ দিয়ে নতুন সিম দিন।।

দেখুন বাপ মা নিজেরাই ফোন কিনে দেয়।।।
এইটা সরকার কি করে আটকাবে।।।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

নজসু বলেছেন: মামুন ভাই, খাঁটি কথা বলেছেন। আমরা নিজেরাই আমাদের উত্তোরনের পথ বন্ধ করে দিয়েছি।
বাপ মা নিজেরাই ফোন কিনে দেয়। এটা আরেকটা বেদনাদায়ক পরিস্থিতি। আজকাল মোবাইল ছাড়া জীবন-যাপন অচল। মোবাইলের বদৌলতে চিন্তার পরিধি কমেছে। যোগাযোগ সহজ হয়েছে। কিন্তু প্রযুক্তির অপব্যবহার আমাদের চরম সর্বনাশ করছে।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সচেতন হতে হবে বাবা মাকে

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

নজসু বলেছেন: জ্বী একমত।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই যে এখন পড়তেও পারে না। সেও ফেসবুক অ্যাকাউন্ট খুলে বসে আছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

নজসু বলেছেন: মন্দ বলেননি ভাই। :D

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

স্রাঞ্জি সে বলেছেন:
আজকাল পত্রিকা পড়া হয় না। অনলাইনেও পড়ি না।

সামুতে আছি। সাহিত্য বইয়ে পড়ে থাকি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১০

নজসু বলেছেন: এই একটা কথা খুব মনে ধরলো আমার।
যারা ব্লগে থাকে তারা মনে হয় অনলাইনের অন্য কিছুতে বৃথা সময় নষ্ট করতে চায়না।
ব্লগ প্রেমে এতো মত্ত থাকে যে সব সময় উজাড় করে ব্লগকে দিতে ইচ্ছে করে।
নিজেও কিছু কিছু বুঝতে পারছি।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

স্রাঞ্জি সে বলেছেন:
সামুই তো সব কিছুর সাগর..... তাই না....


২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

নজসু বলেছেন: একদম।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

কাওসার চৌধুরী বলেছেন:



পুরোপুরি সহমত আপনার সাথে; ফেইসবুক নতুন প্রজন্মকে শেষ করে দিচ্ছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৪

নজসু বলেছেন: সহমত প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানবেন।

বাংলাদেশ সরকারের তথ্যমতে, বর্তমান দেশে দুই কোটি ৩৩ লক্ষ ফেসবুক ব্যবহার করে। এরমধ্যে এক কোটি ৭০ লক্ষ পুরুষ এবং ৬৩ লক্ষ নারী। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৯৩ শতাংশের বয়স ১৮-৩৪ বছরের মধ্যে।

এরা সময়ের অপচয় করছে আর নিজের কাজে অমনোযোগী হয়ে পড়ছে। নানা অনৈতিক কাজে অবশ্যই জড়িয়ে পড়ছে । নৈতিকতার অবক্ষয়সহ, মানুষ সামাজিক মূল্যবোধ হারাচ্ছে।

ভালো আছেন আশা করি।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

জসীম অসীম বলেছেন: আমার মনে হয় বিষয়টি নিয়ে আরও গভীরভাবে ভেবে দেখতে হবে। কারণ অনেকের কাছে মাদকের নেশা থেকেও ‘ফেসবুকে’র নেশা তীব্রতর।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

নজসু বলেছেন: মাদকের নেশা থেকেও ‘ফেসবুকে’র নেশা তীব্রতর।

১০০% সত্যি।

সরকার যদি এই নিয়ম করে তাহলে বিরূপ প্রতিক্রিয়া হয় কিনা সেটাও দেখার বিষয়।

১২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০১

পল্লব কুমার বলেছেন: আমার এক ভাতিজি, ক্লাস এইটে পড়ে। কয়দিন আগে সে আমারে ফেবু তে রিকুয়েস্ট দিয়েছে। একটা স্কুল বা কলেজপড়ুয়া শিক্ষার্থীর একটা উল্লেখযোগ্য পরিমাণ কর্মঘন্টা নস্ট হয় এইসব ফাও কাজ করে। শুধু নিয়ম করে ফেবু চালানো বন্ধ করা সম্ভব না। এক্ষেত্রে বাবা মা দের আরও সচেতন হতে হবে সন্তানের ফোন ব্যবহারের ক্ষেত্রে।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

নজসু বলেছেন:



তাহলে দেখুন কি অবস্থা।
আর একদম ঠিক বলেছেন বাবা মা দের সচেতন হতে হবে সন্তানের ফোন ব্যবহারের ক্ষেত্রে।
আপনার মূল্যবান মন্তব্যের জবাব দিতে দেরি হলো বলে দুঃখিত।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ B-))

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

নজসু বলেছেন:


:-B

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

পদাতিক চৌধুরি বলেছেন: এই পোস্টে আমার কমেন্ট নেই দেখে অবাক হলাম। সেপ্টেম্বর মাসের পোস্ট অথচ কি করে যে মিস হয়ে গেল বুঝতে পারছি না। যাই হোক অত্যন্ত যুক্তিযুক্ত লাগলো কথাটি।। ফেসবুক ব্যক্তিগতভাবে আমারও অত্যন্ত অপছন্দের একটি বিষয় । নেহাত একটি অ্যাকাউন্ট খোলা আছে । কিন্তু ফেসবুককে আমার ফেসবুক বলেই মনে হয় ।


শুভকামনা ও ভালোবাসা প্রিয় নজসুভাইকে।


১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৫

স্রাঞ্জি সে বলেছেন: দোস্ত কেমন আছ। ব্লগিং কেমন যাচ্ছে । আজকাল তো দেখায় যায়না তোমাকে।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

তারেক ফাহিম বলেছেন: দেখলেন প্রিয়, আমি কতটা আলস।

আপনি আমার সে আদি পোষ্টগুলোতে কমন্টেস্ করে আমাকে ঋণি করে রাখছেন।

আর এতো সেপ্টম্বর মাসের পোষ্ট।

ফেইসবুক আইডিটা নামমাত্র খুলে রাখছি।

১৭| ২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৫

খায়রুল আহসান বলেছেন: সরকারের এ প্রস্তাব দুটো ফেইসবুক ব্যবহার কমানো যতটা না, অন্য কোন কারণ তার চেয়ে বেশী বলে মনে হচ্ছে।

১৮| ২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৬

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "মেয়েদের মুখ আর ছেলেদের কলিজা ফাটে কেন?", "সুখের দিনে বন্ধু তুমি অন্ধ চোখে দেখেছিলে, দুঃখের দিনে বন্ধু তুমি চোখ মেলে অন্ধ ছিলে!" পড়ে একটা করে মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, সময় করে দেখে নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.