নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

একই ঘটনা, একই পরিস্থিতি, কিন্তু ভাবনা আলাদা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১


অনলাইন জগতে কত লেখা, কত রচনা ছড়িয়ে ছিটিয়ে আছে।
কতগুলো সৃষ্টি হয় অভিজ্ঞতা থেকে; কতগুলো কল্পনা থেকে।

একটা ঘটনা আমার কাছে অন্য রকম মনে হলো।
হয়তো অনেকে এটি পড়ে থাকবেন।

লেখাটির শিরোনাম ছিল-
একই ঘটনা, একই পরিস্থিতি, কিন্তু ভাবনা আলাদা ।।



ঘটনাঃ এক
জনাব রহিম একজন সরকারি কর্মকর্তা। তিন মাস হলো চাকরি করছেন। তিন মাস হলেও ঘুষ খাওয়াটা আজ থেকে শুরু করেছেন।
একটা ফাইল ছাড়তে এক বৃদ্ধ থেকে ১৫হাজার টাকা নিলেন। সেদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখেন, তার ছোট বাচ্চাটা সিড়ি থেকে পড়ে পা ভেঙ্গে ফেলেছে।
বাচ্চাকে হাসপাতালে নিতে নিতে তিনি ভাবলেন, ‘ভাগ্যিস ঘুষ খেয়েছি, নইলে আজ ছেলেকে ভাল হাসপাতালে নিতে পারতাম না।
কাল থেকে আরো বেশি করে খেতে হবে।
প্রতিজ্ঞাবদ্ধ হলেন তিনি।

ঘটনাঃ ২
জনাব করিম একজন সরকারি কর্মকর্তা। তিন মাস হলো চাকরি করছেন। তিন মাস হলেও ঘুষ খাওয়াটা আজ থেকে শুরু করেছেন।
একটা ফাইল ছাড়তে এক বৃদ্ধ থেকে ১৫হাজার টাকা নিলেন। সেদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখেন, তার ছোট বাচ্চাটা সিড়ি থেকে পড়ে পা ভেঙ্গে ফেলেছে।
বাচ্চাকে হাসপাতালে নিতে নিতে তিনি ভাবলেন, ‘আজ ঘুষ খেয়েছি বলেই, এ ধরণের বিপদে পড়তে হলো। কাল থেকে আর কোন ঘুষ না।
প্রতিজ্ঞাবদ্ধ হলেন তিনি।

আমাদের কর্মফলগুলি আমরা অবশ্যই পাই। সমস্যা হল ওটা যে কোন কর্মের ফল সেটাই বুঝি না।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

আরোগ্য বলেছেন: সুজন ভাই খুব ভালো লিখেছেন। চালিয়ে যান। শুভ কামনা করি।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

নজসু বলেছেন: খুশি হলাম ভাই।
ভালো থাকবেন।

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪০

স্রাঞ্জি সে বলেছেন:
করিমদের শুভ বুদ্ধি উদয় হোক বন্ধু.....

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮

নজসু বলেছেন: সত্যিই তাই।
শুভ বুদ্ধির উদয় হোক আমাদের।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রত্যেক মানুষই তাদের কুকর্মের ফল পায়।
ভালো লিখেছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

নজসু বলেছেন: ধন্যবাদ বোন।
একদম ঠিক বলেছেন।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশের সামাজিক ব্যবস্হা, প্রশাসন, ও সংস্কৃতি মানুষকে ভালো মানুষ হতে সাহায্য করছে না

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

নজসু বলেছেন: একদম ঠিক বলেছেন। একাত্মা আপনার সাথে।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সুজনভাই,

হা হা হা, খুব সুন্দরভাবে সমাজের অবক্ষয়ের একটি দিক তুলে ধরলেন। চমৎকার। এভাবেই লিখতে থাকুন আর প্রতিমন্তব্যগুলি আরও একটু দ্রুত উত্তর দিলে কমেন্টদাতার সংখ্যা বাড়বে বৈকি।


☺☺

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪

নজসু বলেছেন: আপনার পরামর্শগুলো আমার খুব ভালো লাগে।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

স্রাঞ্জি সে বলেছেন:

প্রতিমন্তব্য করতে কি ভয় হয়।।।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩

নজসু বলেছেন: ভয় তো একটু একটু হয়। কি লিখতে কি লিখে ফেলি।
নিরাপদ ব্লগারের পোষ্ট সরাসরি প্রথম পাতায় আসে না? নাকি মডারেশন...

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৬

পুলক ঢালী বলেছেন: নসজু ভাই সবাই আপনাকে সুজনভাই বলছে কারনটা কি? আপনি সংশোধন করে দেননি আপনি কি আসলেই সুজনভাই?
কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদুর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর । আপনার লেখা পড়ে শেখ ফজলুল করিমের কবিতাটাই মনে পড়লো। কর্মফল এই পৃথিবীতেই হাতে নাতে পাওয়া যায়। সুন্দর লিখেছেন।

আপনি হাঁস হতে চান কেন? দ্ব্যার্থক ভাবে আমরা বলি অমুকের চরিত্র হাসের মত পবিত্র ;) ফুলের মত পবিত্র বলিনা হা হা হা। =p~
ভাল থাকবেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩

নজসু বলেছেন: নামে কিবা আসে যায় ভাই।

কর্মফল এই পৃথিবীতেই হাতে নাতে পাওয়া যায়। একেবারে চিরসত্যি একটা কথা বলেছেন যা আমরা যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছি।
হাঁস হতে চাওয়ার একটা কারণ আছে আমার। একদিন লিখবো।

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।
আপনিও ভালো থাকুন।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২

এ.এস বাশার বলেছেন: খুব ভালো একটা টপিক তুলে ধরেছেন। কিছু কর্মফলের শাস্তি দুনিয়াতেই হয়ে থাকে আবার পরকালেও ভোগ করতে হয়,,,,,,,

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১০

নজসু বলেছেন: মানুষ তাই পায়; যা সে করে।
সুন্দর একটি মন্তব্য রেখে যাবার জন্য ধন্যবাদ।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

মনিরা সুলতানা বলেছেন: কর্মফল যারযার , তাকেই ভোগ করতে হয় ।
কেউ শুধরায় কেউ আরও বিপথগামী হয় ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

নজসু বলেছেন:



একদম ঠিক বলেছেন কবিতায় শব্দের কারিগর।
সুন্দর ও সত্য মন্তব্যের জন্য শুভেচ্ছা জানবেন।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

আরোগ্য বলেছেন: নজসু ভাই আশা করি ভাল আছেন। লেখাটি প্রিয়তে নিতে এলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম
আমার প্রিয় ভাই।
আল্লাহর রহমতে ভালো আছি।
আপনিও সর্বদা ভালো থাকুন এই দুআ করি।

লেখাটি প্রিয়তে নেয়ার জন্য কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হলাম।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

আরোগ্য বলেছেন: নজসু ভাই আমার প্রিয় তালিকায় পোস্ট টি দেখতে পাচ্ছিনা।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪

নজসু বলেছেন:



কি জানি ভাই আমি তো এই বিষয়ে কিছু বরতে পারছি না।
হয়তো কোন সমস্যা হয়েছে।
প্রতিমন্তব্য করতে অনেক দেরি হয়ে গেলো। :(

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগলো

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪

নজসু বলেছেন:





ভালো লাগায় খুশি হলাম প্রিয় ভ্রাতা।

১৩| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: অণু পরিমাণ সুকর্মের পুরস্কার আছে, অণু পরিমান কুকর্মের শাস্তি আছে, যদি না অনুশোচনা ও স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে তার মার্জনা লাভ করা না যায়!
ছোট্ট পোস্ট, কিন্তু বক্তব্য গভীর। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.