নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সনেট কবি, আশা করি ভালো আছেন

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৪



ছবিঃ সনেট কবির প্রোফাইল থেকে নেয়া

সনেট কবি, কেমন আছেন
সবার সালাম নিন,
আপনি ছাড়া কাটছে এখন
ব্লগ বাড়ির দিন।

হেথায় সেথা সবার পাতায়
খুঁজি আপনায় রোজ,
কোথায় গেলেন প্রিয় কবি
নেই কোথাও খোঁজ।

ব্যস্ত নাকি কাজের চাপে
হয়না সময় আর,
ফিরে আসা ত্বরা হোক
স্বপ্ন দেখি তার।

দোয়া করি, সুস্থ থাকেন
নিরোগ থাকুক মন,
সনেট ফুলে ভরুক আবার
ব্লগ পাতার বন।

মন্তব্য ৬৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মারহাবা মারহাবা!!
ভালই হয়েছে
...........................................................

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪

নজসু বলেছেন: বেশ কয়েকদিন হলো উনাকে দেখছিনা।
রোজ উনার সনেট পোষ্ট হতো।
আট তারিখের পর থেকে উনি ব্লগে অনুপস্থিত।
তাই উনাকে স্মরণ করে লিখলাম।

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

বাকপ্রবাস বলেছেন: ছড়া দারুণ হয়েছে, আশা করি সনেট কবি ভাল আছেন তবুও ছড়াটা যেন পৌঁছে কবির কাছে। খোঁজ খবর জানতে চাই

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০

নজসু বলেছেন: প্রিয় ছড়াকারের মুখে নিজের ছড়ার প্রশংসা শুনতে কার না ভালো লাগে।

আমারও ভালো লাগলো।

ভালো থাকবেন।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

কথার ফুলঝুরি! বলেছেন: প্রিয় সনেট কবির কি হয়েছে ? তিনি সুস্থ আছেনতো ? ব্লগের আরও কয়েকজন প্রিয় মুখের মানুষগুলোও অসুস্থ ।

কবিতা ভালো হয়েছে ভাইয়া । আচ্ছা নজসু ভাইয়া আপনার আসল নাম কি সুজন ? :P

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪

নজসু বলেছেন: ব্লগের সবাই অসুস্থতা কাটিয়ে আবার ব্লগ ভরে তুলুন এই কামনা সবার।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

লেখা ভালো লাগায় খুশি হলাম।

নামটায় একটা রহস্য রাখতে চেয়েছিলাম। কিন্তু আমার ছোট্ট একটা ভুলের কারণে সেটা সম্ভব হয়নি।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৫

এখওয়ানআখী বলেছেন: সনেট কবি ভাল থাকলে আমরা সবাই ভাল থাকি। তাঁর খবর কেউ কি জানেন?

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮

নজসু বলেছেন: আমরা সবাই ভালো থাকি। সবাই সবার জন্য দুআ করি।

উনি ব্লগে সবসময় সরব থাকতেন। কেন যে ৫/৬দিন হলো দেখছিনা।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯

ফেনা বলেছেন: প্রিয় কবির অপেক্ষায় আছি।

সুস্থ সুন্দর থাকুক প্রিয় সনেট কবি।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

নজসু বলেছেন: আমরা সবাই অপেক্ষায় আছি।
উনি সুস্থ সুন্দর থাকুন।

ভালো থাকবেন।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০১

নজসু বলেছেন: আমরা সবাই অপেক্ষায় আছি।
উনি সুস্থ সুন্দর থাকুন।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর লিখেছেন-সনেট কবিকে নিয়ে।

আমারও একটি কবিতা আছে তাকে নিয়ে।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৫

নজসু বলেছেন: সনেট কবিকে নিয়ে আপনার লেখাটা চোখ এড়িয়ে গেছে মনে হয়।
আপনার ব্লগে গিয়ে দেখার আগ্রহ রইল।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০

রাকু হাসান বলেছেন:

সনেট কবিকে নিয়ে সহজ সুন্দর ছড়া । ব্যস্ততা বা অসুস্ততা তিনি ফিরে আসুক,সেই কামনা করি । কয়েকদিন দেখছি না ।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪

নজসু বলেছেন: সনেট কবিসহ ব্লগার সোনাবীজ,ডঃ এম এ আলী স্যার, জুন এবং চঞ্চল হরিণী সবার সুস্থতা কামনা ও ফিরে আসার অপেক্ষা করছি।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: গতকয়েকদিন ধরে দেখছি, যে মানুষটি প্রায় সারাক্ষণ ব্লগে থাকতেন এখন ওনার অনুপস্থুতিতে প্রচন্ড চিন্তিত । যেখানেই থাকুন ভালো থাকুন। শুধু ব্লগে একবার দেখাদিন প্লীজ । আমরা আপনাকে প্রচন্ড মিস করছি।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

নজসু বলেছেন: হ্যাঁ, আমি ব্লগে আসার পর থেকে উনাকে সবসময় সরব দেখেছি।
আমাকে ভালোবেসে যারা আমার ব্লগে নিয়মিত এসেছেন তাদের মধ্যে উনিও একজন।

আমিও চাই উনি অন্ততঃ একবার ব্লগে এসে দেখা দিন।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

কাওসার চৌধুরী বলেছেন:



বিষয়টি আমার নজরেও এসেছে। হয়তো কোন ব্যস্থতা আছে। আশা করি, শীঘ্রই প্রিয় সনেট কবিকে ব্লগে পাব। আপনাকে ধন্যবাদ কবিকে নিয়ে পোস্ট লেখার জন্য।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

নজসু বলেছেন: ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে দ্রুত আমাদের মাঝে ধরা দেবেন সনেট কবি এমন প্রত্যাশা করি।
আসলে যিনি এতটাই সরব; তার নিরবতা কেমন যেন লাগে।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

নজসু বলেছেন: ‌একটা কমেন্ট ভুলে মুছে গেল। :(

১২| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪

হাবিব বলেছেন: ফিরে অাসুক সনেট কবি অতি তারাতারি,
তিনি যেন সুস্থ থাকেন এই কামনা করি।
তাহার লেখায় অাবার যেন ভরে উঠে ব্লগ পাতা,
সনেট পাঠে সবার মনে ফিরে অাসুক পবিত্রতা।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

নজসু বলেছেন: শুভ সকাল স্যার।
সনেট কবিকে সত্যি মিস করছি।
উনার প্রত্যাবর্তণের অপেক্ষায়।

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭

খসরু ওয়াহিদ বলেছেন: দারুন লেখক তিনি , আমিও দেখছি না কয়েকদিন ধরে

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৪

নজসু বলেছেন: উনার সনেট রচনার ধৈর্য্যে যে কাউকে অবাক হতেই হবে।

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১

আরোগ্য বলেছেন: গতকাল আমিও উনার ব্লগে গিয়েছিলাম খোঁজ করতে। নজসু ভাই ও সনেট কবির মঙ্গল কামনা করি।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২২

নজসু বলেছেন: আপনিও ভালো থাকুন এই দোয়া করি ভাই।

সনেট কবির সুস্থতা কামনা করছি।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর ছন্দময় ছড়া গড়েছেন সবার প্রিয় সনেট কবির জন্য।
হ্যা, উনি সুস্থ থাকলে তো প্রতিদিন আমরা একটা করে সনেট পেতামই। কয়েকদিন যাবৎ তার দেখা নাই, সত্যি খুব চিন্তার ব্যাপার কারণ, তিনি কয়েকমাস আগেই বড়ধরণের অসুখ থেকে নিরাময় পেয়েছেন। আবার অসুস্থ হলেন কিনা!!

যেভাবেই থাকুক তিনি ভালো থাকুক, সুস্থ থাকুক এমনটাই কাম্য

শুভকামনা আপনার জন্য

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

নজসু বলেছেন: তিনি কয়েকমাস আগেই বড়ধরণের অসুখ থেকে নিরাময় পেয়েছেন।
নতুন ব্লগার হিসেবে বিষয়টা আমি জানতাম না।

আবার অসুস্থ হলেন কিনা!
আপনার এই কথাটায় একটু চিন্তা হওয়া স্বাভাবিক।

উনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনি কোথায়?
হঠাত না বলে কোথায় গেলেন?
তাড়াতাড়ি চলে আসুন।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩০

নজসু বলেছেন: উনার প্রতিটি পোষ্টে আপনার কমেন্টে চাচাজী নামের মায়া থাকতো।
ফিরে আসার অপেক্ষায়।

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

নূর আলম হিরণ বলেছেন: আশারাখি যেখানে আছে উনি সুস্থ আছেন, ভালো আছেন। ফিরে আসবেন তাড়াতাড়ি।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১

নজসু বলেছেন: আপনার আশা
আমাদের সকলের আশা।
ফিরে আসবেন তাড়াতাড়ি।

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আশা করছি উনি খুব শিগ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং তাকে নিয়ে আপনার এই সুন্দর মনোমুগ্ধকর কবিতাটি পড়েন।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭

নজসু বলেছেন: একদম আমার মনের কথাটি বলেছেন।
আমি এখন চাইছি উনি ব্লগে এসে আমার ছড়াটি পাঠ করুন।

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৯

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর হয়েছে। সনেট কবি কি কিছুদিন ধরে ব্লগে নেই নাকি..?? যেখানেই থাকুক চাচাজান ভাল থাকুক সেই কামনা করি

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৯

নজসু বলেছেন: জ্বী ভাই আট তারিখের পর থেকে উনার কোন পোষ্ট দেখছিনা।
যেখানে উনি প্রতিদিন একাধিক পোষ্ট করে থাকেন।

২০| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৪

বলেছেন: আল্লাহ সকলের মঙ্গল করুন।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৯

নজসু বলেছেন: আমিন।

২১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৩

তারেক_মাহমুদ বলেছেন: সনেট কবির জন্য শু ভ কামনা, ছড়া ভাল লাগলো।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১

নজসু বলেছেন: ছড়া ভালো লাগায় খুশি হলাম ।
আপনিও ভালো থাকবেন।

২২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবি সাহেবের কোন লেখা পাচ্ছি না। উনি লেখা স্থগিত করে দিলেন নাকি? কোথায় আছেন? আশা করি আবার আমাদের মাঝে ফিরে আসবেন।।।। ভালোবাসা দিয়ে যাবেন। কবিতা উপহার দিবেন

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭

নজসু বলেছেন: সেদিন স্রাঞ্জির একটা কমেন্টে দেখলাম উনি আল্লাহর নিরানব্বই নামের সনেট শেষে ব্লগারদের সনেট লিখবেন।
কিন্তু কি কারণে বিরতি নিচ্ছেন তা বুঝতে পারছিনা।
আশা করি উনি দ্রুত ফিরে আসবেন।

ভালো কথা স্রাঞ্জি সেরও খবর পাচ্ছিনা। :(

২৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৪

কিরমানী লিটন বলেছেন: এই ছড়াটা সনেট কবির
যদি চোখে পড়ে,
তল্পিতল্পা গুছিয়ে সেদিন
ফিরবে কবি ঘরে।

সনেট কবি সনেট কবি
আবার ফিরে এসো,
সবার চাওয়া- আসন পেতে
ব্লগ বাড়ীতে বসো।

চাঁদ গাজীর খোঁচা দেবো
শায়মা আপুর স্নেহ,
সুমন করের ভালোবাসায়
উঠবে ভরে দেহ।

সনেট কবি সনেট কবি
এত্তো গোসসা কিসের,
ভক্ত তোমার মরছে জ্বলে
পুড়ছে অনল- তুষের।

সনেট কবি তবু যদি
আর না ফিরো- বাড়ী,
জনম দাসী জানিয়ে গেছে
আগুন দিবে শাড়ী

প্রিয় সনেট কবির অপেক্ষায়- কবির চাওয়ায়- সহমত। ছড়ায় ভালোলাগা ...

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০

নজসু বলেছেন: খুব সুন্দর লাগলো।
উনি যদি রাগ করে থাকেন, তাহলে কেন?

২৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: সনেট কবি আশা করি সুস্থ আছেন। এবং ফিরে আসবেন খুব শীঘ্রই।

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২২

নজসু বলেছেন: আমরা সবাই আশা করি উনি সুস্থ আছেন। উনি ফিরে আসুন দ্রুত।

২৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০

এস এম ইসমাঈল বলেছেন: সনেট কবি! সনেট কবি, কোথায় লুকালে তুমি?
তোমার আসার অপেক্ষায় ব্যস্ত ব্লগের ভূমি
কোথায় আছো কেমন আছো? জানিয়ে যাও সবি
টেনশনে মোর ঘুম আসে না, বিপদে পড়লে নাকি?
নাকি আবার বাড়ল তোমার? সেই পুরানো ব্যামো?
যেথায় থাকো ভালো থেকো, জলদি ফিরে এসো।
আসলেও উনার খোজ নেয়া দরকার। কিছু হল নাকি জানা উচিত সবার।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৩

নজসু বলেছেন: অসাধারণ হয়েছে।
আমরা কামনা করি উনি যেন সুস্থ থাকেন।

২৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

নীলপরি বলেছেন: আপনার মতো আমিও আশা রাখি উনি সুস্থ আছেন ।

কবিতা ভালো হয়েছে ।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৫

নজসু বলেছেন: আমাদের সবার প্রত্যাশা উনি সুস্থ থাকুন।
লেখা ভালো লাগায় খুশি হলাম।

২৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

স্রাঞ্জি সে বলেছেন:
আমার যতটুকু ধারণা, উনি সুস্থ আছেন আশা করি। ব্লগে তিনি নিরব, হইত এই কারণে সাম্প্রতিক তিনি একধাঁচের মন্তব্য করে গেছেন। কয়েকদিন যাবৎ তাঁর মন্তব্যের উপর বিনয়ী কড়া চলছিল। হয়ত এই জন্যই তিনি আপাতত নিরবতা পালনে ব্রত।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৩

নজসু বলেছেন: হতে পারে।

তুমিও তো নিখোঁজ ছিলে।
কি ব্যাপার?
উপরের একটা কমেন্টে তোমার খোঁজ করছিলাম।
শুভ সকাল।

২৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

সনেট কবি বলেছেন: ব্লগারগণের ভাবনায় আমি রয়েছি, এটা আমার জন্য বেশ ভাল দিক। আপনার ছড়া চমৎকার হয়েছে, সবচেয়ে বড় কথা তাতে কারো প্রতি গভীর আন্তরিকতা প্রকাশ পেয়েছে। আমি আপ্লুত। আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা। আর যারা মন্তব্য করেছেন তাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ সবার মঙ্গল করুন।

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৭

নজসু বলেছেন: আপনার মন্তব্যটা অনেক আগেই দেখেছি।
ইচ্ছে করে জবাবা দেইনি।
কারণ আপনার উপর মন খারাপ ছিল।
অল্পকয়দিনে আপনি আমার খুব প্রিয় হয়ে গেছেন।

ব্লগের সবাই আপনাকে খুব ভালোবাসে।
কখনও বিরতি প্রয়োজন হলে দয়া করে একটু জানিয়ে যাবেন।

২৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৭

এ.এস বাশার বলেছেন: শ্রদ্ধেয় কবিকে নিয়ে ছড়া বেশ লাগ। আর শেষ মন্তব্য সনেট কবির মন্তব্য দেখে খুব ভালো লাগলো। তিনি সু্স্থ আছেন নিশ্চিত হলাম....

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩

নজসু বলেছেন: ছড়া ভালো লাগায় খুশি হলাম।

আপনার অসম্ভব সুন্দর আল্পনায় লেখাগুলো আমারও দারুণ পছন্দ।

৩০| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৫

স্রাঞ্জি সে বলেছেন:
আরে বন্ধু তোমার নতুন পোস্ট পাচ্ছি না কেন...

কি খবর....

২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪

নজসু বলেছেন: বন্ধু তুমিও তো ব্যস্ত।
আমিও ব্যস্ত।
আমি সপ্তাহে একটির বেশি পোষ্ট দেবোনা ভেবেছি।
তোমার কি অবস্থা?

৩১| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭

এ.এস বাশার বলেছেন: আমার নতুন পোস্ট.... একটি হেমন্ত ও আমি

পড়ুন মন খুলে....

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩

নজসু বলেছেন: আপনার এই লেখাটি আমি পাঠ করেছি ভাই।
খুব ভালো লেগেছে।
কমেন্টও আছে।

৩২| ১১ ই মে, ২০১৯ সকাল ১১:২১

নজসু বলেছেন:



আপনাকে আবারও অনুভব করছি শ্রদ্ধেয় সনেট কবি। :(

৩৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: সনেট কবি গেলেন কই?

০৫ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৪

নজসু বলেছেন:



শ্রদ্ধেয় সনেট কবি, তিন সপ্তাহ হলো মহাজাগতিক চিন্তা নিক নিয়ে ব্লগে যুক্ত হয়েছেন।
উনার সাথে কথা হয়েছে। উনার সনেট কবি আইডির মেইল ও পাসওয়ার্ড ভুলে গেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। আশা করি ভালো আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.