নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

এখনও রাতের আকাশে চাঁদ ওঠে

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০


{ছবিঃ গুগল থেকে সংগ্রহ করা}

[কবিতা বিষয়টা অনেক কঠিন। ব্লগে অনেক সুন্দর সুন্দর কবিতা আসে।
তাই কবিতা পোষ্ট করার দুঃসাহস কম।
মাঝে মাঝে দেখি অনেকে কবিতা এবং কবিতা লেখকদের নিয়ে রসাত্মক কথা বলেন।
এজন্যও কবিতা পোষ্ট করতে দশবার ভাবতে হয়েছে। ছোট্ট একটা অকবিতাই দিলাম। ]


রাত গভীর হলে স্বপ্নহীন তারারা ঘুম থেকে জেগে ওঠে,
গভীর আলিঙ্গনের নেশায় ফুল ফোটায়,
হাসির হিল্লোলে প্রকম্পিত করে সারাকাশ।
তারায় তারায় ছড়িয়ে পরে সমূহ সংঘর্ষের সম্ভাবনা
নগ্ন পায়ে, ভীত চাহনিতে, উৎকণ্ঠায় কাটে মুহুর্ত,
তাল, লয়, ছন্দ ভুলে যায় মোহের স্পন্দনে।
একান্ত অনুভবে, নিজের করে, গায়ে মাখে
অনাবিল জ্যোৎস্নার ফুটন্ত আলো।

তারাদের আলিঙ্গনে, নেশায় বুঁদ হয়ে মরতে
এখনও চাঁদ ওঠে রাতের আকাশে।

মন্তব্য ৭৯ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২

নজসু বলেছেন:



আপনার সুন্দর মন্তব্য সবসময় ভালো লাগা তৈরি করে।
ভালো থাকবেন সবসময় প্রিয় রাজীব ভাই।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদ উঠবে সবসময়৷ চিন্তা করবেন না!
আর আপনাকে নিয়ে রস করতে পারলাম না!



তা কেমন আছেন?

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

নজসু বলেছেন:


চাঁদের আলোকে আলোকিত হোক সবার মন প্রাণ।
আমি ভালো আছি আমার অতি প্রিয় বন্ধু।
কাজের একটু চাপ।
আশা করি আপনি ভালো আছেন।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

মনিরা সুলতানা বলেছেন: বাহ দারুণ এক চিত্রকল্প রূপ এঁকেছ কবিতায়!
তারাদের অভিসারী মন আর জোছনা বিলাস।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬

নজসু বলেছেন:



আমার প্রিয় শব্দ কারিগরের মুখে এমন উচ্ছসী প্রশংসা শুনে
মনটা আনন্দে বিগলিত হয়ে গেলো।
আপনার কবিতা, আপনার শব্দ আমার অনুপ্রেরণা।

ভালো থাকবেন প্রিয় বোন।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

হাবিব বলেছেন: হাজির.....

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১

নজসু বলেছেন:
আপনার জন্য গুগল থেকে এক কাপ কফি ডাউনলোড করলাম প্রিয়জনেসু।
এবার কফিতে চুমুক দিতে দিতে বলেন, আছেন কেমন?

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: চিত্ররূপময় কবিতা...
সাবলীল চলা.....

ভালো লেগেছে :)

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

নজসু বলেছেন:


আপনার ভালো লাগায় আমি অত্যন্ত খুশি হয়েছি।
ভালো লাগার এই পথচলাও অবিরত থাক প্রিয় ভ্রাতা।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬

স্রাঞ্জি সে বলেছেন:
অকবিতা থেকেই ধীরে ধীরে কবিতার জন্ম হবে। তা ভেঙে পড়লে হবেনা।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

নজসু বলেছেন:


ঠিক বলেছো বন্ধু।
তোমাদের প্রেরণা আমার পথ চলার পাথেয় হোক।
তোমার সাথে ইদানিং যোগাযোগ কম হচ্ছে।
আমি নিজেও কম এসেছি এই কয়দিন।
আশা করি ভালো আছো।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হু, আলহামদুলিল্লাহ আমি চমৎকার আছি।

কবিতা কিন্তু ভাল হয়েছে প্রিয়জন।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

নজসু বলেছেন:



আল্লাহপাক আমাদের সবাইকে সবসময় ভালো রাখুন এই দোয়া করি সবসময়।
কবিতা আপনার ভালো লাগায় আমি অত্যন্ত অনুপ্রাণিত হলাম প্রিয়জনেসু।
শুভকামনা সবসময়।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

আরোগ্য বলেছেন: অবশেষে নজসু ভাইয়ের পোস্ট পেলাম।
ছোট হলেও বেশ সুন্দর কবিতা। আসলে আমারও এখন কবিতা পোস্ট করতে লজ্জা হয়।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম প্রিয় ভাই।
আশা করি ভালো আছেন।
আমার মতো ক্ষুদ্র একজনের সবসময় খোঁজ খবর নেয়ায় আমি যারপর নাই খুশি হয়েছি।
আপনার এই ভালোবাসা আমাকে ভালোবাসার বন্ধনে ঋণী করেছে।
কয়েকদিন আপনাদের লেখাগুলো, আপনাদেরকে মিস করেছি।

কবিতা সুন্দর বলায় কৃতজ্ঞতা রইল প্রিয় ভাই।
আপনার কবিতা, আপনার লেখা আমাদের সবার প্রিয়। সবার পছন্দের।
কারও কথায় সত্যিকারের কবিতাগুলো পিছিয়ে রাখা উচিত নয়।
ভালো থাকবেন।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

কথার ফুলঝুরি! বলেছেন: আমার কবিতা পোস্ট করার দুঃসাহস আছে কিন্তু নিজেকে কবি বলে দাবী করার দুঃসাহস নেই :P আমার কিছু লেখাকে পাঠকরা কবিতা ভেবে ভুল করে সেখানে কিন্তু আমার দোষ নেই ;)

অকবিতা ভালোই লাগলো । কবিতা হলে মনে হয় আরও একটু বেশী ভালো লাগতো :D

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩

নজসু বলেছেন:



প্রিয় বোন, তোমার লেখার প্রত্যেকটা শব্দই আমার কাছে এক একটা কবিতা।
নিচে প্রিয় কবি, আহমেদ জী এস এর মন্তব্যটা পাঠ করে আমার অন্তরটা ভরে গেলো।
উনি বলেছেন- কবিতা লেখার জন্যে কবিতা লিখবেন না, লিখবেন নিজের মনের গহীন থেকে উঠে আসা একটা ভাবাবগের জন্যে।

অকবিতা ভালো লাগার জন্য কৃতজ্ঞতা রইল।
শুভ সকাল। প্রতিটি দিন ভালো কাটুক।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আজেকে ঠিকি চাদ উঠেছে!! :P

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১

নজসু বলেছেন:




চাঁদের আলোর স্নিগ্ধতায় ভরে যাক আমাদের সবার মন।
প্রিয় কবি আমার ভালো থাকবেন সবসময়।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

আরোগ্য বলেছেন: ওয়ালাইকুম সালাম প্রিয় নজসু ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবিনি ব্লগে এসে কয়েকজনের সাথে ভালোই সখ্যতা হবে। আর সেই সাথে একটা মিলও আছে বটে। কেন বললাম জানেন?
কয়েকদিন আপনাদের লেখাগুলো,
আপনাদেরকে মিস করেছি।

ঐ কয়দিন আমরা কয়েকজন ব্লগে ঠিকমত ছিলাম না। আমি, পদাতিক ভাই, রাকু ভাই, হাবিব স্যার উকিঁঝুকি মারতো দেখতাম। ব্লগ পুরো ঝিমানো ছিল আমার কাছে।
ইচ্ছা আছে নতুন পোস্টে পুরান ঢাকা সম্বন্ধে লিখবো। কি বলেন?

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৩

নজসু বলেছেন:



আমার হৃদয়ে মিশে থাকা প্রিয় ভাই।
আপনার ব্লগে গিয়ে আমি দেখে এলাম।
আমাদের একই অবস্থা। নতুন পোষ্ট নাই।
হৃদয়ের মিল না থাকলে এটা অসম্ভব।

আপনার নতুন পোষ্টের কথা শুনে অধীর আগ্রহে মন ভরে গেলো।
আশা করি দ্রুত পুরান ঢাকা সম্বন্ধে জানতে পারবো।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

জাহিদ অনিক বলেছেন:
ও চাঁদ কেন আমার ঘরে আসে না !
কবিতা ভালো লাগলো।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২১

নজসু বলেছেন:




আমার ভালো লাগা প্রিয় কবির আগমনে হৃদয় উদ্বেলিত হয়ে উঠলো।
হৃদয়ে সুপ্ত চাঁদ কখনও প্রকট হয়, কখনও বা আড়ালেই রয়ে যায়।
কবিতা ভালো লাগায় কৃতজ্ঞতা রইলো।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৩

নীল আকাশ বলেছেন: সুজন ভাই,
কিছু অকবিতাই সুখপাঠ্য হয়! হোক না সেটা অকবিতা!
কোথায় আছে সেই সংবিধান যেটা দিয়ে প্রভেদ করব আমি কোনটা কবিতা আর কোনটা অকবিতা।
পাঠকের কাছে যেটা ভালোলাগে সেটাই আসল...

এখনও চাঁদ উঠে নিস্তব্ধতার সঙ্গী হয়ে
তারাদের সাথে করে নির্ঘুম খুনসুটি আর সেই
জোৎস্নার আলোয় নিমগ্ন কবিরা
এঁকে ফেলে ছন্দের অমিলে
এক দুর্দান্ত অকবিতার পোট্রেইট!

ভালো থাকুন, সব সময়।
শুভ কামনা রইল!

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০

নজসু বলেছেন:




আপনার মন্তব্যগুলোও হৃদয়ে দবগ কাঠে ঠিক আপনার গল্প কবিতার মতো।
আমার এই ক্ষুদ্র প্রয়াসকে আপনি সুখপাঠ্য বলে আমােক ঋণী করলেন।
দোয়া করবেন যেন, আপনার/আপনাদের যোগ্য উত্তরসূরী হতে পারি।
সতত শুভকামনা আমার প্রিয় সব্যসাচী।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

আহমেদ জী এস বলেছেন: নজসু,




মন্দ হয়নি কবিতা। ব্লগের ছড়ার মতো অনেক কবিতা থেকে ভালো হয়েছে বলতেই হবে।
কবিতা লেখার জন্যে কবিতা লিখবেন না, লিখবেন নিজের মনের গহীন থেকে উঠে আসা একটা ভাবাবগের জন্যে।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯

নজসু বলেছেন:




কবিতা লেখার জন্যে কবিতা লিখবেন না, লিখবেন নিজের মনের গহীন থেকে উঠে আসা একটা ভাবাবগের জন্যে।

এই কথাটা আজীবন মনে রাখবো আমি।
এই চিরসত্যিটা হৃদয়ে লালন করে এগিয়ে যেতে পারবো আমি।

আমার এই নগন্য লেখাটা ভালো হয়েছে জেনে আমি অত্যন্ত খুশি হলাম।
ভালো থাকবেন।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি সুখ পাঠ্য হয়েছে। ভাল থাকবেন কবিবর।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

নজসু বলেছেন:




কবি বলে লজ্জায় ফেলবেন না প্রিয় মিতা। :)
কবিতা সুখপাঠ্য হয়েছে আমি তৃপ্ত হলাম।
আপনি সর্বদা ভালো থাকুন এই কামনা রইল।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নজসু ভাই,


রাতের আকাশে তারাদের সঙ্গে অভিসারকালে তাল লয় ছন্দ মিলিয়ে সুন্দর জ্যোৎস্নালোকে আন্দোলিত বা কল্লোলিত হোক কবির কাব্যিক হৃদয়ে। ভাবনায় মুগ্ধতা। ++

শুভকামনা ও ভালোবাসা প্রিয় নজসুভাইকে।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫

নজসু বলেছেন:




আমার অতি প্রিয় আপনার মন্তব্য আমার জন্য আর্শীবাদ।
আর কিছু বলবো? :)

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার সুন্দর মন্তব্য সবসময় ভালো লাগা তৈরি করে।
ভালো থাকবেন সবসময় প্রিয় রাজীব ভাই।

ভালো থাকার জন্য ভালোবাসার প্রয়োজন। কিন্তু আমাকে কেউ ভালোবাসে না।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

নজসু বলেছেন:



আপনি কি জানেন আমরা নতুনরা আপনাকে কত ভালোবাসি।
আমি নিজের থেকে অনুমান করতে পারি আপনি আমার কতখানি পছন্দের।
পুরাতন যারা আছেন তারা তো আপনাকে আরও ভালোবাসেন।

সুরভী ভাবী, পরী মামনি এরা তো আপনার ভালোবাসার আঁধার।

তবে এ আক্ষেপ কেন ভাই?

সবার ভালোবাসার পাত্র হয়ে থাকুন এই কামনা করি।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

রাকু হাসান বলেছেন:
দারুণ দারুণ .।আমার ভালো লাগছে । প্রথম লাইনই আমাকে আকৃষ্ট করেছে । আহমেদ জী এম স্যার মূল্যবান কথা বললেন । ভালো লাগছে পদাতিক ভাইয়ার মন্তব্যও ।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯

নজসু বলেছেন:




প্রিয় রাকু ভাই, কবিতার প্রথম লাইন আপনাকে আকৃষ্ট করেছে জেনে আমি সত্যি বিমোহিত।
আপনার এমন কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।
আপনি যে মন্তব্য দুটোর কথা বলেছেন সত্যি বলতে কি ঐ মন্তব্যদুটোতে আমিও অভিভূত।
তারা আমার অগ্রজ। তাদের আর্শীবাদ সবসময় কাম্য। আপনাদেরও সাথে চাই।

ভালো থাকবেন আমার প্রিয় ভাই।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল অনুভবের কথা ।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১১

নজসু বলেছেন:



আপনার ভালো লাগা আমাকে অনুপ্রাণিত করলো।
এভাবে আপনাদের সাথে পথ চলতে চাই প্রিয় ভাই।
সর্বদা, সতত আপনার মঙ্গল কামনা করি।

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

হাবিব বলেছেন:




তুমি যদি থাকো পাশে রাত চলে যায় ভোরে,
চাঁদের আলো ভাল্লাগেনা তুমি গেলে দূরে!
জ্যোৎস্না ভরা সারাটা রাত অল্প মনে হয়,
তুমি যদি পাশে থাকো আঁধারে নাই ভয়!

অকিবাতায় +++

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

নজসু বলেছেন:



আমার খুব খুব প্রিয়জনেসু
আপনার এই কাব্যিক মন্তব্যখানাতে আমার হাজার কোটি লাইক।
আপনার হৃদয়ে এভাবে জড়িয়ে থাকতে চাই আজীবন।
ভালো থাকবেন।

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: আগেই পড়ে গেছি । কবিতা খুবই ভালো লেগেছে ।
++

আমিও কবিতার গ্রামার জানি না । শুধু মনের ভাবনা শেয়ার করি । আপনার নোট সাথে একমত । কেউ কেউ অন্যকে ছোটো করতে ভালোবাসেন । তো কী আর করা যাবে!

শুভকামনা

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

নজসু বলেছেন:



কবিতায় আপনার লাইক দেখে তখনই বুঝেছি আপনি এসেছিলেন।
আমার বোনের কবিতাটি ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম।
নিয়ম মেনে কবিতা লেখা আমিও জানিনা। অগোছালো কিছু কথা বলার চেষ্টা করি।
আপনার শব্দ বুনন আমার অত্যন্ত প্রিয়।
ভালো থাকবেন।

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৯

বলেছেন: দারুণ অবিতায় -- মুগ্ধতা।

অনেক কবিতার চেয়ে অকবিতাটি দামী ও সুখকর।

এখনো চাঁদ ওঠে --- চিরন্তন সারবস্তুর নিরন্তর প্রবাহ।



ভালোলাগা প্রিয় অনুজ।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

নজসু বলেছেন:



আমার অতি প্রিয় লতিফ ভাই।
মনটা আমার অত্যন্ত চঞ্চল হয়ে আছে। কারণ আপনাদের সাথে যোগযোগ করতে পারিনি।
এখনও নিন্দার নরকের পর্বটা পাঠ করা হয়ে উঠলো না। সময় করে পড়তে হবে। তাড়াহুড়ো করে মজা নষ্ট করতে রাজি নই আমি।

কি করি বলেন?

আপনার মুগ্ধতা আমার হৃদয়কে আপ্লুত করলো।
আপনার মন্তব্য আমার লেখা্র সার্থকতা খুঁজে পেলো যেন।

ভালো থাকবেন।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১

ইসিয়াক বলেছেন: খুব ভালো লেগেছে।আমার নেট ও পিসিতে সমস্যা ছিলো ।আপনার কথাই আপনাকে ফিরিয়ে দিলাম হা হা হা

কি করবো প্রিয়জনেসু ব্যস্ততা ক্রমশঃ বেড়েই চলছিলো।
নেটও সমস্যা করলো কয়েকদিন।
এই তো এখন আবার উঠতে হচ্ছে।
ব্লগে আসিনি বলে আপনার কথা, আপনাদের কথা এক মুহুর্তের জন্যও ভুলে যাইনি।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

নজসু বলেছেন:



প্রিয় ইসিয়াক ভাই।
আশা করি ভালো আছেন। অন্য সবার মাঝে আপনার কথাও মনে হয়েছে আমার।
দুজনের সমস্যা একই দেখছি। :)

কাল পরশু মনে হয় আপনার লেখা ব্লগে দেখলাম ।
ঐ যে ব্যস্ততার কারণে পাঠ করা হয়নি। এখন ধীরে ধীরে আপনাদের লেখা পাঠ করবো।
ভালো থাকবেন।

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চাঁদ তারা পাখি ফুল জানে তুমি কার
নীল সাগরের ঢেউ জানে তুমি তার।

অকবিতা নয় কবিতাই হয়েছে ।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

নজসু বলেছেন:



প্রিয় ভাই।
আপনার লাইন দুটো

চাঁদ তারা পাখি ফুল জানে তুমি কার
নীল সাগরের ঢেউ জানে তুমি তার।


সবকিছু ছাপিয়ে গেলো যেন।
ভালো আছেন আশা করি। এই কয়টা দিন আপনাদেরকে খুব মিস করেছি। মিস করেছি আপনাদের লেখাগুলোও।

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

তারেক ফাহিম বলেছেন: প্রিয় সুজন ভাই,
অনেক দিন পর দেখলাম। ব্লগে আপনাকে মিস করছি।

কবিতাতো বরাবরই কম বুঝি।
শেষে প্রিয় ভাইও কবিদের লাইনে দাঁড়ালো।
চিত্ররুপময় কবিতা অসাধারণ হয়েছে।
এটিকে আপনি অকবিতা বলবেন B-)

কবিতার পাশাপাশি আমাদের জন্য মাঝের মধ্যে কিছু গল্প-প্রবন্ধও নিয়ে আসবেন আশা করি।

আপনার জন্য শুভকামনা।

০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

নজসু বলেছেন:




আমার প্রিয় ফাহিম ভাই।
ভালোবাসার প্রতিদান বোধহয় ভালোবাসাই হয়। শত ব্যস্ততার মাঝেও আমি কেন জানি আপনার প্রোফাইলে একবার হলেও ঘুরে এসেছি।
এ কেমন যেন অদৃশ্য এক টান। তাইতো আমার কথা আপনার মনেও এসেছে।

ভাই, কবিতা আমিও কম বুঝি। কবিদের লাইনে দাঁড়ানোর সাহস আমার নাই। ভয় লাগে। :-B

লেখা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

আমি কিন্তু আপনার নতুন গল্পের প্রতীক্ষায় আছি। ধারাবাহিক কিংবা গল্প যাই হোক না কেন নিরাশ করবেন না আশা করি।
আমি চেষ্টা করবো গল্প দেয়ার।

শুভকামনা আপনার জন্যও।
ভালো থাকবেন প্রিয় ভাই।


২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

অব্যক্ত কাব্য বলেছেন: ব ভয়কে তুচ্ছ করে লিখতে থাকুন কবিতা। কবিতায় ভালো লাগা জানবেন

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

নজসু বলেছেন:



প্রেরণা পেলাম আপনার মন্তব্যে।
কবিতা ভালো লাগায় অত্যন্ত খুশি ও কৃতজ্ঞতা জানবেন।
আপনার প্রতিটি সময় ভালো কাটুক এই কামনা রইল।

২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


এই বিশ্বের সবকিছুই মানব মনের উপর সৌন্দয্যের প্রলেপ বুলিয়ে দেয়

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

নজসু বলেছেন:


একদম ঠিক বলেছেন।
এই বিশ্বের সবকিছুই মানব মনের উপর সৌন্দয্যের প্রলেপ বুলিয়ে দেয়
পুরোপুরি সহমত আপনার সাথে।

আপনি সর্বদা ভালো ও সুন্দর থাকুন।

২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

কাওসার চৌধুরী বলেছেন:


প্রিয় সুজন ভাই। আপনার কবিতায় প্রাণ আছে; আছে জীবন, প্রেম ও উপলব্ধি। +++

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

নজসু বলেছেন:



আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্য পেয়ে আমার মনটা সত্যি আনন্দে আন্দোলিত হলো।
ভালো থাকবেন প্রিয় ভাই।

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

সনেট কবি বলেছেন: মনমুগ্ধকর কবিতা।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।
প্রিয় এবং শ্রদ্ধেয়।
আপনার সুন্দর মন্তব্য আমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।
দোআ করবেন আমার জন্য।
আমিও দোআ করি আপনার জন্য।

৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৪

রাফা বলেছেন: ভালো হয়েছে কবিতা লেখার চেষ্টা ।

ধন্যবাদ,সু..

০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

নজসু বলেছেন:




আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো প্রিয় রাফা ভাই।
শুভকামনা রাখবেন আমার জন্য।
সর্বদা ভালো থাকবেন।


৩১| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

আরোগ্য বলেছেন: আসসালামু আলাইকুম নজসু ভাই। নতুন পোস্ট দিয়েছি। বাহারি পুরান ঢাকায় এসে ঘুরে যান। আমন্ত্রণ রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

নজসু বলেছেন:



ওয়ালাইকুম আস সালাম আমার প্রিয় ভাই।
আপনার পোষ্ট মানে আমার কাছে আলাদা কিছু প্রাপ্তি।
কয়েকদিন হলো ঠিকমতো ব্লগে থাকতে পারছিনা বলে আপনাদের সাথে যোগাযোগ কম হচ্ছে।
ইনশায়াল্লাহ ফেব্রুয়ারি থেকে নিয়মিত হবো।

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: কবিতায় মুগ্ধ কবি লেখক। ++++++
অনেকদিন পর ফিরে আসলাম ভাই। কেমন আছেন ভাই?

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭

নজসু বলেছেন:



প্রিয় হাসিব ভাই।
আলহামদুলিল্লাহ ভালো আছি।
আশা করি আপনিও ভালো আছেন।
আপনাকে দেখে সত্যি খুব খুশি হলাম। বেশ কয়েকদিন হলো আপনাকে না দেখে
আমিও চিন্তিত ছিলাম।

আশা করি এখন থেকে নিয়মিত পাবো আপনাকে।



৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



তবুও নিঃসঙ্গতা কাটে না

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১২

নজসু বলেছেন:



একাকীত্ব সঙ্গী যাদের,
নিঃসঙ্গতাই তাদের একান্ত আপন।

ভালো থাকবেন প্রিয় অপু ভাই।

৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার সাবলীল উপস্থাপন হোক অবলীলায় !
কবিতায় ভালো লাগা। শুভকামনা। ভালো থাকবেন।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৪

নজসু বলেছেন:




প্রিয় সৌরভ ভাই।
আপনার মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগালো।
কবিতা ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম।
আপনিও সর্বদা ভালো থাকুন।

৩৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭

জুন বলেছেন: এমন কবিতা পোষ্ট করা নিয়ে ভাবাভাবির দরকার আছে বলে মনে করি না নজসু ।
অনেক ভালোলেগেছে প্রানবন্ত কাব্যিক কবিতাটি ।
+

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

নজসু বলেছেন:



প্রিয় আপা,
আপনার ভালো লেগেছে বলে আমারও ভালো লাগছে।
আপনার মন্তব্যে আমার এগিয়ে যাওয়ার পথ সুগম হোক।
ভালো থাকবেন।

৩৬| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।

২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

নজসু বলেছেন:




আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।
ভালো থাকবেন সবসময়।

৩৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৬

স্রাঞ্জি সে বলেছেন: কিরে দোস্ত খবর কেমন??? ভাল আছেন তো???? আজকাল তুমিও দেখি ব্লগে নিরামিষ হয়ে গেছ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

নজসু বলেছেন:



বন্ধু, সত্যি সময়ের কাছে আমরা সবাই অসহায়।
ভালো আছি। ফেব্রুয়ারি থেকে নিয়মিত হবো।
তুমিও ভালো থাকো এই কামনা করছি।

৩৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫

আরোগ্য বলেছেন: লেখক বলেছেন:
সত্যি সময়ের কাছে আমরা
সবাই অসহায়।
ফেব্রুয়ারি থেকে নিয়মিত
হবো।

ফেব্রুয়ারি থেকে আর ফাকিবাজি করবেন না।
আল্লাহ ভালো রাখুক।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।
আপনাদের ভালোবাসার টানে ফেব্রুয়ারির ১ তারিখেই ব্লগে এসে উপস্থিত হলাম প্রিয় ভাই।

৩৯| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৯

রূপম রিজওয়ান বলেছেন: সালাম জানবেন।
আপনি তো পুরোদস্তুর ঝানু লিখিয়ে। সামুতে আসার পর থেকে প্রায়ই নামটা চোখে পড়েছে। কিন্তু বেশ অনেকদিন ধরে পোস্ট দিচ্ছেন না যে?

০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪০

নজসু বলেছেন:


ওয়ালাইকুম আস সালাম।
লজ্জা দিচ্ছেন আমাকে। আগে সবসময় পোষ্ট, মন্তব্য প্রতিমন্তব্য নিয়ে সারাদিন ব্যস্ত থাকতাম। এখন কিছুটা ব্যস্ত থাকায় পোষ্ট দিতে পারছিনা। কাজের চাপ কমে গেলে আবার নিয়মিত হবো আশা করি।
আপনাকে অনেক ধ্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

৪০| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৮

আরোগ্য বলেছেন: প্রিয় নজসু ভাই,
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। অনেক দিন ধরে আপনার কোন লেখা নাই। তাই তাগিদ দিতে এলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.