নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন হাঁস হবো..।

নজসু

নজসু › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগার বন্ধুরা, আসুন না একটি নিষ্পাপ ফুল ঝরে যাওয়া থেকে রোধ করি

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮


নিষ্পাপ ফুলের এই কুঁড়িটি সবেমাত্র ফুটতে শুরু করেছে। অথচ খুবই কষ্টের কথা যে, ফুলটি ফুটে ওঠার আগেই ঝরে যাবার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় ব্লগার বন্ধুরা আপনারা ইতিমধ্যে ফারহাতুল মাহমুদ হাসান এর নামটির সাথে পরিচিত হয়েছেন। বয়স মাত্র ১১ বছর। পড়াশুনা করছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায়। দ্বিতীয় শ্রেণিতে পড়া ফারহাতুল মাহমুদ হাসান প্রায় দুই বছর হলো হেপাটাইসিস-সি ভাইরাস ও ব্লাড কান্সার ই-বিটা থ্যালাসিমিয়া (মেজর) রোগে আক্রান্ত হয়ে বেঁচে থাকার এক দূরন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ এক জটিল রোগ। ভয়াবহ এই রোগগুলোর একটিকে একটু দুর্বল করতে না করতেই আরেকটি রোগ আবার সবল হয়ে শরীরে ফিরে আসছে। যুদ্ধ করতে করতে এই ফুলটি এখন ক্লান্ত।

হাসানের বাবা মো. সাদেকুল ইসলাম পেশায় একজন ইলেক্টনিক্স পণ্য ব্যবসায়ী। প্রিয় পুত্রকে পৃথিবীর আলো বাতাসে রাখতে শেষ সম্বল রংপুরের জমিটুকু বিক্রি করেছেন। বিভিন্ন ব্যাংক-সংস্থা, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সহযোগিতায় ছেলের চিকিৎসা খরচ চালিয়ে এসেছেন। কিন্তু সামনে যে আরও দূর্গম পথ। যেতে হবে আরও কণ্টকিত পথ। চিকিৎসক জানিয়েছেন, হাসানের বোন-ম্যারো ট্রান্সপ্লান্টেশন অস্থি মজ্জা প্রতিস্থাপন করতে হবে। অত্যন্ত ব্যয়বহুল এটি। হাসানের বাবা ভারতের সিএমসি হাসপাতালে যোগাযোগ করেছিলেন। সেখানকার হেমাটোলজি বা রক্তরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. অশোক সুভাস্ত জানিয়েছেন বোন-ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকা প্রয়োজন হবে। হাসানকে প্রতি মাসে ৮ ব্যাগ রক্ত দিতে হয়। এ ছাড়া ওষুধসহ অন্যান্য খাতে তার চিকিৎসার জন্য প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ১২ হাজার টাকা। ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ব্যবসাও প্রায় বন্ধ হয়েছে পিতা সাদেকুলের। তিনি জানিয়েছেন, ছেলের জন্য বিভিন্ন জায়গা থেকে সহায়তার যে টাকা পেয়েছেন, তাতে করে তাদের কাছে ২০ লাখ টাকার মতো জমা আছে। এই মুহূর্তে যদি ২০ লাখ টাকা সহায়তা পাওয়া যায়, হয়তো ছেলের মুখে হাসি ফিরিয়ে আনতে পারবেন। তাই ছেলের জীবন বাঁচাতে বাবা সাদেকুল এবং দুঃখিনী মা শিউলি আকতার দেশের জনগণের কাছে হাত পেতেছেন।


ছবিঃ প্রআ
প্রিয় ব্লগার বন্ধুরা, ফারহাতুল মাহমুদ হাসানের হাসি মুখটা দেখুন তো। আমরা কি পারিনা এই হাসিটা অমলিন রাখতে। কোন শোকের ছায়া যেন এই মা বাবাকে স্পর্শ না করে। আসুন না, আমাদের যাদের সামর্থ্য আছে তারা এই হাসিটা বেঁচে রাখি। বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়।

হাসানকে সহায়তা করতে চাইলে আপনার আর্থিক সাহায্য পাঠাতে পারেন নিচের ঠিকানাগুলোতে।

মো. সাদেকুল ইসলাম,সঞ্চয়ী হিসাব নং ১২৬৩২০১০০০০০৮৩৮৮ ইউসিবি ব্যাংক, বনশ্রী শাখা।
মো. সাদেকুল ইসলাম, হিসাব নং ১২৫১১, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা।
মো. সাদেকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং ১৯২২১০৭০০১০৪৪০, প্রাইম ব্যাংক, বনশ্রী শাখা।
মো. সাদেকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং ১৭৮ ১৫১ ১১০৬০৫ ডাচ্‌-বাংলা ব্যাংক, রামপুরা শাখা।
বিকাশ করতে পারেন ০১৮৬৪২৯১৩২৭, ০১৮৬৪২৯১৩২৮ ও ০১৯৭৯৬৪৪৮৮৮ নম্বরে।

হাসানের বাবা মোঃ সাদেকুল ইসলামের ফোন নম্বর -০১৮৬৪২৯১৩২৭

সুন্দরের জয় হোক। মানবতা-ভালোবাসার জয় হোক। পৃথিবীর আলো বাতাসে লালিত হোক সকল ফুটফুটে শিশু।

তথ্য এবং ছবি সংগ্রহঃ বাংলাদেশের দৈনিক পত্রিকা, অনলাইন মাধ্যম এবং টিভি চ্যানেল।

মন্তব্য ৭২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যি খুবই কষ্টের খবরটি, এরচেয়ে বড় কোন কষ্ট হয়না বাবা-মা'র কাছে। আল্লাহ তাদের সহায় থাকুক সবসময়।

ধন্যবাদ আপনাকে এভাবে সহযোগিতার পথ তৈরি করে দেয়ায়।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৭

নজসু বলেছেন:


খবরটা পাঠ করে সত্যি খুব খারাপ লেগেছে।
ফুটফুটে মুখের এমন একটি শিশু অকালে চলে যাবে এটা যে কোন মা বাবার পক্ষে মেনে অসম্ভব।
ধন্যবাদ আপনাকেও প্রিয় ভাই।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় নজসু

খুব ভাল করেছেন পোস্টটি শেয়ার করে।

ইনশাআল্লাহ...

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০

নজসু বলেছেন:



প্রিয় ভাই।
মা বাবার সাথে হাসানের হাসি মুখের ছবিটি আনন্দের।
কিন্তু এর পেছনের গল্পটা বেদনার।
সবাই এগিয়ে আসলে হয়তো এই হাসিটা ধরে রাখা যাবে।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুবই ভালো একটা কাজ করেছেন । পোস্টটি স্টিকি করার জন্য দাবী থাকল।মানবতার জয় হোক।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৮

নজসু বলেছেন:



আপনার মন্তব্য আমাকে খুবই অনুপ্রাণিত আর খুশি করলো প্রিয় ভাই।
মানবতার সাথে ভালোবাসারও জয় হোক।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৭

দেবদাস বাবু বলেছেন: ব্লগের পক্ষ থেকে সবাই মিলে কিছু করার দরকার, এই সুন্দর পৃথিবীতে সবার বেচে থাকার অধিকার আছে।
ধন্যবাদ পোষ্টটি দেওয়ার জন্য।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪২

নজসু বলেছেন:



ভালো লাগলো আপনার এই মতামত।
বিন্দু বিন্দু করেই আমার সিন্ধু সৃষ্টি করতে পারি।
ব্লগের পক্ষ থেকে সবাই মিলে একটু একটু করে এগিয়ে এলে হাসানের মুখের হাসিটা
ওর মা বাবাকে উপহার দিতে পারি আমরা।

সুন্দর পৃথিবীতে সবার বেঁচে থাকার অধিকার আছে।
এই কথাটা হৃদয় দিয়ে উপলব্ধি করলে কিছু একটা করতে পারবো আমরা।

অনেক ধন্যবাদ।


৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পোস্টের জন্য ধন্যবাদ।

বেঁচে থাকুক পুত্র পিতার কোলে আর মায়ের বুকে আলো করে।

সবাই এগিয়ে আসি সাহায্যের জন্য।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬

নজসু বলেছেন:


প্রিয় মাইদুল ভাই।
বেশ কয়েকদিন কাজের চাপের জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে না পেরে
খারাপই লাগছিলো।
এই শিশুটার মতো আরও অনেক শিশু হয়তো ঝরে যাবার অপেক্ষায় রয়েছে।
কিন্তু মা বাবার সাথে হাসি মুখের এই ছবিটা দেখে কোত্থেকে যেন হালকা ব্যথা এসে বুকে বাসা বাঁধলো।

আপনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই- বেঁচে থাকুক পুত্র পিতার কোলে আর মায়ের বুকে আলো করে।

ভালোবাসা জানবেন।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩

মনিরা সুলতানা বলেছেন: মানবিক পোস্ট !
ধন্যবাদ শেয়ারের জন্য ।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১

নজসু বলেছেন:



আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বোন।
ভালো থাকবেন সর্বদা।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




চেষ্টা করব ।

দেখি কিছু করা যায় কিনা ।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯

নজসু বলেছেন:



আশার আলো ফুটবে।
আলোয় আলোকিত হবে হাসানের হাসি মুখ।

ভালো থাকবেন প্রিয় অপু ভাই।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯

হাবিব বলেছেন:




প্রিয় সুজন ভাই,
আপনার এমন মানবিক পোস্ট আমার কাছে
আপনার মর্যাদা কয়েকগুণ বেড়ে গেল.......
আমরা সবাই এগিয়ে এলে সত্যিই সম্ভব.......

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩

নজসু বলেছেন:



আমার প্রিয় সুহৃদ।
আপনার মতো প্রিয় বন্ধুর এমন মন্তব্য কৃতজ্ঞতা আরও বাড়িয়ে যেন।
আমরা হাতে হাত রেখে এগিয়ে যেতে চাই।
হৃদয়ে হৃদয় গেঁথে ভালোবাসার বন্ধন সুদৃঢ় করতে চাই।

আসুন আমরা সবাই এক হয়ে একটি নিষ্পাপ মুখের হাসি ধরে রাখি।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

আরোগ্য বলেছেন: অনেক ধন্যবাদ নজসু ভাই শেয়ার করার জন্য। আশা করি কতৃপক্ষ এই পোস্টটা প্রথম পাতায় স্টিকি করে দিবে।

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

নজসু বলেছেন:



আমার প্রিয় ভাই আপনাকেও অনেক ধন্যবাদ।
আমরা সবাই একটু চেষ্টা করলে ঐ অসহায় পিতার অনেক সহায়তা হবে।
ভালো থাকবেন।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

আরোগ্য বলেছেন: ইনশাআল্লাহ নজসু ভাই। পরের বিপদে এগিয়ে গেলে আল্লাহ পাক আমাদের বিপদ দুর করবেন।

১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

নজসু বলেছেন:



আমরা সকলেই যেন এই বিষয়টা উপলব্ধি করতে পারি।
আপনার পুনরায় আগমনে আমি অত্যন্ত খুশি হলাম।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

ইসিয়াক বলেছেন: মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য।।
আল্লাহ বাচ্চার মঙ্গল করুক আল্লাহ তাদের সহায় থাকুক ।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

নজসু বলেছেন:




একেবারে সত্যি কথা বলেছেন প্রিয় ইসিয়াক ভাই।
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য।।

আসুন আমরা সবাই মিলে মানবতার গান গাই।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: মহান আল্লাহপাক বাচ্চাটির সুস্থ করে তুলুন এবং আর্থিক সংস্থানও যেন একই ভাবে হয়ে যায় - কামনা করি।
এমন খবরে আর কিছু বলতে পারছি না।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

নজসু বলেছেন:




আমার হৃদয়ের সাথে মিশে যাওয়া প্রিয় ভাই।
আল্লাহ যেন আপনার প্রার্থণা কবুল করেন।
আমিন।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: পোস্টটি স্টিকি করার প্রার্থনা করছি। যদি কোন সুহৃদ ব্যক্তি এগিয়ে আসেন.....

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪

নজসু বলেছেন:




ধন্যবাদ আমার প্রিয় ভাই।
স্টিকিতে না এলেও পোষ্টটা আলোচিত ব্লগে এসেছে।
আশা করি অনেকের নজরে আসবে পোষ্টটি।
ভালো থাকবেন।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩

নাইম রাজ বলেছেন: মহান আল্লাহপাক বাচ্চাটির সুস্থ করে তুলুন এই প্রাথণা থাকল আপনার জন্যও শুভকামনা রইল।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

নজসু বলেছেন:




আমাদের সবার প্রার্থণা যেন আল্লাহপাক কবুল করেন।
আপনিও ভালো থাকবেন ভাই।


১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

শিখা রহমান বলেছেন: নজসু ধন্যবাদ পোষ্টটা শেয়ারের জন্য। বাচ্চাটির সুস্থতা কামনা করছি।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯

নজসু বলেছেন:




বাচ্চাটি সুস্থ হোক এটাই আমাদের প্রত্যাশা।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।
ভালো থাকবেন।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: সবার এগিয়ে আসা উচিত।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯

নজসু বলেছেন:



ঠিক বলেছেন প্রিয় রাজীব ভাই।
আমাদের সবার এগিয়ে আসা উচিত।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

মাহিরাহি বলেছেন: আল্লাহ শিশুটিকে সূস্থ্যতা দান করুন।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০০

নজসু বলেছেন:



আমিন।
ভালো থাকবেন সর্বদা।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১

নজসু বলেছেন:



আপনাকেও ধন্যবাদ জানাই ভাই।
ভালো থাকবেন।

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

নীলপরি বলেছেন: মানবিক পোষ্ট ।

শুভকামনা

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

নজসু বলেছেন:



মন্তব্য প্রদানের জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন।

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০

কালীদাস বলেছেন: পোস্টের জন্য থ্যাংকস।

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭

নজসু বলেছেন:




আপনাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা আপনার জন্য।

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩০

তারেক ফাহিম বলেছেন: মানবতার জয় হোক।


মানবতা আর ভালোবাসা দেখে আপনার প্রতি আমার ভালোবাসার আরও বেড়ে গেল।

সবাই এগিয়ে আসলে কিছু করা সম্ভব।

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০

নজসু বলেছেন:



প্রিয় ভাই আমার।
আপনি তো নিজেই দিনকে দিন আমাকে ভালোবাসার ঋণে ঋণী করে চলেছেন ভাই।
সবার চেষ্টায় এই হাসিটাকে ধরে রাখা সম্ভব ।

ভালো থাকবেন।

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের শিশুদের জন্য সরকার কোন ব্যবস্হা নিচ্ছে?

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৫

নজসু বলেছেন:




আমাদের দেশে চোখের আড়ালে আরও কত শিশু যে ধীরে ধীরে মৃত্যুবরণ করছে তা কে জানে?
সরকারী কোন ব্যবস্থা থাকলে অসহায় মা বাবাদের এভাবে চোখের জলে ভাসাতে হতো না হয়তো।

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:


আমাদের অনেক রাজনীতিবিদের মৃত্যু হবে বিদেশে।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২

নজসু বলেছেন:




শুভ সকাল প্রিয় শ্রদ্ধেয়।
আপনার মতের সাথে কখনও দ্বিমত করিনা আমি।
আপনি যা বলেন ভেবে চিন্তেই বলেন।

আমাদের রাজনীতিবিদরা অসুস্থ হলেই বিদেশে যান চিকিৎসা নিতে।
সুস্থ হলে ফিরে আসেন, নয়তো সেখানেই মৃত্যুবরণ করেন।

অথচ অসহায়রা দেশের ভিতরে ধুঁকে ধুঁকে মরছে।

ভালো থাকবেন আপনি।
সবসময়, সর্বদা।

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

নতুন নকিব বলেছেন:



আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে, ফুটফুটে বাচ্চাটির করুন বিষয়টি এখানে তুলে ধরায়। কিন্তু এই ধরনের মানবিক আবেদনে ব্লগে খুব একটা সারা পাওয়া যায়, এমনটা কম দেখেছি। তবে সুন্দর এই পোস্টটি যদি সম্মানিত মডারেটর মানবিক দিক বিবেচনায় সদয় হয়ে স্টিকি করে দিতেন, তাহলে কিছুটা হলেও আশার আলো দেখা যেতে পারতো।

যাই হোক, মহান আল্লাহ পাকের দরবারে বিনীত ফরিয়াদ, এই অবুঝ ছোট্ট শিশুর চিকিৎসার যাবতীয় ব্যবস্থা সহজভাবে করার পথ বের করে দেন পাগলপ্রায় মা বাবাসহ অভিভাবকদের। নিষ্পাপ শিশুটিকে তিনি দয়া করে সুস্থতা দান করে তাপিত প্রানে প্রশান্তিদান করুন তাদের।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯

নজসু বলেছেন:



ওয়ালাইকুম আস সালাম আমার ভাই।
আপনার অভিজ্ঞতার আলোকে হয়তো ঠিকই বলেছেন। ব্লগে অনেক ব্লগার বন্ধু আছেন যারা হয়তো একটু হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
এই আশা করেই পোষ্টটা দিয়েছিলাম।

এখন আল্লাহ পাকের দরবারে প্রার্থণা করা ছাড়া আমাদের পক্ষে হয়তো আর কিছু করার নাই।

ভালো থাকবেন ভাই।

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

আরোগ্য বলেছেন: নজসুভাই আমার সাময়িক পোস্টে হয়তো নিচের লেখাটির কারণে মন্তব্য করেন নি কিন্তু লাইক দেয়ার মানে তো বুঝলাম না।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৪

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।
বিগত কয়েকদিন খুবই ব্যস্ত সময় পার করেছি।
ব্লগ খোলা থাকলেও সময় দিতে পারিনি।
তাই কিছু কিছু পোষ্ট হালকাভাবে পাঠ করে লাইক প্রদান করেছি।
কমেন্ট করার মতো পর্যাপ্ত সময় ছিলো না ভাই।
ভেবেছিলাম সময় করে এসে ভালোভাবে পাঠ করে কমেন্ট করবো।

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮

আরোগ্য বলেছেন: ওয়ালাইকুম সালাম নজসু ভাই। সালামের উত্তর দিতে এলাম।
বিকৃত মস্তিষ্কে ঐ পোস্টে কিছু প্রশ্ন করেছিলাম যেগুলোর উত্তর আমার কাছেই আছে তাই সাময়িক পোস্ট দিয়েছিলাম।
মাঝে মাঝে হৃদয়ের আকাশে মেঘ জমে তাই ব্লগে বজ্রপাত করেছিলাম। হা হা হা।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭

নজসু বলেছেন:




জীবনটা যে আকাশ প্রিয় ভাই।
মেঘ জমবে, বৃষ্টি হবে, ঝড় বইবে।
তবুও তো আমাদের মনোবল ঠিক রাখতে হবে।

২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

প্রামানিক বলেছেন: সহযোগীতায় সবার এগিয়ে আসা উচিৎ। ধন্যবাদ এমন একটি মানবিক পোষ্টের জন্য।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭

নজসু বলেছেন:



আপনাকেও অনেক ধন্যবাদ আমার প্রিয় ছড়াকার।
ভালো থাকবেন।

২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: সাহায্যের মাধ্যমে সুস্থ হয়ে উঠুক ফুলটি।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

নজসু বলেছেন:




অনেক অনেক ধন্যবাদ প্রিয় মেহেদী হাসান হাসিব ভাই।
ভালো থাকবেন।

২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অবশ্যই ভালো পোস্ট।
সবাই এগিয়ে আসবেন আশা করছি।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

নজসু বলেছেন:



আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো ভাই।
আপনার সাথে একমত আমি।
সবার এগিয়ে আসা উচিত।

আপনার জন্য আমার অনেক অনেক শুভকামনা।

৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

মৃত্যু হবে একদিন বলেছেন: ফী আমানিল্লাহ ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।
আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম।
সর্বদা ভালো থাকুন এই দুআ রইল।

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪

বলেছেন: জয় হোক মানবতার, মানবিকতার --

ইনশাআল্লাহ যদি কিছু করতে পারি।


আল্লাহ তোমাকে এর জন্য উওম পুরস্কার দান করুন।


ধন্যবাদ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩২

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম
আমার প্রিয় লতিফ ভাই।

আপনার মহৎ ইচ্ছার জন্য মহান আল্লাহ আপনাকেও উপযুক্ত পুরস্কার দান করুন।
আমিন।

৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

জুন বলেছেন: খুবই দুখজনক একটি খবর নজসু। আপনাকে ধন্যবাদ এটি শেয়ার করার জন্য।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৩

নজসু বলেছেন:



সত্যি আপা, নিষ্পাপ শিশুটি অকালে ঝরে যাবে ভাবতেই কষ্ট হয়।
পৃথিবীতে কত কিছু আছে, তবুও আমরা কোথাও কোথাও অসহায়।

৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

হাবিব বলেছেন: প্রিয় সুজন ভাই, সুস্থ হয়েছেন কি?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

নজসু বলেছেন:



প্রিয় ভাই আমার।
আল্লাহর রহমত আর আপনাদের দুআর বরকতে সুস্থ আছি।
ভালো থাকবেন।

৩৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩

ওমেরা বলেছেন: আমি চেষ্টা করব সাহায্য করব ও দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুন ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

নজসু বলেছেন:




অনেক ধন্যবাদ বোন।
মহান আল্লাহ আমাদের সবার দুআ কবুল করুন।
আমিন।

৩৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫

আখেনাটেন বলেছেন: অনেক আগের পোস্ট দেখছি। এখন কি অবস্থা!

সুস্থ হয়ে উঠুক শিশুটি। পাশে থাকছি।

৩৬| ১০ ই মে, ২০১৯ দুপুর ১:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: সম্ভব হলে বর্তমানে হাসানের কি অবস্থা জানালে খুশী হব ।
তাদের সকলের প্রতি শুভেচ্ছা রইল ।

৩৭| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪৩

খায়রুল আহসান বলেছেন: মানবিক আবেদন- আশাকরি সবাই যার যার সাধ্যমত সাড়া দিবেন। আপনার এ সহমর্মিতার জন্য সাধুবাদ।
জনাব সাদেকুল ইসলাম কে কয়েকবার ফোন করেও যোগাযোগ করতে পারলাম না। বাচ্চাটার ব্যাপারে হালনাগাদ কোন আপডেট দিতে পারবেন?
আপনার এর পরের পোস্টটাতেও মন্তব্য করেছিলাম। আশাকরি দেখেছেন।

৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

ইসিয়াক বলেছেন: বাচ্চাটি এখন কেমন আছে নজসু ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.