নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুজায়েত শামীম

শামীম সুজায়েত

ছাত্রজীবনে সাংবাদিকতার হাতেখড়ি।শুরু করা শখের বসে। একসময় তা নেশা থেকে পেশা।ব্যবস্থাপনায় অনার্স-মাস্টার্স শেষ করে পছন্দের এ পেশায় কেটে গেলো অনেকটা সময়। অভিজ্ঞতার ঝুলিতে জমা পড়েছে পেশাগত জীবনে চলার পথে পাওয়া নানা অসঙ্গতির চিত্র।এখন লেখালেখি করি নিজের আনন্দে, ক্লান্তিহীন ভাবে যা ভালো লাগে।আমার জন্ম ১৯৭৭ সালের ২রা ফেব্রুয়ারি যশোর উপশহর আবাসিক এলাকায়। আমার শৈশব ও কলেজ জীবন কেটেছে এখানেই।জীবন জীবিকার তাগিদে এখন গঙ্গাবুড়ির আলোঝলমল শহরে্ কাটছে সারাবেলা। যোগাযোগ:ই মেইল : [email protected]হটলাইন : +ফেসবুক : https://www.facebook.com/sumon.sujayet জন্মদিন : 02.02.1977

শামীম সুজায়েত › বিস্তারিত পোস্টঃ

মিনতি লতা (পর্ব - ০৯)

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯





পর্ব - ০৮, আপলোড ০২/১০/২০১৩

-------------------------------------------------------------------

পর্ব-০৯

- মানুষ যখন বিপদগ্রস্থ হয়, চিন্তিত থাকে, তখন স্বাভাবিক বোধ শক্তি কিছুটা হলেও হ্রাস পায়। চেতনার জায়গাটি দখল করে নেয় এক ধরণের অসহায়ত্ব। মানুষ তখন সত্য-মিথ্যা যাচাইয়ের আগ্রহ হারিয়ে ফেলে এবং সহজে যাকে তাকে বিশ্বাস করার প্রবণতা জাগ্রত হয়।



রুনা দি, আমি দু:খিত যে আপনার এই কথার সাথে ঠিক পুরোপুরি একমত হতে পারলাম না। আমি বিপদগ্রস্থ নই, তবে চিন্তাগ্রস্থ । ঘটনার আকস্মিকতায় হয়তো স্বাভাবিক বোধ শক্তি বাধাপ্রাপ্ত হয়েছে, কিন্তু যাকে তাকে বিশ্বাস করার মত কোন প্রবণতা জাগ্রত হয়েছে বলে মনে করি না।



এবার রুনা দি বললেন, তা না হলে কেনো তুমি ওদেরকে শুধু শুধু বিশ্বাস করতে গেলে?



বিশ্বাস করেছি, কারণ এত দিনেও লতার অন্তর্ধান নিয়ে আমি কারোর কোন রেসপন্স পাইনি।পুলিশের কাছ থেকে কেবল আশ্বাসের বাণী শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। কখনও আবার তাদের টিটকেরি সহ্য করতে হয়েছে নিরবে।



-বুঝলাম, কিন্তু তোমার উচিৎ ছিল আরও দু'পাঁচ জনের সাথে আলাপ করে নেয়া।



কোনটা উচিৎ, কোনটা অনুচিৎ, তা নিয়ে ভাবনার সময় ছিল না। ওদের কথা বলার ধরণ শুনে আমার মনে হয়েছিল, হাসপাতাল থেকেই ফোন এসেছে।



-কিন্তু প্রথম থেকেই তুমি আমার সাথে সবকিছু নিয়ে খোলাখুলি আলাপ করে আসছো, তাই না?



হু, করছি।



-এটা কেনো বললেনা?



আমি চুপ করে থাকি। দোষটা তো আমার। বোকার মত কাজ করেছি। রুনা দিদির সাথে আলোচনা করলে হয়তো তিনি ধরতে পারতেন।



তিনি বলতে লাগলেন, কাগজে বিজ্ঞাপন দেখে কোন প্রতারক চক্র তোমাকে ফোন করেছে। তারাতো বিজ্ঞাপন থেকেই তোমার মোবাইল নম্বর ও লতার নাম জেনেছে। না কি?



আমি আবারও কোন উত্তর দেইনা।



রুনা দি বলেন, বলছোনা কেনো, ভুল করেছো।



রুনা দিদি নীলফামারিরই মেয়ে। তার কথার ভেতরে ঠাকুরগাঁর টান আছে। শুনতে খুব ভাল লাগে। আমি বললাম, হ্যা, ভুল হয়েছে।



- তুমি তো বিজ্ঞাপনে বলে দিয়েছো, কবে সে নিখোঁজ হয়েছে।



তা বলা ছিল।



- শোন, জীবনে অনেক রকমের সমস্যা আসবে। কিন্তু সব পরিস্তিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে। বুদ্ধি করে চলতে হবে। তো এখন রাখি রে দু:খু। পরে কথা হবে।



বললাম, ঠিক আছে। পরে কথা হবে দিদি।



রুনা দি ফোন রেখে দিলেন। তিনি আমার স্ত্রী মিনতি লতার সন্ধানে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন । তার নেটওয়ার্ক বেশ বড়। নিজে একটি এনজিও চালান। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেশ কিছু সামাজিক ও নারী সংগঠনের সাথে যুক্ত।

এই একজন মহিলা, সারা জীবন সিঙ্গেল থেকে গেলেন। বয়স পঞ্চাশের কাছে পৌছালেও দেখলে তাকে মনে হবে না এখনও চল্লিশ পেরিয়েছে। দারুণ স্মার্ট।



এস আই সোনিয়া কে এখনও প্রতারিত হওয়ার খবরটা জানানো হয়নি। সেও নিশ্চয় রাগারাগি করবে। আমায় বলবে, "বোকা মানুষ।" সেই সাথে আরও দু লাইন বাড়িয়ে বলবে, "বোকা মানুষদের বউ সুন্দর হয়! কিন্তু রাখতে পারেনা।"



অনেকবার তার মুখে শুনেছি একথা। কিন্তু উনিও কোন কাজের না। খালি খালি বক বক করে।



একটু পরে ক্লাস আছে আমার। ছেলেরা সবাই এই ক্লাসের জন্য যে অপক্ষায় থাকে তা কলেজের অধ্যক্ষও সেদিন কথায় কথায় বলছিলেন। আমি নিজেও তা বুঝতে পারি। এমনিতেই মফস্বল এলাকায় ইংরেজি শিক্ষকের দাম সবার চেয়ে বেশি। তাছাড়া আমার ক্লাস নেয়ার ধরণটা ওরা পছন্দও করে। আসলে কাউকে কোন কিছু বুঝাতে পারা এক ধরণের দক্ষতা। শিক্ষক সবাই হতে পারে, কিন্তু সবাই শিক্ষকতা পেশার প্রকৃত উদাহরণ হতে পারে না। ঘড়িতে এখন তিনটা বাজে। ঘন্টা বাজালো দপ্তরি। অলস কিছুটা সময় কাটলো শিক্ষক মিলনায়তনে চুপচাপ পেপার পড়ে।



আবার রুনা দি'র ফোন।

হ্যালো দিদি!

-দু:খু, এখনই আমার এখানে চলে আসো।

কেনো?

-দেরি করো না। যা বলছি, তাই করো।

কি হয়েছে বলবেন তো।

- অনেক কিছু্।

কি সেটা?

-এবার সত্যি সত্যি লতার খবর পাচ্ছো তুমি। কোন ভুল নেই।

কোথায় পেলেন খবর।

- ইন্ডিয়ার একটি দৈনিক পত্রিকায় দিয়েছে " স্বামীর কাছে ফিরতে চায় লতা" সেখানে ছবিও দেয়া আছে।

কি বলছেন? ইন্ডিয়ান কাগজ কোথায় পেলেন?

- অন লাইন ভার্সন দেখলাম। তাড়াতাড়ি আসো।





(আগামী শুক্রবার শেষ পর্ব)

----------------------------------------

পূর্ববর্তী পর্ব গুলোর লিঙ্ক :



০২

০৩

০৪

০৫

০৬

০৭









মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

ঘাসফুল বলেছেন: পড়তে পড়তে আবার ঝুলে গেলাম...

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০

শামীম সুজায়েত বলেছেন: ঝুলিয়ে দিতে হলো কিছুটা টেনশনে রাখার জন্য।
ভাল থাকবেন। সামনের পর্বেই শেষ করে দেবো ভাবছি।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

শামীম সুজায়েত বলেছেন: Click This Link

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: সুন্দর!!! পরের পর্বের অপেক্ষায়।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪

শামীম সুজায়েত বলেছেন: সামনের পর্বটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে।
সময় করে দেখে নিয়েন।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩

শামীম সুজায়েত বলেছেন: Click This Link

৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১

নূর আদনান বলেছেন: শেষ পর্বের জন্য এতদিন ঝুলিয়ে রাখবেন???

এভাবে গ্যপ পরলে গল্গের অনুভুতি থাকেনা

গল্গটা ভালই লাগছে

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮

শামীম সুজায়েত বলেছেন: সেটি ঠিক বলেছেন নূরে আদনান ভাই।
আসলে হাতে কোন পর্ব জমা নেই। অফিস নিয়েও ব্যস্ততা এত বেড়েছে যে একটু হাতে সময় না রাখতে পারলে হচ্ছেনা।

অবশ্যই আগামীতে কোন পর্ব আপলোডের ক্ষেত্রে গ্যাপ দেবো না।

ভাল থেকেন।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪

শামীম সুজায়েত বলেছেন: Click This Link

৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৩

সদয় খান বলেছেন: পরের পর্বের অপেক্ষায়।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

শামীম সুজায়েত বলেছেন: অনেক ধন্যবাদ। সময় করে পড়ে নিয়েন।
ভাল থাকবেন।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩

ডরোথী সুমী বলেছেন: ভীষণ টেনশনে আছি আপনার এই কাহিনী নিয়ে। এবার যাতে দুঃখবন্ধু সত্যিই তার লতাকে খুঁজে পায়।

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭

শামীম সুজায়েত বলেছেন: তেমনই প্রত্যাশা আমারও। জানিনা শেষ পর্যন্ত কোন পথে যাবো।
সঙ্গে থাকবেন প্লিজ।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪

শামীম সুজায়েত বলেছেন: Click This Link

৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:



আগামী শুক্রবার শেষ করে দেবেন :(

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮

শামীম সুজায়েত বলেছেন: সময় সুযোগ করে এগিয়ে নিতে পারছিনা। যেকারণেই ইতি টানার সিদ্ধান্ত নেয়াকে উত্তম বলে মনে করছি।

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৮

শামীম সুজায়েত বলেছেন: পরের পর্ব
Click This Link

৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৪

ইখতামিন বলেছেন:
পরের পর্বের অপেক্ষায় ...

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬

শামীম সুজায়েত বলেছেন: ধন্যবাদ আপনাকে। চলে আসবে।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫

শামীম সুজায়েত বলেছেন: পরের পর্ব

Click This Link

৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০

শায়মা বলেছেন: খুঁজে পাক লতা তার প্রিয়জনকে!

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭

শামীম সুজায়েত বলেছেন: আমারও তেমনই চাওয়া।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫

শামীম সুজায়েত বলেছেন: Click This Link

৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: লেখাটা অত্যন্ত মানসম্পন্ন চমৎকার লেখা!!! তাড়াহুড়া করে লেখার আকর্ষণ ঠিক রাখা যাবে কিনা ভাবনা হয়! চলুকনা এরকম!!! লেখাটা আরও দীর্ঘায়িত হলেই তো ভাল! একটা ভাল লেখার জন্য অপেক্ষাও আনন্দের!

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০

শামীম সুজায়েত বলেছেন: খালিদ ভাই,
তাড়াহুড়া করার কারণে মান একটু নষ্ট হচ্ছে বলে আমারও মনে হয়। তবে এটি দীর্ঘায়িত করার পরিকল্পনা ছিল। জানিনা কি হয় শেষ পর্যন্ত।

ভাল থাকবেন।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

স্বপনচারিণী বলেছেন: শেষ করেন অসুবিধা নেই কিন্তু ডুব দিয়েন না আবার। আপনার কাছ থেকে এমন আরও উপহারের প্রত্যাশায় রইলাম। সাথেই আছি আমরা। ভাল থাকুন, সুস্থ থাকুন।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১

শামীম সুজায়েত বলেছেন: অনেক ভাল লাগলো।
খুব খুব অনুপ্রাণিত হলাম।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১০

শামীম সুজায়েত বলেছেন: পরের পর্ব : Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.