নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুজায়েত শামীম

শামীম সুজায়েত

ছাত্রজীবনে সাংবাদিকতার হাতেখড়ি।শুরু করা শখের বসে। একসময় তা নেশা থেকে পেশা।ব্যবস্থাপনায় অনার্স-মাস্টার্স শেষ করে পছন্দের এ পেশায় কেটে গেলো অনেকটা সময়। অভিজ্ঞতার ঝুলিতে জমা পড়েছে পেশাগত জীবনে চলার পথে পাওয়া নানা অসঙ্গতির চিত্র।এখন লেখালেখি করি নিজের আনন্দে, ক্লান্তিহীন ভাবে যা ভালো লাগে।আমার জন্ম ১৯৭৭ সালের ২রা ফেব্রুয়ারি যশোর উপশহর আবাসিক এলাকায়। আমার শৈশব ও কলেজ জীবন কেটেছে এখানেই।জীবন জীবিকার তাগিদে এখন গঙ্গাবুড়ির আলোঝলমল শহরে্ কাটছে সারাবেলা। যোগাযোগ:ই মেইল : [email protected]হটলাইন : +ফেসবুক : https://www.facebook.com/sumon.sujayet জন্মদিন : 02.02.1977

শামীম সুজায়েত › বিস্তারিত পোস্টঃ

সাহেবরা থাকে!

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪





ফিরে এলাম

রুটি-রুজির প্রয়োজনে,

আলো ঝলমল গঙ্গাবুড়ির শহরে।

এখানে এখন রক্তপঁচা গন্ধে

দম আমার বন্ধ হয়ে আসে।



যত্রতত্র কুরবানির রক্তস্ন্যান শেষে,

নাড়ি-ভুড়ি আর আবর্জনায় স্তুপ গলি-পথে

সাধারণ মানুষ মুখে রুমাল চেপে হাটে।



মফস্বলের বিশুদ্ধ বাতাস তাই,

টিটকেরি মেরে বলে,

ঢাকা শহরে কী "সাহেব" রা থাকে

সুউচ্চ ওই অট্টালিকার পাহাড়ে?



-----------------------------------------------------------------

মফস্বলের বাতাসে নেই গা গুলিয়ে ওঠা গন্ধ। কুরবানি শেষে যে যার মত পরিস্কার করে ফেলেছেন চারপাশ। আর রাজধানী ঢাকায় কারোর কোন দায়বদ্ধতা নেই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: সুজায়েত ভাই, সব পেশাতেই ভাল মন্দ মানুষ থাকে। যেমন ডাক্তারদের, তেমন সাংবাদিকদের তেমন ইঞ্জিনিয়ারদের। ঢালাওভাবে এক পেশার সবাইকে তাচ্ছিল্য করা, দোষারোপ করা অন্যায়। নিজের জীবনে ইয়েলো জার্নালিজমের ঘটনা থাকায় কোন এক লেখার কমেন্টে সাংবাদিকদের ঢালাওভাবে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করার পর থেকে আপনার লেখায় আসতে দ্বিধা ও অপরাধবোধ লাগছিল। আপনি হয়ত লেখাটা পড়েছেন বা পড়েন নি। এটা মনের কথা ছিল না, ক্ষোভ থেকে লেখা ছিল। পরে মনে হলো এ জন্য আপনি বা অন্য কোন সাংবাদিক ব্লগারের লেখা থেকে নিজেকে কেন বঞ্চিত করব? আশা করি অপরাধ নেবেন না। মিনতি লতার খোঁজে যাব ইনশা'আল্লাহ্‌। এই সুন্দর লেখাটা পড়ার আগ্রহ এবং ভাল লেখা পড়ার আগ্রহ থেকেই এত কথার অবতারনা। আশাকরি সহব্লগার এবং বন্ধু হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৬

শামীম সুজায়েত বলেছেন: মাই ডেয়ার ভাইজান খালিদ সাইফুল্লাহ,
হলুদ সাংবাদিকতা যারা করছে, তারা তো আসলে "সাংবাদিক" না।
এক কথায় তারা ধান্ধাবাজ! অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত লোকজন সাংবাদিকতা পেশায় আসার সুযোগ পাওয়ার কারণে পরিস্থিতি এমন হচ্ছে।

আপনার মন্তব্য পড়েছি। এটা কোন ব্যাপার না।

মিনতি লতা এখনও শেষ করে পারিনি। একটি পর্বে ঝুলে আছি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:১০

চৈতী আহমেদ বলেছেন: এটাতো একটা সাময়িক ভোগান্তি, পাঁচ দশদিন পর এই র্দুগন্ধ কেটে যাবে। এটা আসলে নাগরিক জীবনের অভিশাপের একটি দিক। মেয়েকে নিয়ে গিয়েছিলাম শাহবাগ শিশুপার্কে, যতক্ষণ ছিলাম চলতে হয়েছে নাকে রুমাল চেপে। চার দিকে প্রস্রাবে উৎকট গন্ধ। কারো কোনো মাথা ব্যাথা নেই, শিশুদের জন্য হাতে গোনা দুয়েকটি বিনোদনের জায়গা বলেই জানতাম এই শিশুপার্কটিকে। এখানে যে টয়লেট রয়েছে মনে হয় না কোনো শিশু তা ব্যাবহার করে। আর এই টয়লেটের পেছনেই বসেছে সব খেলনা আর খাবার দাবারের পসরা। ভাবতেই গা গুলিয়ে আসে। জানি কোনো প্রতিকার পাওয়া যাবে না। শুধু বলার জন্যই বলা। এখানকার রাইডগুলো দৈন্যদশার কথা না হয় নাই বললাম।
এই শহরে আমরা সবাই নাক চেপেই একটু বিশুদ্ধ বাতাসের জন্য আইঢাই করছি, কেউ টু শব্দটি করছি না। আপনি বললেন বলে মনে হলো যাক কেউ তো বলছে। অনেক ধন্যবাদ সুজায়েত শামীম।

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২১

শামীম সুজায়েত বলেছেন: একটুও বদলায়নি শিশুপার্ক। বরং অযত্নের ছাপ ছড়িয়ে আছে গোটা পার্ক জুড়ে। সম্ভাবত ২২-২৩ বছর আগে আমার ন'চাচার হাত ধরে প্রথম গিয়েছিলাম শিশুপার্ক। এখন যাই নিজের চার বছরের শিশু সন্তানকে নিয়ে।

ঢাকা শহরে শিশুদের বিনোদনের জায়গা বলতে এই শিশুপার্কটি। মধ্যবিত্ত বা নিম্ম আয়ের পরিবারের শিশুদের আনন্দ দেয়ার ক্ষেত্রে এটির বিকল্প নেই কোন। অথচ সেখানে প্রসাবের গন্ধ, যেখানে-সেখানে ময়লা আবর্জনায় স্তুপ।

আপনাকে অনেক ধন্যবাদ চৈতী। শিশুপার্ক নিয়ে কিছু লেখা উচিৎ আমাদের।
পল্টনে আমার বাড়ির কাছে এই পার্কটি ছাড়া ছেলেকে নিয়ে যাওয়ার মত ভাল কোন জায়গা খুঁজে পাইনা।

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর বলেছেন

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪

শামীম সুজায়েত বলেছেন: বাস থেকে নেমে সারা পথেই পেলাম গন্ধটা। পাড়া-মহল্লার গলি পথে আরও বেশি। তাই ইচ্ছে হলো মনের ভাব প্রকাশ করি।

ভাল থাকবেন।

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

ইখতামিন বলেছেন:
একটা বিষয় নিয়ে লিখেছেন.. এটা নিয়ে কেউই লেখেনা.. যেনো কেউ জানেই না..

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

শামীম সুজায়েত বলেছেন: বিষয়টি নিয়ে জনসচেতনতা জাগ্রত হওয়ার পাশাপাশি সরকারের আরও দায়িত্বশীল হওয়া উচিৎ।

ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫

সুমন কর বলেছেন: এখানে এখন রক্তপঁচা গন্ধে
দম আমার বন্ধ হয়ে আসে।
ভাল বলেছেন।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

শামীম সুজায়েত বলেছেন: মফস্বলেও পেয়েছি গন্ধটা। তবে ঢাকাতে যেন অলিতে গলিতে । শেষ পর্যন্ত বৃষ্টি হয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.