নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুজায়েত শামীম

শামীম সুজায়েত

ছাত্রজীবনে সাংবাদিকতার হাতেখড়ি।শুরু করা শখের বসে। একসময় তা নেশা থেকে পেশা।ব্যবস্থাপনায় অনার্স-মাস্টার্স শেষ করে পছন্দের এ পেশায় কেটে গেলো অনেকটা সময়। অভিজ্ঞতার ঝুলিতে জমা পড়েছে পেশাগত জীবনে চলার পথে পাওয়া নানা অসঙ্গতির চিত্র।এখন লেখালেখি করি নিজের আনন্দে, ক্লান্তিহীন ভাবে যা ভালো লাগে।আমার জন্ম ১৯৭৭ সালের ২রা ফেব্রুয়ারি যশোর উপশহর আবাসিক এলাকায়। আমার শৈশব ও কলেজ জীবন কেটেছে এখানেই।জীবন জীবিকার তাগিদে এখন গঙ্গাবুড়ির আলোঝলমল শহরে্ কাটছে সারাবেলা। যোগাযোগ:ই মেইল : [email protected]হটলাইন : +ফেসবুক : https://www.facebook.com/sumon.sujayet জন্মদিন : 02.02.1977

শামীম সুজায়েত › বিস্তারিত পোস্টঃ

শান্তির অপেক্ষায় বাংলাদেশ

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৭

প্রতিদিন অফিসে যাওয়া-আসার সময় রিক্সাওয়ালাদের সাথে টুকটাক গল্প হয় আমার। বাজারে কাচা পেঁপে আর কাঁচকলার দাম বেড়ে যাওয়া থেকে শুরু করে হাসিনা-খালেদা নিয়েও কথা হয় । তাদের অনেকের স্মরণশক্তি এবং উপলব্দি ক্ষমতা আমার ভাবনার জগতকে নাড়া দেয় দারুণ ভাবে। গতকাল সন্ধ্যায় ফেরার পথে একজন প্রবীণ রিক্সাওয়ালা বললেন, "হাসিনা কইছে, প্রধানমন্ত্রী চাইনে, মানুষের শান্তি চাই।



আমি বললাম, আমাদের প্রধানমন্ত্রীতো ভাল কথা বলেছেন। তিনি শান্তি চান।



রিক্সাওয়ালা কেবল বলে গেলেন, হয়! হয়!



ফেরার পথে আরও অনেকগুলো কথা বলছিলেন তিনি। প্যাডেল মারতে মারতে বললেন, তিনি এখনও ভুলতে পারেননি শেরাটনের (রুপসী বাংলা হোটেল) অপরপাশে ঠিক সাকুরার সামনে দাউ দাউ করে জ্বলতে থাকা ডবল ডেকার বাসটির ভেতরে দগ্ধ হওয়া মানুষগুলোর আর্তনাদ।

বাংলাদেশের রাজনীতিতে যানবাহনে আগুন দেয়ার কালচারের সূচনা সম্ভবতা হয়েছিল সেদিন সন্ধ্যায়। ঠিক যেন এখনকার মত পরিস্থিতি! পার্থক্য কেবল রাজপথে আওয়ামী লীগ।গদিতে বসে খালেদা।



সব দেখি জানা আছে এই বৃদ্ধের।



ভাড়া মিটিয়ে যখন বাসার বাউন্ডারির মধ্যে ঢুকছি, তখন লোকটা বললেন, "হাসিনা হাসা কইছে। উনি চায়লে দেশে শান্তি আইবো।"



সিড়ি দিয়ে উঠতে উঠতে কেবলই মনে হলো অশিক্ষিত ওই গরীব রিক্সাওয়ালার উপলব্দি কি তাহলে বাস্তব সম্মত?



তাঁর সাথে নিশ্চয় কখনও সামনা সামনি দেখা হয়নি আমাদের প্রধানমন্ত্রীর। কখনও কথাও হয়নি। একজন মানুষের স্বভাব বৈশিষ্ট্য বোঝার মত নুনূতম যোগাযোগ, দেখা-সাক্ষাতও তার ঘটেনি। যেটুকু যা জেনেছে, তা কখনও টিভি খবরে, লোকমুখে বা নানা ধরণের যাত্রীর কথাবার্তায় ।



এইসব ক্ষুদ্র ক্ষুদ্র জানাগুলোর সমন্বয়ে অশিক্ষিত রিক্সাওয়ালা মানুষটিও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ মূল্যায়ন করতে সমর্থ হয়েছেন। তাঁর বিচার বুদ্ধি বিবেচনা করার ক্ষমতা ভোতা হয়ে যায়নি।



জানিনা। তবে একজন প্রধানমন্ত্রী যখন শান্তির কথা ভাবেন, তখন সাধারণ মানুষ হিসাবে আশাবাদী হয়ে উঠতে দোষ কোথায়।



শান্তির অপেক্ষায় বাংলাদেশ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: শান্তির অপেক্ষায় বাংলাদেশ।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪

শামীম সুজায়েত বলেছেন: সময় ফিরবে।
রাজনৈতিক হানাহানি বন্ধ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়বোই।
আপনাকে ধন্যবাদ।

২| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৩

মামুন নজরুল ইসলাম বলেছেন: শান্তির অপেক্ষায় ১৬ কোটি মানুষ।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

শামীম সুজায়েত বলেছেন: হাসিনা-খালেদার হাত ধরে শান্তি ফিরবেই একদিন।

৩| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১২

ডরোথী সুমী বলেছেন: আশাবাদী হোয়ে উঠি, হয়তো নতুন করে আশাহত হওয়ার জন্য।

৪| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

এম আর ইকবাল বলেছেন:

শান্তির অপেক্ষায় আমরা ।

৫| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিও শান্তির অপেক্ষায়.............

৬| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

আমিনুর রহমান বলেছেন:




শান্তির অপেক্ষায় বাংলাদেশ।

৭| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

দি সুফি বলেছেন: শান্তি দেখতে কি খুব বেশি সুন্দরী?? 8-| 8-|
উপরে বিবাহিত/অবিবাহিত সবাই দেখি শান্তির অপেক্ষায় বইসা আছে! :-P :-P


ভাই ঘুমান গিয়া! এর বাইরে এই দেশে আর কোন শান্তি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.