নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুজায়েত শামীম

শামীম সুজায়েত

ছাত্রজীবনে সাংবাদিকতার হাতেখড়ি।শুরু করা শখের বসে। একসময় তা নেশা থেকে পেশা।ব্যবস্থাপনায় অনার্স-মাস্টার্স শেষ করে পছন্দের এ পেশায় কেটে গেলো অনেকটা সময়। অভিজ্ঞতার ঝুলিতে জমা পড়েছে পেশাগত জীবনে চলার পথে পাওয়া নানা অসঙ্গতির চিত্র।এখন লেখালেখি করি নিজের আনন্দে, ক্লান্তিহীন ভাবে যা ভালো লাগে।আমার জন্ম ১৯৭৭ সালের ২রা ফেব্রুয়ারি যশোর উপশহর আবাসিক এলাকায়। আমার শৈশব ও কলেজ জীবন কেটেছে এখানেই।জীবন জীবিকার তাগিদে এখন গঙ্গাবুড়ির আলোঝলমল শহরে্ কাটছে সারাবেলা। যোগাযোগ:ই মেইল : [email protected]হটলাইন : +ফেসবুক : https://www.facebook.com/sumon.sujayet জন্মদিন : 02.02.1977

শামীম সুজায়েত › বিস্তারিত পোস্টঃ

বেলালের হাতে হরিণ শাবক সাহস ও মহানুভবতার প্রতীক

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৯

বেলালের হাতের ওই হরিণ শাবকটি কেবল সাহসিকতার প্রতীক নয়, একজন বাঙালী বা বাংলাদেশী হিসাবে আমাদের অন্তরে বহমান উপকারী মনোভাবের প্রতিচ্ছবি। এ হাত সাহস ও মহানুভবতার সাথে এগিয়ে চলার দৃপ্ত শপথ। এ হাত আমাদের জাতীয়তার পরিচয় বহন করে বিশ্বময়।



বাঙালী জাতির সাহসিকতার গল্পের অন্ত নেই। কাজে কিংবা অকাজে। সব কিছুতেই সাহসিকতার চুড়ায় উঠতে পারি আমরা। সুড়ঙ্গ খুড়ে ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি থেকে শুরু করে পেট্রোল বোমা মেরে সাধারণ নিরীহ মানুষ মারার দু:সাহসিক কর্মকান্ড কোন না কোন বাঙালী হাতের স্পর্শে সংঘটিত হয়েছে। হয়তো পর্দার আড়ালে থেকেছে একাধিক হাতের ইশারা। হতে পারে রাজনীতির ফায়দা লুটতে বা "উদোর পিন্ডি বুদোর ঘাড়ে" চাপাতে রাজনৈতিক পলিসির একটি অংশ। এ বিতর্কে নাই বা গেলাম।



এই তো বছরের শুরুতে গত ১১ জানুয়ারী প্রায় দেড় হাজার

রেলযাত্রীকে প্রাণে বাঁচালেন সহকারী ট্রেন চালক মাহবুর রহমান বুলবুল। পত্রপত্রিকায় প্রকাশিত খবর মতে ১১ জানুয়ারী বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনটি কমলাপুর থেকে যাত্রা শুরু করে। ঘন কুয়াশার কারণে ইঞ্জিনের ডান পাশের জানালা খুলে লাইনের সঙ্কেত (সিগ্যনাল) দেখছিলেন তিনি। আর চালকের আসনে ছিলেন প্রধান চালক আব্দুল লতিফ। রাত ১০টার দিকে ট্রেনটি সিরাজগঞ্জের জামতৈল স্টেশন ছেড়ে আসামাত্র জানালার ভিতরে পেট্রোলবোমা নিক্ষেপ করে অবরোধকারী দুর্বৃত্তরা। বোমার আগুন সঙ্গে সঙ্গে সহকারী চালক বুলবুলের গায়ে লেগে যায়। তবে বোমাটি পুরো বিস্ফোরণের আগেই বুলবুল সেটিকে হাত দিয়ে ধরে জানালার বাইরে ছুড়ে মারেন। এরই মধ্যে চলন্ত ট্রেনের ইঞ্জিনের ভিতর আগুন ছড়িয়ে পড়ে। সহকারী ট্রেন চালক বুলবুল উপায় না পেয়ে নিজের জ্যাকেট খুলে আগুনের ওপর গড়াগড়ি শুরু করেন। এতে তাঁর পরনের প্যান্ট ও জ্যাকেট পুড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ অবস্থা দেখে হতভম্ব হয়ে যান ট্রেনের প্রধান চালক আব্দুল লতিব।

দগ্ধ শরীর নিয়ে চার ঘন্টা ইঞ্জিনেরর মধ্যেই কাটাতে হয় বুলবুলকে। রাত দুইটার দিকে রাজশাহী স্টেশনে আসার পরে ইঞ্জিন থেকে বুলবুলকে নামিয়ে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়।



মানুষের জীবন বাঁচানোর এমন সাহসিকতার অনেক গল্প আছে আমাদের বাঙালী জীবনে। এমনই একজন চাঁদুপরের শাহরাস্তি থানার পশ্চিম উপলতা গ্রামের তাজুল ইসলাম । পেশায় তিনি কৃষক। তবে চাষ করার মতো নিজের কোনো জমি নেই তাঁর। স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে নিয়ে পশ্চিম উপলতা গ্রামে রেললাইন ঘেঁষে বসবাস করেন।



ঘন কুয়াশামাখা এক ভোরে লাল ঝান্ডা হাতে এই মানুষটি বাঁচিয়ে দেন হাজার হাজার রেলযাত্রীর প্রাণ। ২৭ নভেম্বর চাঁদপুরের কাছে রেল রাস্তার লাইন কাটা দেখে তিনি বাড়ি থেকে স্ত্রীর লাল পেটিকোট এনে বানান একটি লাল ঝান্ডা। তারপর ছুটতে থাকেন জীবন বাঁচানোর তাড়নায়।



এমনিতেই গত কয়েক মাসে রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর হাতে সরকার বিরোধী নেতা-কর্মীদের প্রাণহানীর খবরে বাংলাদেশের মানবাধিকার যখন বিশ্বর দরবারে প্রশ্নের সম্মূখীন, তখন মানবতার উজ্বল দৃষ্টান্ত হয়ে প্রশংসীত হলো বেলাল ।প্রাণীকুলের প্রতি বাংলাদেশের এই কিশোরের মহানুভবতা যেন আমাদের উপলব্দির জায়গাকে আরও প্রসারিত করে দিলো।



ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নোয়াখালীর কিশোর বেলাল একটি খরস্রোত নদীতে ভেসে যাওয়া শাবক হরিণকে বাঁচাতে পানিতে ঝাপ দেয় এবং শেষ পর্যন্ত উদ্ধার করে কূলে ফেরে। সেখানে উপস্থিত থাকা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হাসিবুল ওয়াহাব বালকটির উদ্ধার তৎপরতার নানা দৃশ্য ক্যামেরা বন্দি করেন। তারপর ছড়িয়ে দেন বিশ্ব মিডিয়ায়।



বিশ্ব মিডিয়া বেলালকে নিয়ে লিখেছে , "Astonishing bravery of boy who risked his life to save baby deer in Bangladesh river by holding it above raging flood waters." বৃটেনের ডেইলি স্টার শিরোনাম করেছে,Heroic moment a boy risked it all to save a baby deer from drowning.

এদিকে shanghai daily লিখেছে Boy who risked own life to save baby deer in Bangladesh river. দেশের বাইরে ডেইলি মেল, ইউকের এক্সপ্রেসসহ বিশ্ব মিডিয়াতে গুরুত্ব সহকারে উঠে আসা বেলালের খবর আমাদের মানসিকতা ও সাহসকে সম্মানীত করলো নতুন ভাবে।



আমাদের সবাইকে নোয়াখালীর বেলাল হতে হবে তা নয়। কিন্তু আমাদের হাত যেন রাজনীতির ভেতরে কুন্ডুলি পাকানো হিংসার আগুন ছড়িয়ে দিতে ধবংসাত্নক বা জীবনহানীকর কাজে আর ব্যবহৃত না হয়। আমাদের প্রতিটি হাত হয়ে উঠুক মানবতার। সৎ, সাহসী, শান্তি ও উন্নয়নের।



আসুন বেলালের সাহসী হাত ধরে করি অঙ্গীকার,

মানুষ ও প্রাণীকুলের জীবন বিপন্ন করে তুলবো না আর।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৭

পিপড়ে প্রাচীর বলেছেন: প্রচারই প্রসার …

ঘটনাক্রমে সেখানে উপস্থিত ছিলেন হাসিবুল ওয়াহাব, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। তিনি কৌতুহলবশত বেলালের ছবিগুলো তোলেন এবং পরে তা আন্তর্জাতিক অঙ্গণে ছড়িয়ে দেন।

সুন্দর পোস্ট

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৪

শামীম সুজায়েত বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে তথ্যটি দেয়ার জন্য। অশেষ কৃতজ্ঞতা পোস্টটি পড়ে মন্তব্য করেছেন বলে।

একটু এডিট করে তথ্যটি তুলে দিলাম।

ভাল থাকবেন।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৪

খেয়া ঘাট বলেছেন: আসুন বেলালের সাহসী হাত ধরে করি অঙ্গীকার,
মানুষ ও প্রাণীকুলের জীবন বিপন্ন করে তুলবো না আর।
+++++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৮

শামীম সুজায়েত বলেছেন: ধন্যবাদ আপনাকে তথ্যটি দেয়ার জন্য। অশেষ কৃতজ্ঞতা পোস্টটি পড়ে মন্তব্য করেছেন বলে।

একটু এডিট করে তথ্যটি তুলে দিলাম।

ভাল থাকবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৭

শামীম সুজায়েত বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইলো আপনার প্রতি।

মানুষ হিসাবেই মনে হয়, প্রাণীকূলের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভাল থাকবেন।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৮

খেয়া ঘাট বলেছেন: A real hero a real conqueror.

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

শামীম সুজায়েত বলেছেন: ইয়া, ঠিক বলেছেন।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৮

আমিই মিসিরআলি বলেছেন: খেয়া ঘাট বলেছেন: আসুন বেলালের সাহসী হাত ধরে করি অঙ্গীকার,
মানুষ ও প্রাণীকুলের জীবন বিপন্ন করে তুলবো না আর।


পোষ্টে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

শামীম সুজায়েত বলেছেন: খুবই খুশী হইলাম মিসিরআলি ভাই।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪

সাইবার অভিযত্রী বলেছেন: আমাদের সবাইকে নোয়াখালীর বেলাল হতে হবে তা নয়। কিন্তু আমাদের হাত যেন রাজনীতির ভেতরে কুন্ডুলি পাকানো হিংসার আগুন ছড়িয়ে দিতে ধবংসাত্নক বা জীবনহানীকর কাজে আর ব্যবহৃত না হয়। আমাদের প্রতিটি হাত হয়ে উঠুক মানবতার। সৎ, সাহসী, শান্তি ও উন্নয়নের।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

শামীম সুজায়েত বলেছেন: আমাদের প্রতিটি হাত হয়ে উঠুক মানবতার। সৎ, সাহসী, শান্তি ও উন্নয়নের।

আপনাকে ধন্যবাদ।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

ব্লাক উড বলেছেন: এই বেলালেরা যেনো কোনো দিন "ছাত্র লীগ" এরমত সাহশী হয়ে না যায়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৭

শামীম সুজায়েত বলেছেন: অন্যায়, অনিয়ম, অনৈতিকতায়,
আমাদের বিবেক যেন বাধা দেয়।

আমাদের সাহস যুদ্ধে যাবার,
যখন যুদ্ধই একমাত্র সমাধান।

ক্ষমতার সাহস,
ক্ষণস্থায়ী চিরকাল।

-------------------------------------- ধন্যবাদ আপনাকে ব্লাক উড।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: মন ভাল হয়ে গেল পোস্টটা পড়ে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭

শামীম সুজায়েত বলেছেন: আমারও মন ভরে যাই,
যখন আমার কোন পোস্টে
আপনার উপস্থিতি পাই।

অনেক ধন্যবাদ প্রোফেসর শঙ্কু। ভাল থাকবেন।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

দিগন্ত নীল বলেছেন: আসুন বেলালের সাহসী হাত ধরে করি অঙ্গীকার,
মানুষ ও প্রাণীকুলের জীবন বিপন্ন করে তুলবো না আর। + + + + +

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

শামীম সুজায়েত বলেছেন: ...............তুলবোনা আর।
আপনাকে শুভেচ্ছা।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৫

উদাস কিশোর বলেছেন: আসলেই !
বাঙালীর রা সবখানেই সাহসীকতার সর্ব্বোচ্চ টুকুই দেখাতে পারে ।
মানুষ কে বাঁচাতেও আবার মানুষ কে মারতেও ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

শামীম সুজায়েত বলেছেন: সাহস, হুজুক এবং দ্রুত ভুলে যাওয়া,
আমরা বাঙালিরা অনেক পারদর্শী ।

অনেক অনেক ভাল থাকবেন উদাস কিশোর ভাই।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য !

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

শামীম সুজায়েত বলেছেন: ধন্যবাদ।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসল কথা হলো ইচ্ছা শক্তি। বেলালের আছে অদম্য ইচ্ছা শক্তি যা কোন কিছুকেই হার মানাতে পারেনি।





বেলার তোমাকে শত সহস্রবার সালাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

শামীম সুজায়েত বলেছেন: শতভাগ সত্য কথা। ইচ্ছা শক্তিই সব।

ভাল থাকবেন।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

আর ভি এফ বলেছেন: + + + ++ + + +

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

শামীম সুজায়েত বলেছেন: খুব খুব ভাল লাগলো।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.