নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুজায়েত শামীম

শামীম সুজায়েত

ছাত্রজীবনে সাংবাদিকতার হাতেখড়ি।শুরু করা শখের বসে। একসময় তা নেশা থেকে পেশা।ব্যবস্থাপনায় অনার্স-মাস্টার্স শেষ করে পছন্দের এ পেশায় কেটে গেলো অনেকটা সময়। অভিজ্ঞতার ঝুলিতে জমা পড়েছে পেশাগত জীবনে চলার পথে পাওয়া নানা অসঙ্গতির চিত্র।এখন লেখালেখি করি নিজের আনন্দে, ক্লান্তিহীন ভাবে যা ভালো লাগে।আমার জন্ম ১৯৭৭ সালের ২রা ফেব্রুয়ারি যশোর উপশহর আবাসিক এলাকায়। আমার শৈশব ও কলেজ জীবন কেটেছে এখানেই।জীবন জীবিকার তাগিদে এখন গঙ্গাবুড়ির আলোঝলমল শহরে্ কাটছে সারাবেলা। যোগাযোগ:ই মেইল : [email protected]হটলাইন : +ফেসবুক : https://www.facebook.com/sumon.sujayet জন্মদিন : 02.02.1977

শামীম সুজায়েত › বিস্তারিত পোস্টঃ

শিল্পে সেরা দশ নগ্নপুরুষ

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৭

বিভিন্ন সময়ে গোটা বিশ্বে মার্বেল পাথর, কাচ ও তেল রঙ দিয়ে নির্মিত হয়েছে পুরুষের নানা ভঙ্গিমার চিত্র ও নগ্নমূর্তি। সেখান থেকে সেরা দশ বাছাই করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনের দ্যা গার্ডিয়ান পত্রিকা। সেটি অবলম্বনে রচিত "শিল্পে সেরা দশ নগ্নপুরুষ।"



Caravaggio – Victorious Cupid (1601-2)





"বিজয়ী কামদেব" নামে এই নগ্নপুরুষ নির্মাণের মধ্য দিয়ে পূর্ণ যৌবনপ্রাপ্ত একজন পুরুষকে কল্পনা করা হয়েছে, যে ভালবাসার দেবতা হিসাবে অনুমেয়। EAGLE এর একটি নকল ডানা পরিহিত কামদেব ষোল শতাব্দিতে রোম সাম্রজ্যের নানা অসঙ্গতি তুলে ধরেছে। বর্তমানে এটি বার্লিনে যাদুঘরে সংরক্ষিত আছে।







Canova – Napoleon (1802-6)

নেপোলিয়ন দ্য বোনাপার্ট ১৭৬৯ সালের ১৫ আগস্ট ফ্রান্সের করসিকার এজাক্সিউশ হরে জন্মগ্রহণ করেন । নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল। তিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসল ( First Consul ) ছিলেন। তিনি নেপোলিয়ন ১ নামে ১১ নভেম্বর, ১৭৯৯ থেকে ৬ এপ্রিল ১৮১৪ পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন এবং পুনরায় ১৮১৫ সালের মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসের জন্য সম্রাট হিসাবে দায়িত্বভার গ্রহন করেন। তিনি ইতালির রাজাও ছিলেন। লন্ডনের বিশ্বখ্যাত গার্ডিয়ান পত্রিকা লিখেছে,

Napoleon Bonaparte was ruler of Europe when the brilliant neoclassical sculptor Canova portrayed him on a heroic scale, and totally naked, as the war god Mars. He is posed in the deity's lesser role – "bringer of peace" – a transparent piece of propaganda that adds to this statue's unique blend of genius and absurdity.



Wolfgang Tillmans – Kneeling Nude (1997) ছবির নাম হাঁটু গেড়ে নগ্নতা (1997) । এটি তুলেছেন ফটোগ্রাফার উলফগ্যাং টিলম্যানস। এটি একজন পুরুষের নগ্ন ছবি, যেখানে যুবকটি হাটু গেড়ে বসে যৌন বাসনার মৌন ভঙ্গিমায় রয়েছে। জার্মানের ফটোগ্রাফার WOLFGANG TILLMANS মানুষের শরিরের ভাষার প্রকাশ ভঙ্গি নিয়ে কাজ করেন। তাঁর ওই ছবি সম্পর্কে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, Here is the raw beauty of life portrayed with naked desire.





Michelangelo – Christ (1519-20) যিশুখৃষ্টর প্রতিকৃতিকে আনা হয়েছে নগ্নপুরুষের তালিকায়। গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, রোম শহরের একবোরে কেন্দ্রে একটি গির্জার ভেতরে খ্রীষ্ট যীশুর নগ্ন মূর্তি রাখা হয়েছে, যা এককথায় বেশ শক্তি ও সাহসের ব্যাপার। কিন্তু এখানে খ্রীষ্টের ওই নগ্নতাকে সম্মান সূচক অর্থে দেখা হয়েছে বলে গার্ডিয়ানে উল্লেখ করেন মার্বেল পাথরের নগ্ন মূর্তির ফটোগ্রাফার Michelangelo. ওই মূর্তিতে খ্রীষ্টের যৌনাঙ্গ এর হাস্যকর সোনালী আবরণ রয়েছে, যা তাঁর মৃত্যুর পরে যোগ করা হয়েছিল। এখনও এই পবিত্র নগ্নতাকে অন্তরে সম্মানের সাথে ধারণ করে আছেন যিশুভক্ত মানব।





Lucian Freud – Naked Man, Back View (1991-92)

নগ্নপুরুষের পিঠ বা পেছনের অংশ শিরোনামে থাকা এই ছবিটির শিল্পি Lucian Freud. তিনি কাজ করেন তেল রঙ নিয়ে। তার আঁকাআঁকিতে প্রাধান্য পায় মানুষের মুখ ও শরীর। ১৯৯১-৯২ এর দিকে আঁকা Naked Man, Back View ছবিটি সেরা নগ্নদশ পুরুষের তালিকায় উঠে এসেছে।



Donatello – David (c 1440-60)



ফ্লোরেন্সের মিউজিয়ামে রয়েছে David নামে নগ্ন পুরুষ মূর্তি । শক্তি, বুদ্ধি, সাহস ও কৌশলী পুরুষ হিসাবে ফিলিস্থিনিবাসীর অন্তরে সাহিত ডেভিড। ভাস্কর্য্য শিল্পি Donatello র শ্রেষ্টসৃষ্টি হিসাবে ডেভিডকে ধরা হয়। ১৫ শতকে মসৃণ মাংসের Donatello এর মূর্তি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।



Riace Bronzes – Greek (5th century BC)

ষোল শতকে রোমে ধ্বংসাবশেষে উদ্ধার হওয়া। গার্ডিয়ানের প্রতিবেদক Jonathan Jones

লিখেছেন, That is why the Riace nudes, recovered from the sea off southern Italy in the 1970s, are so important. These immaculately preserved Greek statues from the fifth century BC reveal the true sensual majesty of the classical nude.



Glykon (after Lysippos) – Farnese Hercules (3rd century AD) গ্রিক ও রোমান পৌরাণিক কাহিনিতে বর্ণিত প্রখ্যাত বীর হারকিউলেস। গ্রিক Ήρακλης>ইংরেজি Heracles>বাংলা হেরাক্লেজ রোমান পৌরাণিক কাহিনীতে এই নামটি পরিবর্তিত হয়ে হার্কিউলেস (Hercules) হয়েছে। রোমান ভাস্কর্য্যর অন্যতম নিদর্শন হারকিউলেস সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করা হয়, It has haunted art ever since it was rediscovered in the Renaissance: proof that nudity can go beyond beauty into a realm of mysterious human extremity.



Belvedere Torso – Greek (1st century BC)



এটি একটি অসমাপ্ত মূর্তি। শরীরের যন্ত্রণা তুলে ধরা হয়েছে।



Robert Mapplethorpe – Charles Bowman, NYC (1980) নারী ও পুরুষের নানা ভঙ্গিমার ছবি তুলে বিখ্যাত হয়েছেন আমেরিকান ফটোগ্রাফার Robert Mapplethorpe

তার ছবির আরও একটি বৈশিষ্ট্য হলো তিনি সাদা-কালো ছবি তোলেন। ১৯৮০ সালে তার তোলা একটি ছবি স্থান পেয়েছে সেরা দশ নগ্নপুরুষের দশমে।



গার্ডিয়ানে প্রকাশিত প্রতিেবেদনের লিঙ্ক : The top 10 male nudes in art



নগ্নতার ভেতরেও যে সৌন্দর্য্য থাকে, এই চিত্রকলাগুলো সেটির প্রমান দেয়। সৃষ্টিকাল থেকে শিল্পিরাই বিভিন্ন সভ্যতার নিদর্শন তুলে ধরেছেন। কখনও ভাস্কর্য্য হিসাবে, কখনও বা রঙ-তুলির আচড়ে। সেইসব সৃষ্টকর্ম সংরক্ষিত হয়ে আছে বিশ্বের বড় বড় মিউজিয়ামে, যা অবলোকন করে মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। সভ্যতার বাঁকে বাঁকে মানুষের ধ্যান-ধারণা, ধর্ম চর্চা, বিশ্বাস, জ্ঞান-বিজ্ঞানের উন্নতি সাধনসহ চিন্তা-চেতনার যে পরিবর্তন ঘটেছিল, তা ইঙ্গিত করে এইসব চিত্রকলা।

মন্তব্য ৪১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে পোষ্টটি।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

শামীম সুজায়েত বলেছেন: ধন্যবাদ আপনাকে। সময় করে পড়া এবং মন্তব্য করার জন্য।

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৮

এস বাসার বলেছেন: ভালো লাগলো।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

শামীম সুজায়েত বলেছেন: জেনে খুশী হলাম।
ভাল থাকবেন।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০২

দাদা- বলেছেন: ভালো লাগলো। সুন্দর হয়েছে পোষ্টটি।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২

শামীম সুজায়েত বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা।
ভাল থাকবেন।
শুভ কামনা রইলো।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো। সুন্দর হয়েছে পোষ্টটি।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৯

শামীম সুজায়েত বলেছেন: ভাল লাগলো, ভাল লেগেছে বলে।
ভাল থাকবেন।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৯

মারুফ হোসেন বলেছেন: ভালো লাগল। :)

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭

শামীম সুজায়েত বলেছেন: ধন্যবাদ আপনাকে। নগ্নতার মধ্যে যে ভাল লাগার কিছু থাকতে পারে, সেটি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।

ভাল থাকবেন।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: মাইকেল এঞ্জেলোর "ডেভিড" নেই তালিকায় !

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮

শামীম সুজায়েত বলেছেন: মাইকেল এঞ্জেলোর - "ডেভিড" এখানে স্থান না পেলেও তাঁর অন্য একটি ভাস্কর্য্যকর্ম স্থান পেয়েছে। সেটি হলো "খ্রিষ্ট"।

# গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ থাকা খ্রিষ্ট ভাস্কর্য্যর ছবি পোস্টে দেয়া আছে।

# "ডেভিড" নামে যে ভাস্কর্য্য স্থান পেয়েছে, সেটির শিল্পি Donato di Niccolò di Betto Bardi, তিনি ১৩৮৬ খ্রিস্টাব্দে ইতালিতে জন্ম গ্রহন করেন। মারা যান ১৪৬৬ খ্রিষ্টাব্দের ১৩ ডিসেম্বর।

"ডেভিড" নামে তাঁর করা ব্রঞ্জের মূর্তিটি স্থান পেয়েছে গার্ডিয়ানের তালিকায়। তবে আপনি যা বোঝাতে চেয়েছেন, তা সঠিক বলে আমারও বিবেচনায় এসেছে।

মাইকেল এঞ্জোলোর "ডেভিড" ভাস্কর্য্য অসাধারণ। সেটিও তালিকাভুক্ত হওয়ার দাবি রাখে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৩

মামুন রশিদ বলেছেন: বেশ !

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৫

শামীম সুজায়েত বলেছেন: নগ্নতার মাঝে সুন্দরকে খুঁজে ফেরার চেষ্টা।

ভাল থাকবেন।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১০

জমরাজ বলেছেন: নগ্ন সুন্দর।
প্রিয়তে রাখলাম।

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪২

শামীম সুজায়েত বলেছেন: প্রিয়তে রেখেছেন জেনে ভাল লাগলো।

ভাল থাকা হোক সবসময়।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

কোবিদ বলেছেন:
অজানা সব গুরুত্বপূর্ণ তথ্য জেনে ভালো লাগলো।

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৭

শামীম সুজায়েত বলেছেন: প্রতিবেদনটি পড়ার সময় মনে হলো অনুবাদ করে এটি শেয়ার করি।

ভাল লেগেছে জেনে খুশী হলাম।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭

ভালোবাসা কারে কয় বলেছেন: হম

১১| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৭

নিসাব বলেছেন: ভালো লাগল। অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬

শামীম সুজায়েত বলেছেন: আমারও ভাল লাগলো, আপনাদের ভাল লাগাতে পেরেছি বলে।

১২| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৮

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর পোষ্ট +++

ছবি সম্ভবত দুটো বাদ পরেছে।

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

শামীম সুজায়েত বলেছেন: ঠিকই ধরেছেন।

ইচ্ছে করেই, Wolfgang Tillmans এর Kneeling Nude ছবিটি দেয়া হয়নি। ছবিটি আসলে দেয়ার মত নয়।

ভাল থাকবেন। ভাল লাগলো আপনাকে এখানে পেয়ে।

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৫

আমি অপদার্থ বলেছেন:
নগ্নতা একটি শিল্প :)

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

শামীম সুজায়েত বলেছেন: নগ্নতা আসলেই শিল্প।

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ পোস্ট +++

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১

শামীম সুজায়েত বলেছেন: প্লাসে অভিভূত!
শুভ কামনা রইলো।

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩০

বিদ্রোহী বাঙালি বলেছেন: Wolfgang Tillmans – Kneeling Nude (1997 এই ছবিটা মনে হয় ভুলে সংযুক্ত করা হয় নাই। বাকীগুলো চমৎকার। শেয়ার করার জন্য ধন্যবাদ শামীম সুজায়েত।

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

শামীম সুজায়েত বলেছেন: ছবিটা ইচ্ছে করেই দেইনি ভাই।
তবে সেটির লিঙ্ক দিলাম এখানে : দেখে নিতে পারেন।

Click This Link

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: বুঝে নিয়েছি কেন দেন নাই। ধন্যবাদ।

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর পোষ্ট !

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২২

শামীম সুজায়েত বলেছেন: অনেক ধন্যবাদ।

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ডেভিডকে আশা করেই ঢুকেছিলাম। অচেনা কয়েকটা দেখলাম।

১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৫

শামীম সুজায়েত বলেছেন: গার্ডিয়ান এগুলোকে সেরা দশ হিসাবে নির্বাচিত করেছে।

ভাল থাকবেন।

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৭

শামীম সুজায়েত বলেছেন: গার্ডিয়ান এগুলোকে সেরা দশ হিসাবে নির্বাচিত করেছে।

ভাল থাকবেন।

২০| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩

আমিজমিদার বলেছেন: শরম পাইলাম :#>

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১৮

শামীম সুজায়েত বলেছেন: হা: হা:
আমিও শরমে শরমে লিখিলাম!

২১| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:১৩

মাথা ঠান্ডা বলেছেন: শিল্পকলা।

০৭ ই মে, ২০১৪ দুপুর ২:০১

শামীম সুজায়েত বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২২| ০৯ ই মে, ২০১৪ দুপুর ২:১২

জন কার্টার বলেছেন: নগ্নতার ভেতরেও যে সৌন্দর্য্য থাকে

হুম চমৎকার পোস্ট



০৯ ই মে, ২০১৪ বিকাল ৫:৪১

শামীম সুজায়েত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
নগ্নতার ভেতরে সৌন্দর্য্য খোঁজার চেষ্টা মাত্র।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.