নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুজায়েত শামীম

শামীম সুজায়েত

ছাত্রজীবনে সাংবাদিকতার হাতেখড়ি।শুরু করা শখের বসে। একসময় তা নেশা থেকে পেশা।ব্যবস্থাপনায় অনার্স-মাস্টার্স শেষ করে পছন্দের এ পেশায় কেটে গেলো অনেকটা সময়। অভিজ্ঞতার ঝুলিতে জমা পড়েছে পেশাগত জীবনে চলার পথে পাওয়া নানা অসঙ্গতির চিত্র।এখন লেখালেখি করি নিজের আনন্দে, ক্লান্তিহীন ভাবে যা ভালো লাগে।আমার জন্ম ১৯৭৭ সালের ২রা ফেব্রুয়ারি যশোর উপশহর আবাসিক এলাকায়। আমার শৈশব ও কলেজ জীবন কেটেছে এখানেই।জীবন জীবিকার তাগিদে এখন গঙ্গাবুড়ির আলোঝলমল শহরে্ কাটছে সারাবেলা। যোগাযোগ:ই মেইল : [email protected]হটলাইন : +ফেসবুক : https://www.facebook.com/sumon.sujayet জন্মদিন : 02.02.1977

শামীম সুজায়েত › বিস্তারিত পোস্টঃ

যে টাকায় মানুষের রক্ত লেগে আছে

০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:২৪

"যার রিমান্ডে থাকার কথা, তিনি 'টক-শো'তে।"



মিডিয়া হাউসগুলো বোধ হয় খুব বেশি প্রফেসন্যাল বা কমার্শিয়াল হয়ে পড়ছে। শীর্ষে ওঠার প্রতিযোগীতায় টিকে থাকতে প্রচলিত মিডিয়া এ্যাথিক্স ভেঙে ফেলছে। সংবাদকর্মী থেকে হয়ে যাচ্ছেন সুবিধাভোগী। বদলে যাচ্ছে বিবেক, বিবেচনাবোধ।



চলমান সময়টা যেন অশান্তির ভিরু আবরণে আবৃত্ত। কন্ঠস্বরে নেই দৃঢ়তা।

বরং রয়েছে ভিড় এড়িয়ে চলার এক ধরণের মনোবৃত্তি।



আমরা বোধ করি অনেক বেশি স্বার্থপর হয়ে পড়ছি। অনেক বেশি মমতাহীন। লোভী এবং বিলাসী। তিস্তার মত শুকিয়ে যাচ্ছে আমাদের অন্তরে বহমান মমতা নদী। আমাদের "সততা" মিশে গেছে ডাসবিনের ময়লা আবর্জনায়। কুকুরের মুখে ঠাই পেয়েছে বিবেক।



টাকা'ই কি আমাদের প্রথম ঈশ্বর?



"টাকা" পেলেই হলো। টাকার জন্য গায়ের কাপড় খোলা থেকে শুরু করে খুন-গুম, জুলুম-নির্যাতন, ক্ষমতার দাপট, সবই করতে পারি আমরা। বদলে যাই রাতারাতি। ভুলে যাই অতীত।



অবৈধ উপার্জন ছাড়া কোন ভাবেই যেন পূর্ণতা পাচ্ছেনা মানবের নিরাকার চাহিদা। সীমা-পরিসিমা নেই। টাকার কাছে বিবেকের নির্লজ্ব নতজানু যেন এখন স্বাভাবিক ঘটনা।



ধর্ম মানি, না মানি। সৃষ্টিকর্তা বিশ্বাস করি, না করি, নিজের বিবেকের চেয়ে বড় আল্লা-খোদা নেই। প্রতিটি মানুষ যার যার বিবেকের সামনে দাড়ালে আয়নার মত পরিস্কার কি দেখতে পায়না, কোনটি ভাল, কোনটি মন্দ। কোনটি মানবতা বিরোধী, কোনটি অভিশ্বাপ মিশৃত।



সেই বিবেকের কাছে কি একটিবারও প্রশ্ন করেননি র‌্যাব ১১-এর সিও চাকুরিচ্যুত তারেক সাঈদ মোহাম্মদ?



তিনিও তো একজন বাবা। তিনিও তো কারোর সন্তান।

কেনো রাষ্ট্রের শক্তিযন্ত্র ব্যবহার করে হবে হত্যাযজ্ঞ?



পেশাগত কারণেই কোন এক সময় "চোঁখের জল লেগে" থাকা এমন অনেক টাকার হাত বদলের নানা কাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দেখার সুযোগ মিলেছে। কখনও বা নিজের মানিব্যাগে আটকে থেকেছে ঘুষ প্রদানকারী দরিদ্র অসহায় মানুষের চোঁখের জল।



আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবৈধ উপার্জনের খাতগুলো যে দিনেদিনে চরম অমানবিক পর্যায় পৌছে যাচ্ছে, তা নিয়ে সংশয় বোধ হয় নেই খুব একটা। টাকার বিনিময়ে নিজের বিবেকের সাথে যেযত "টিনেরচশমা" পড়তে পারবেন, সে যেন অর্থসম্পদে এগিয়ে গেলেন বহুদূর।



যারা আজ নারায়নগঞ্জের সেভেন মার্ডারে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত, তারা সবাই এক কথায় বিবেকহীন বিকারগ্রস্থ। কেবলই টাকা নামে "ঈশ্বর" এর পেছনে ছুটে চলেছে এদের মত সমাজের কিছু বিকারগ্রস্থ মানুষ।



যে টাকায় চোঁখের জল শুধু নয়, মানুষের রক্ত লেগে আছে, সেই টাকা দিয়ে কি সন্তানের মুখে খাবার তুলে দেয়া যায়?



যে টাকায় লেগে থাকে এতিম হয়ে যাওয়া ছেলে-মেয়ের বুক ফাটা কান্না, মায়ের আহাজারি, স্ত্রী'র নোনাজল,

যে টাকায় লেগে থাকে বাচাঁর আকুতি,

সে তো "টাকা" নয়, স্বজনহারা শোকাহত মানুষের অভিশ্বাপ।



মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ক্রমেই আমাদের বিবেক বোধ মরে যাচ্ছে। কিছু বলার ভাষা নেই।

০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:২৭

শামীম সুজায়েত বলেছেন: বিবেক জাগ্রত করার সংগ্রামে ঝাপিয়ে পড়ার সময় বোধ হয় এসে গেছে।

অনেক ধন্যবাদ আপনাকে।

আমার প্রতি পোস্টে আপনার স্পর্শে অনুপ্রাণীত হই দারুণ।

২| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:৩২

ঢাকাবাসী বলেছেন: উপরের ভাল কথাগুলো শ্রেফ কথার কথা। বাস্তবে এসবের কোনই দাম আছে বলে মনে হয়না। ছ'কোটি টাকার কাছে বাস্তবে এসবের দাম আছে কিনা থাকতে পারে কিনা ভাবুন তো! অমুকে ঘুষ খায়না! তা কত টাকা খায় না? ঘুষ খাওয়ার চান্স পান না বলে খান না!

০৯ ই মে, ২০১৪ বিকাল ৫:২৭

শামীম সুজায়েত বলেছেন: ঘুষ নিতে পারেন। তবে মানুষের চোখের জল লেগে থাকা ঘুষের টাকা নিতে আপত্তি আছে আমার। তার চেয়েও বেশি আপত্তি এবং ঘৃণা রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে যারা মানুষ হত্যার বিনিময়ে নেয় টাকা।

৩| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১:৫৭

(একজন নিশাদ) বলেছেন: আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন।

০৯ ই মে, ২০১৪ রাত ১১:৩১

শামীম সুজায়েত বলেছেন: হুম।
আল্লাহ ভরসা।

৪| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৭

মামুন রশিদ বলেছেন: কিচ্ছু বলার নেই ।

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

শামীম সুজায়েত বলেছেন: বলতে বড় ভয়!
কিছুই বলার নাই।

ভাল থাকবেন।

৫| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ""ঘুষ নিতে পারেন। তবে মানুষের চোখের জল লেগে থাকা ঘুষের টাকা নিতে আপত্তি আছে আমার। তার চেয়েও বেশি আপত্তি এবং ঘৃণা রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে যারা মানুষ হত্যার বিনিময়ে নেয় টাকা"

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

শামীম সুজায়েত বলেছেন: একমত পোষণের জন্য অনেক ধন্যবাদ এক নিরুদ্দেশ পথিক।

শুভ কামনা রইলো।

৬| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

মীর রেজা হোসাইন শহীদ বলেছেন: মিডিয়ার ও মিডিয়া কর্ম-কুশলীরা নিজেদেরকে মুক্ত বিবেকের লোক মনে করলেও তারা আসলে নিজেেদের বিবেকের সাথে প্রতারণা করেই চলেছেন। শুধু মাত্র কয়েকটি টাকার জন্য। এই পরজীবী বিবেহীনাদের কাঝে আমরা আর কিই বা আশা করতে পারি?

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২১

শামীম সুজায়েত বলেছেন: বিবেকহীন হয়ে পড়ছে মিডিয়া বিবেক।

৭| ১০ ই মে, ২০১৪ রাত ১:৩৮

উড়োজাহাজ বলেছেন: এই টাকা্ওয়ালাদের আত্মহত্যা করা উচিত।

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২২

শামীম সুজায়েত বলেছেন: ঠিকই বলেছেন উড়োজাহাজ।

আত্নহত্যা করা উচিৎ।

৮| ১০ ই মে, ২০১৪ রাত ২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: শুধু নিজের বিবেকবুদ্ধি নয় অর্থের জন্য এরা যে "প্লেটে খায় সেটাতেও ফুটো করতে দ্বিধা করে না"। বিতর্কিত র্যাব আরো বিতর্কিত হয়ে পড়লো। আর এই তারেকের খুটি অনেক গভীরে।

১০ ই মে, ২০১৪ রাত ৮:১৭

শামীম সুজায়েত বলেছেন: সেটি ঠিক বলেছেন।

অনেক গভীরে।


ভাল থাকবেন।

৯| ১০ ই মে, ২০১৪ সকাল ৯:০৬

তাসজিদ বলেছেন: এখন মানুষ নৈতিকতা শুনলে সামনেই দাত কেলিয়ে হাসে। টাকা প্রয়োজন। আরও আরও টাকা। টাকাই তাদের কাছে গড়।

১২ ই মে, ২০১৪ রাত ১০:৩৪

শামীম সুজায়েত বলেছেন: ঠিকই বলেছেন ভাই তাসজিদ।
মানুষ ভেবে দেখেনা, ঘুষের টাকায় লেগে আছে কতটুকু নোনাজল।

১০| ১০ ই মে, ২০১৪ সকাল ৯:৫১

বোধহীন স্বপ্ন বলেছেন:
"টাকা" পেলেই হলো। টাকার জন্য গায়ের কাপড় খোলা থেকে শুরু করে খুন-গুম, জুলুম-নির্যাতন, ক্ষমতার দাপট, সবই করতে পারি আমরা। বদলে যাই রাতারাতি। ভুলে যাই অতীত।

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

শামীম সুজায়েত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

শুভ কামনা রইলো।

ভাল থাকবেন।

১১| ১০ ই মে, ২০১৪ সকাল ১০:১৫

বিপ্লব৫৫ বলেছেন: যে টাকায় লেগে থাকে
এতিম হয়ে যাওয়া ছেলে-মেয়ের বুক ফাটা কান্না,
মায়ের আহাজারি, স্ত্রী'র নোনাজল,
যে টাকায় লেগে থাকে বাচাঁর আকুতি,
সে তো "টাকা" নয়, স্বজনহারা শোকাহত মানুষের অভিশ্বাপ।


কোন কিছুতেই এদের মনে দাগ কাটে না।

৩১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৪

শামীম সুজায়েত বলেছেন: ঠিকই বলেছেন, কোন কিছুতেই এদের মনে দাগ কাটেনা।

আপনাকে অনেক ধন্যবাদ, পোস্টে মন্তব্য করার জন্য।

ভাল থাকবেন।

১২| ১০ ই মে, ২০১৪ দুপুর ১:৩১

রাতুলবিডি৫ বলেছেন: মামুন রশিদ বলেছেন: কিচ্ছু বলার নেই ।

২৪ শে মে, ২০১৪ রাত ২:৩৮

শামীম সুজায়েত বলেছেন: আমিও তাই বললাম, কিছুই বলার নেই।
কিন্তু কেউ বলছি না বলে বলা হচ্ছেনা।
যখন দেখবেন একজন-দুজন-পাঁচজন বলতে শুরু করেছে,
তখন সবাই বলতে শুরু করবে,
এক সময় তা জনজোয়ার সৃষ্টি করবে।


১৩| ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৫২

ইঞ্জিঃ সামি বলেছেন: আমরা প্রত্যেকেই শুধু বলি। কাজের সময় সততা ধরে রাখিনা। সুন্দর লেখাতির জন্য ধন্যবাদ

৩১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৭

শামীম সুজায়েত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

কাজের সময় আমরা সততা ধরে রাখিনা। এই অবস্থা থেকে বের হতে হবে আমাদের।

১৪| ১৪ ই মে, ২০১৪ রাত ১২:৫০

একজন ঘূণপোকা বলেছেন: উনি হচ্ছেন তিনি



১৪ ই মে, ২০১৪ রাত ১:২৫

শামীম সুজায়েত বলেছেন: হ্যা,
উনাকে তো ভাই স্বপ্নে, দু:স্বপ্নে চিনি।

ভাল থাকবেন আপনি।

১৫| ৩১ শে মে, ২০১৪ সকাল ৯:৩০

রাতুলবিডি৫ বলেছেন: জয় বাংলা

৩১ শে মে, ২০১৪ দুপুর ২:০২

শামীম সুজায়েত বলেছেন: জয় বাংলা।

১৬| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:৫৪

রিফাত ২০১০ বলেছেন: মানুষের রক্ত লেগে থাকা টাকার হিসাব একদিন দিতেই হবে।

০৯ ই জুন, ২০১৪ রাত ১:৩১

শামীম সুজায়েত বলেছেন: অবশ্যই দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.