নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুজায়েত শামীম

শামীম সুজায়েত

ছাত্রজীবনে সাংবাদিকতার হাতেখড়ি।শুরু করা শখের বসে। একসময় তা নেশা থেকে পেশা।ব্যবস্থাপনায় অনার্স-মাস্টার্স শেষ করে পছন্দের এ পেশায় কেটে গেলো অনেকটা সময়। অভিজ্ঞতার ঝুলিতে জমা পড়েছে পেশাগত জীবনে চলার পথে পাওয়া নানা অসঙ্গতির চিত্র।এখন লেখালেখি করি নিজের আনন্দে, ক্লান্তিহীন ভাবে যা ভালো লাগে।আমার জন্ম ১৯৭৭ সালের ২রা ফেব্রুয়ারি যশোর উপশহর আবাসিক এলাকায়। আমার শৈশব ও কলেজ জীবন কেটেছে এখানেই।জীবন জীবিকার তাগিদে এখন গঙ্গাবুড়ির আলোঝলমল শহরে্ কাটছে সারাবেলা। যোগাযোগ:ই মেইল : [email protected]হটলাইন : +ফেসবুক : https://www.facebook.com/sumon.sujayet জন্মদিন : 02.02.1977

শামীম সুজায়েত › বিস্তারিত পোস্টঃ

ব্লগটক : পক্ষে-বিপক্ষে মুক্তমত

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৭

"ব্লগটক।" একটি আলোচনার টেবিল। যেখানে কথা বলে হাতের আঙ্গুল। কেউ আমেরিকা, কেউ লন্ডনে, কেউবা দেশের মাটিতে। যে যেখানেই থাকুক না কেনো, সুনির্দিষ্ট ইস্যু নির্বাচন করে সবাই মিলে বসতে পারি একই টেবিলে। পক্ষে-বিপক্ষে আলোচনা করে উপসংহার টানতে পারি, সিদ্ধান্তে পৌছাতে পারি, সংগঠিত মতামত তুলে ধরতে পারি বিশ্ববাসীর কাছে। ব্লগার সেন্টিমেন্ট দূর করে দিতে

পারে অনেক অসঙ্গতি, জনদূর্ভোগ ও অমানবিকতা।

ব্লগটক নিয়ে আরও সহজ ভাবে বলা যায়, ব্যাপারটা টিভি চ্যানেলের "টকশো" র মত। সেখানে সুনির্দিষ্ট কয়েকজন মানুষ বক বক করেন, আমরা চুপচাপ শুনি। কোথাও কোথাও হয়তো টেলিফোন করে লাইভ আলোচনায় অংশ নেয়ার সুযোগ থাকে দর্শক শ্রোতাদের। কিন্তু সেটাও সীমিত। অফুরন্ত মতামত প্রকাশের সুযোগ হয়না। কিন্তু আমরা যারা ব্লগিং করি, তারা চাইলেই পারি অফুরন্ত কথা বলতে। গঠনমূলক আলোচনা করতে।

এই লেখালেখি আমাদের নাগরিক সুবিধা বৃদ্ধি, জনদূর্ভোগ হ্রাস, দেশ ও জাতির কল্যাণে সময়োপযোগী গঠনমূলক মতামত বিশ্লেষণের একটি প্লাটফর্ম হিসাবে চিন্হিত হতে পারে। আমরা যারা ব্লগিং করি, বিশেষ করে সামু প্লাটফর্মে যাদের একনিষ্ঠ ওঠাবসা, তাদের মধ্যে যে কেউ "ব্লগটক" উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রতি সপ্তাহে দু'বার করে সামু ব্লগে হতে পারে ব্লগারদের খোলাখুলি মতামত বিশ্লেষণ।

ধরুণ ঢাকাসহ সারা দেশে ফিটনেসবিহিন মোটরযান ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বিআরটিএ। যানজট নিরসণ ও দুর্ঘটনারোধে এ উদ্যোগ নেয়া হয়েছে। এটি নিয়ে সারা দেশেই পক্ষে ও বিপক্ষে হয়েছে সাধারণ মানুষের মধ্যে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও উঠে এসেছে নানাধর্মী প্রতিক্রিয়া।

"ফিটনেসবিহিন মোটরযান অভিযান, জনদুর্ভোগ ও মানবিকতা" বিষয় নির্বাচন করে আমরা ব্লগাররা মতামত দিতে পারি। সেখানে কেউ চায়লে তার পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেও মতামত দিতে পারেন। পোস্টে চলমান মতামত গুলো সারসংক্ষেপ করে সেটি আপডেট করার দায়িত্ব পোস্টদাতাকে পালন করতে হবে।

আপাতোত প্রস্তাবনা হিসাবে উপস্থাপন করা হলো "ব্লগটক।" আপনাদের সুচিন্তিত মতামত পেলে উদ্যোগটিকে এগিয়ে নেয়া যায়। আলোচনার বিষয় নির্ধারণ করার ক্ষেত্রে কারোর কোন পরামর্শ থাকলে তা মন্তব্যে উল্লেখ করতে পারেন। সামু কর্তৃপক্ষ চায়লে নিজেরাও এ ধরণের উদ্যোগের সমন্বয়কারী হতে পারেন। সবার অংশগ্রহনের মধ্যে দিয়ে প্রাণবন্ত হয়ে উঠতে পারে সামুর ব্লগটক।

--------------------------------------------------------------------------

সুনির্দিষ্ট এই বিষয়গুলো নিয়ে সংখ্যা গরিষ্টের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া যায়।

(১) সপ্তাহে কবে কবে সামু ব্লগে আমরা "ব্লগটক" করতে পারি?

(২) কয় ঘন্টা ধরে হতে পারে আলোচনা?

(৩) আলোচনা চলাকালে যাবতীয় তথ্য আপডেট করার দায়িত্ব বন্টনের বিষয়ে পরামর্শ।

(৪) ব্লগটকের আলোচনার বিষয় বস্তু নির্ধারণের কৌশল।

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:১৮

খাটাস বলেছেন: সুন্দর উদ্যোগ, সাথে আছি। এমন একটা ভাবনার কথা শুনেছি কয়েদিন আগে।
কাল সকালে দেখব।

১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৩

শামীম সুজায়েত বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগার খাটাস আপনাকে।
বাস্তবতা হলো অসঙ্গতি, অনিয়মসহ নানা প্রতিবন্ধকতা থেকে উত্তরণে এই ধরণের উদ্যোগ নেয়া যাই। অন্তত আলোচনার মধ্য দিয়ে জনমন তৈরি হোক।

২| ১২ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৫৪

কাহাফ বলেছেন:
সুন্দর প্রয়োজনীয় উদ্যোগের সাথে স হমত পোষণ করছি.........!!!

১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

শামীম সুজায়েত বলেছেন: অনেক ধন্যবাদ। সামুর প্লাটফর্মে সামু ব্লগারদের সক্রিয় অংশগ্রহন প্রত্যাশা করছি।

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো প্রস্তাব । ভালো পোস্ট ভ্রাতা ।
এক এক ব্লগটক এ এক একটা এজেন্ডা বা বিষয়বস্তু থাকলে ভালো হয় ।

শুভেচ্ছা :)

১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

শামীম সুজায়েত বলেছেন: এটি আপাতোত খসড়া প্রস্তাবনা। আপনাদের পরামর্শগুলো নিয়ে একটি গঠনতন্ত্র বা নিয়ম নীতি প্রস্তুত করা হবে। সেটি সবসময়ের জন্য উল্লেখ থাকবে পোস্টে। উন্মুক্ত আলোচনা থেকে সংখ্যাগরিষ্ঠ মতামত তুলে ধরা হবে।

৪| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬

সাবরিন কল্পনা বলেছেন: খুব ভাল একটি বিষয় সফলতা আশা করছি

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

শামীম সুজায়েত বলেছেন: মতামত প্রকাশের জন্য আপনারও সক্রিয় অংশগ্রহন কামনা করছি।

৫| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০২

আমিনুর রহমান বলেছেন:



এই বিষয় নিয়ে গত ৭/৮ দিন আগ থেকেই আমরা কিছু ব্লগার এই বিষয় নিয়ে ভাবছিলাম। পোষ্টের জন্য ধন্যবাদ। সম্ভবত এই বিষয় নিয়ে ব্লগার খাটাস গত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলো।


১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫

শামীম সুজায়েত বলেছেন: তাহলে তো আরও ভাল হলো আমিনুর ভাই। আমরা যেযার অবস্থানে থেকে "ব্লগটক" চালিয়ে নিয়ে যেতে পারি।

ব্লগার খাটাসের প্রস্তুতিগুলো সমন্বয় করা যায় এ্খানে।

৬| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো প্রস্তাব । আমার তো মনে হচ্ছে ভালই হবে ব্যাপারটা।

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

শামীম সুজায়েত বলেছেন: ভাল ভাবে এগিয়ে নিতে চাই সকলের সুনির্দিষ্ট মতামত।

৭| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: বেশ ভাল উদ্দোগ, কিছু নির্দিষ্ট বিষয়ে একটি নির্দিষ্ট প্লাটফর্মে আলোচনা করলে ভাল একটা ফলাফল পাওয়া য়ায়।


একমত আপনিসহ আমার আগে যারা মন্তব্য করেছে তাদের সবার সাথে।

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

শামীম সুজায়েত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কোন বিষয় নির্বাচনের আগে পারসোনাল মেইল করে চুড়ান্ত করে নিতে পারি। তারপর সেটি ব্লগে পোস্ট দেয়া গেলো। সবাই মতামত দিতে থাকলেন।

৮| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

জেরিফ বলেছেন: সাথে আছি ভ্রাতা :)

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

শামীম সুজায়েত বলেছেন: অবশ্যই সাথে থাকবেন। দায়িত্ব নিয়েই আমরা কাজ করতে চাই।

৯| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

কলমের কালি শেষ বলেছেন: প্রস্তাবের সাথে সহমত ।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

শামীম সুজায়েত বলেছেন: অনেক ধন্যবাদ। কেবল সহমত থাকলে হবেনা ব্লগার ভাই "কলমের কালি শেষ," আপনার সক্রিয়া অংশগ্রহন কামনা করছি।

১০| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

আমিনুর রহমান বলেছেন:



ব্লগটক এর আগে বিষয়টা নিয়ে একটা পোষ্ট আসতে পারে। বিষয় কি? কখন পোষ্ট আসবে? অতিথি কে বা কারা থাকছে? কিংবা অতিথি হতে যারা আগ্রহী তারা সেই পোষ্টে এসে জানিয়ে যেতে পারে যে সে আগ্রহী আলোচনায় বসতে।


১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

শামীম সুজায়েত বলেছেন: এটি ভাল বলেছেন।
প্রাথমিক অবস্থায় সুনির্দিষ্ট একটি সময়ে ধরুণ বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৬টা অথবা সন্ধ্যা থেকে রাত্রি ১ টা এমনই ভাবে ৬ ঘন্টা বা ৭ ঘন্টা সময় বের কে নিয়ে আলোচনা চলতে পারে। আমরা যারা ব্লগে লগইন আছি, তারা সবাই অংশ নিতে পারি আলোচনায়।

পরবর্তিতে অতিথি আনার বিষয়টি ভাবতে পারি।

আপনার পরামর্শ অব্যাহত থাকুক।
প্রয়োজনে আমরা সবাই সরাসরি মিলিত হয়ে নিয়মাবলি তৈরি করে নিতে পারি।

১১| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

সুমন কর বলেছেন: চমৎকার প্রস্তাব। এতে ব্লগ প্রাণবন্ত হয়ে উঠতে পারে।

আগে থেকেই ঠিক করতে হবে মাসের কোন দিনে, কি বিষয়ে, কখন, কে বা কারা "ব্লগটক" নিয়ে পোস্ট দেবে। তবে আলোচনায় যাতে সব ব্লগার অংশগ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে।

সাথে আছি।

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১

শামীম সুজায়েত বলেছেন: প্রাথমিক অবস্থায় আমরা প্রতিমাসে দু'বার করে "ব্লগটক" করতে পারি।
আপনাদের সবার মতামত নিয়ে প্রস্তাবনাটি চুড়ান্ত করা হবে।

১২| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

 বলেছেন: সুন্দর উদ্যোগ, সাথে আছি :) :) :)

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

শামীম সুজায়েত বলেছেন: আপনাদের সবার সক্রিয় অংশগ্রহনে গতিময় হয়ে উঠুক সামু।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

মামুন রশিদ বলেছেন: সুন্দর ভাবনা । শুরু করে দিন, সাথে আছি ।

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৫

শামীম সুজায়েত বলেছেন: অনেক ধন্যবাদ।
দশে মিলে করি কাজ
যত মত তত পথ।

১৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: প্রস্তাবটা মনে ধরেছে । সাথে থাকবো ইনশাল্লাহ ।

১৫| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২০

শামীম সুজায়েত বলেছেন: অনেক ধন্যবাদ।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৩

প্রবাসী পাঠক বলেছেন: খুব ভালো একটি প্রস্তাব।

আমার ব্যক্তিগত মতামত, কোন ব্লগারকে এই পোস্টে অতিথি না করে যে কোন নির্দিষ্ট বিষয়বস্তু ঠিক করে তার উপর উন্মুক্ত আলোচনা হতে পারে।

সাপ্তাহিক বন্ধের দিন, শুক্রবার এই ব্লগটক এর আয়োজন করা যেতে পারে। প্রতি মাসে দুইটি ব্লগটক হতে পারে। আর বাকি দুই শুক্রবার ব্লগটকে উপস্থাপিত আলোচনার মতামতগুলো একত্রিত করে আলাদা পোস্ট দেয়া যেতে পারে।

যেমন, মাসের প্রথম শুক্রবার ব্লগটক হল। দ্বিতীয় শুক্রবারে ঐ পোস্টের উল্লেখযোগ্য মতামত, সিদ্ধান্তগুলো পোস্টের মাধ্যমে তুলে ধরা হল। ঠিক এইভাবেই তৃতীয় শুক্রবার ব্লগটক এবং চতুর্থ শুক্রবার মূল্যায়ন তুলে ধরা।

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

শামীম সুজায়েত বলেছেন: আপনার পরামর্শ গুলো অনেক বেশী পছন্দ হয়েছে।
আপনার পরামর্শ অনুযায়ী জিনিসটা সাজানোর পরিকল্পনা আছে।

এব্যাপারে কয়েকজন ব্লগার দায়িত্ব নিয়ে একসাথে কাজ করতে পারলে ভাল হতো। বিশেষ করে বিষয় বস্তু নির্বাচনের ক্ষেত্রে আগাম আলোচনা করে নেয়া জরুরি।

ইমেইল আইডি দিয়েন।
আমারটা দিলাম: [email protected] আপনাদেরটা জানিয়েন।

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: ধন্যবাদ শামিম ভাই।


আমার ইমেইল আইডি

[email protected]

ফেসবুকে প্রবাসী পাঠক নামেই আছি। ফেসবুকে আপনাকে রিকুয়েস্ট পাঠিয়ে দিয়েছি।

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১২

শামীম সুজায়েত বলেছেন: আপনার ঠিকানায় মেইল পাঠালাম। ফেইলর ডেলিভারি বললো। বুঝতাছিনা সমস্যা কোথায়। কপি পেস্ট করে তো নিলাম।

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

প্রবাসী পাঠক বলেছেন: [email protected]


ভাই দুঃখিত। ভুলটা আমার ছিল। মেইল আইডি টাইপ করতে আমি ভুল করেছিলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.