নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুজায়েত শামীম

শামীম সুজায়েত

ছাত্রজীবনে সাংবাদিকতার হাতেখড়ি।শুরু করা শখের বসে। একসময় তা নেশা থেকে পেশা।ব্যবস্থাপনায় অনার্স-মাস্টার্স শেষ করে পছন্দের এ পেশায় কেটে গেলো অনেকটা সময়। অভিজ্ঞতার ঝুলিতে জমা পড়েছে পেশাগত জীবনে চলার পথে পাওয়া নানা অসঙ্গতির চিত্র।এখন লেখালেখি করি নিজের আনন্দে, ক্লান্তিহীন ভাবে যা ভালো লাগে।আমার জন্ম ১৯৭৭ সালের ২রা ফেব্রুয়ারি যশোর উপশহর আবাসিক এলাকায়। আমার শৈশব ও কলেজ জীবন কেটেছে এখানেই।জীবন জীবিকার তাগিদে এখন গঙ্গাবুড়ির আলোঝলমল শহরে্ কাটছে সারাবেলা। যোগাযোগ:ই মেইল : [email protected]হটলাইন : +ফেসবুক : https://www.facebook.com/sumon.sujayet জন্মদিন : 02.02.1977

শামীম সুজায়েত › বিস্তারিত পোস্টঃ

ডা. মেহজাবিন হত্যা মামলার তদন্ত হোক প্রভাবমুক্ত

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৫

মানুষের জীবন বাঁচাতে, সুস্থ করে তুলতে যে মেয়েটি ডাক্তার হলো, তাকে ডাক্তারি করতে দেয়া হলোনা। নিতে দেয়া হলোনা চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রি। স্বপ্নগুলো তার ছড়িয়ে গেলো লাশকাটা ঘরে।

ডাক্তার মেহজাবিন ও তার স্বামীর এই ছবিটা যশোর থেকে পাঠিয়েছেন আমার খুব কাছের একজন সংবাদকর্মী। ছবিটার দিকে যতবার তাকিয়েছি, ততবারই মনে হয়েছে হাস্যজ্বল ভঙ্গিমায় থাকা ছেলেটির চোঁখের মধ্যে কী পরিমান নিষ্ঠুরতা লুকিয়ে আছে, তা প্রতিটি মানুষের জানা উচিৎ। দেশের প্রতিটি কর্ণার থেকে সোচ্চার হয়ে ওঠা উচিৎ সর্বস্তরের মানুষের। সরকারের সর্বোচ্চ পর্যায়ে একটাই দাবি তোলা উচিৎ, এই হত্যা মামলাটির তদন্ত যেন প্রভাবমুক্ত হয়। কেননা নিহতের শ্বশুর খান টিপু সুলতান একজন ক্ষমতাধর ব্যক্তি। শুরু থেকেই তিনি বলে আসছেন তার বৌমা আত্নহত্যা করেছে। অথচ নিহতের সারা শরীরে রয়েছে আঘাতের চিন্হ। গলায় আঙ্গুলের ছাপ স্পষ্ট। কেউ গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করলে স্বাভাবিক ভাবে গালের ভেতর থেকে জিব বেরিয়ে আসে। ডা মেহজাবিনের তা হয়নি। বরং শরির জুড়ে আছে ফোলা জখমের অজস্র দাগ। এটি যে হত্যাকান্ড তা নিয়ে নূন্যতম সন্দেহ নেই নিহতের পরিবারের।

ডাক্তার মেহজাবিনের স্বামী এখন কারাগারে। স্ত্রী হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি হিসাবে তাকে আটক করেছে পুলিশ। কিন্তু এই হত্যাকান্ডের থিঙ্ক ট্যাঙ্ক যশোর মনিরামপুরের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান এখনও গ্রেফতার হননি। তবে তিনি গ্রেফতার হতে পারেন বলে সংবাদ প্রকাশ করেছে একটি অনলাইন পত্রিকা। এদিকে অপর একটি অনলাইন পত্রিকা থেকে জানা গেছে, গ্রেফতার এড়াতে স্বস্ত্রীক পালালেন টিপু । তবে ঘটনার কয়েক ঘন্টার মধ্যে তার স্ত্রী ডা. জেসমিন আরা আত্নগোপনে চলে যান।

একটি বেসরকারি ব্যাংকে কর্মরত মেহজাবিনের একজন মামা জানালেন, "আমার ডাক্তার ভাগ্নিকে ওরা স্রেফ বাড়ির গৃহপরিচারিকা বানিয়ে রেখেছিল। ১২ সালে বিয়ে হলেও দাম্পত্য জীবনে চরম অশান্তিতে ছিল মেয়েটি। সবকিছুই জানতাম। কিন্তু ওরা খুন করে দেবে, এতটা খারাপ চিন্তা করিনি কখনও।" তিনি আরও বলেন, "তাকে বাড়ির বাইরে পর্যন্ত যেতে দেয়া হতোনা।" কথা বলার সময় তিনি কাঁদতে কাঁদতে বললেন, "আপনি লাশ দেখলে বুঝতে পারতেন, কি পরিমাণ যন্ত্রণা দিয়ে তারা আমার ভাগ্নির মৃত্যু নিশ্চিত করেছে।

ইতিমধ্যে নিহতের পরিবারকে হুমকি-ধামকি দেয়া শুরু করেছেন খান টিপু সুলতান। ধানমন্ডি থানা পুলিশের হাতে আটক হওয়ার পর অভিযুক্ত স্বামী নিহতের পরিবারের উদ্দেশ্যে বলেছেন, বড্ডোজোর এক সপ্তাহ! তারপর জামিনে বেরিয়ে এসে দেখবো কার কত ক্ষমতা। এদিকে প্রথম আলো পত্রিকায় "আব্বু আমাকে নিয়ে যাও নইলে ওরা আমাকে মেরে ফেলবে" শিরোনামে প্রকাশিত সংবাদে পরিস্কার বলা হয়েছে, তাকে যে মেরে ফেলা হবে, তা টের পেয়ে তার বাবাকে জানিয়েছিলেন ডা. মাহজাবীন।

খান টিপু সুলতান নি:সন্দেহে ক্ষমতাধর। তাকে আইনের আওতায় আনতে পারা সহজসাধ্য ব্যাপার নয়। এই হত্যা মামলায় তাকে আটক করতে পারার মত সৎ সাহস নেই পুলিশের। তবে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে পুলিশের জন্য সহজ হবে কাজটা। কিন্তু ডা. মেহজাবিনের পরিবার আশঙ্কা করছে, ওয়ারেন্ট জারি হওয়ার পরও গ্রেফতারের বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়ে সময়ক্ষেপন করতে পারে পুলিশ।

খান টিপু সুলতান যতবড়ই ক্ষমতাধর ব্যক্তি হোকনা কেনো, হত্যার ঘটনায় তার সর্ম্পৃক্ততা প্রমান হলে অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিহতের পরিবারসহ সাধারণ মানুষের দাবি, প্রভাবমুক্ত হোক মামলার তদন্ত। অন্তত কোন খুনি পরিবারের পাশে যেন না দাড়ায় ক্ষমতাসীন রাজনৈতিক দল।



মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২০

*কুনোব্যাঙ* বলেছেন: মানসিক প্রতিবন্ধী, অপ্রাপ্ত বয়ষ্ক, ক্ষমতাসীন দলের সাংসদ মন্ত্রী নেতা এদের জন্য প্রচলিত আইন প্রযোজ্য নয়।

২| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: একটা ভবিষ্যৎবানী কইরা যাই, দিন যাইবো আর আমাদের সংসদের জননেতার বদলে মাফিয়া গডফাদার খুনি মাদক ব্যবসায়ীর সংখ্যা দিনদিন বাড়তে থাকবো এবং অতি শীঘ্রই সেখান থেকে সত্যিকার রাজনৈতিক নেতা একজনও থাকবোনা।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৩৫

শামীম সুজায়েত বলেছেন: শুনতে খারাপ লাগলেও সঠিক কথা বলেছেন।
একজন সাবেক সংসদ সদস্য তার পুত্রবধূকে মেরে দিয়ে তা আত্নহত্যা বলে প্রচারণা শুরু করলেন।
মিডিয়ার মুখ বন্ধ করতে খান টিপু সুুলতানের ছেলের বন্ধুরা তদবিরে নেমে গেলেন।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯

নতুন বলেছেন: মিডিয়াতে বিষয়টা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে.. তবে নেতারা এটাকে ঢাকার চেস্টা করে সফল হবেনা...

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

শামীম সুজায়েত বলেছেন: মিডিয়াতে এসেছে বিষয়টি। কিন্তু অভিযুক্তরা এতই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ধরে রাখা সহজসাধ্য হবেনা ।

http://www.banglanews24.com/beta/fullnews/bn/340717.html

৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: সুষ্ঠু তদন্ত হোক । ন্যায্য বিচার হোক ।

১২ থেকে ১৪ পর্যন্ত এই মেয়ে এরকম অত্যাচার সহ্য করেছে ! কেন করে তারা এমন ! সামাজিকতার এই শৃঙ্খলকড়িতে একদলা থু ।

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

শামীম সুজায়েত বলেছেন: আমাদের দেশে প্রশাসন ও বিচার ব্যবস্থা স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পেলে মামলার তদন্ত এবং পরবর্তি বিচার প্রক্রিয়া নিয়ে কোন আশংকা থাকতো না আমাদের।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

মামুন রশিদ বলেছেন: সুষ্ঠ তদন্ত করে ন্যায় বিচার করা হোক ।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫

শামীম সুজায়েত বলেছেন: "সুষ্ঠ তদন্ত করে ন্যায় বিচার করা হোক"

৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

আমিনুর রহমান বলেছেন:





কিচ্ছু হবে না জানি। কিন্তু আমিও চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩

শামীম সুজায়েত বলেছেন: সমস্য হচ্ছে যে আমাদের দেশটা এখন হয়ে গেছে সব সম্ভাবনার দেশ।
যা খুশী করা সম্ভব। দিনকে রাত, রাতকে দিন।

ডা. মেহজাবিন হত্যাকান্ডের শিকার, নাকি আত্নহত্যা করেছেন, তা নিয়ে এক ধরণের ধূম্রজাল তৈরি করা হয়েছে।
কথাটা এই কারণে বললাম, খুন হয়ে থাকার পরও সব সম্ভাবনার দেশ বাংলাদেশে ময়নাতদন্ত রিপোর্টে "সুইসাইডাল" হয়ে যেতে পারে।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

খাটাস বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: মানসিক প্রতিবন্ধী, অপ্রাপ্ত বয়ষ্ক, ক্ষমতাসীন দলের সাংসদ মন্ত্রী নেতা এদের জন্য প্রচলিত আইন প্রযোজ্য নয়।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

শামীম সুজায়েত বলেছেন: কুনোব্যাঙ বলেছেন, খাটাসও তাই বললেন, আমিও তাই বললাম।


(আপনার ইমেইল আইডিটা দিয়েন। ব্লগটক নিয়ে আলাপ আছে। আমারটা হলো [email protected]

৮| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০

সকাল হাসান বলেছেন: সুষ্ঠু তদন্ত আর ন্যায় বিচার করা হোক!

কিন্তু এই দেশে সেইটা সম্ভব না! এইখানে যারা বিচারক তারাই বাঘা বাঘা অপরাধী!

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৮

শামীম সুজায়েত বলেছেন: "সুষ্ঠু তদন্ত আর ন্যায় বিচার করা হোক!"

আমাদের দাবি একটাই। সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার চাই।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬

বোকামানুষ বলেছেন: কি বলবো বুজতে পারছিনা :(

আর আমাদের দেশে ক্ষমতা থাকলে তার যে কি বিচার হয় তা আমরা সবাই জানি :(

১০| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

কলমের কালি শেষ বলেছেন: এরা জানোয়ার থেকেও খারাপ । এদেরকে সবার সামনে দোররা মেরে মারা উচিত ।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০২

শামীম সুজায়েত বলেছেন: ক্ষমতাবান ব্যক্তিদের আইনের আওতায় আনতে পারার দৃষ্টান্ত খুব একটা নেই আমাদের। অর্থ ও প্রভাবের কাছে টেকেনা মানবতা। তবুও আশা রাখি, বিচারের দাবিতে ফুসে উঠবে বাংলাদেশ।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১

আমি তুমি আমরা বলেছেন: বিচার চাই। ক্ষমতাসীন দলের নেতা বলে কেউ বিচারের উর্ধ্বে নয়।

১২| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

 বলেছেন: কী লিখবো

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

খাটাস বলেছেন: শামিম ভাই মেইল করেছি।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৭

শামীম সুজায়েত বলেছেন: ভাই কোন মেইল তো পেলাম না। এ্যাডড্রেস ভুল হলো কিনা!

কষ্টকরে আর একবার দিবেন।

[email protected]

১৪| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২০

খাটাস বলেছেন: আমার এখানে সেন্ড দেখাচ্ছে।
ঠিক আছে শামিম ভাই, আমি আর একবার পাঠালাম মাত্র।
হয়ত কোন সমস্যা হয়েছিল।
এবার চেক করে দেখেন।

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

শামীম সুজায়েত বলেছেন: হ্যা মেইল পেয়েছি। ধন্যবাদ। ক'দিন একটু ব্যস্ততা যাচ্ছে। যোগাযোগ করে নেবো। ভাল থাকবেন।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

সোহানী বলেছেন: কি বলা উচিত এ ধরনের হত্যাকান্ডকে!!!!

মনে পড়ে একবার সালেহা হত্যাকান্ড কিভাবে আলোড়ন তুলেছিল সারা দেশে... তখন কিন্তু সব ডাক্তাররা এক জোট হয়েছিল তাই সম্ভব হয়নি সে ঘটনা ঢাকার.. বাট এবার ডাক্তাররাই ক্ষমতার দাপটে চুপসে গেছে মনে হয়।

প্লিজ আজ আপনারা এ অন্যায় মেনে নিলে কাল আপনার বোনটির গলা টিপে ধরবে যে ওরা....................

কিভাবে পোস্টমর্টেম রিপোর্ট সাজানো আসে !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.