নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[কারো সমালোচনা করো না, তাহলে নিজেও সমালোচিত হবে না]

Sujon Mahmud

কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।

Sujon Mahmud › বিস্তারিত পোস্টঃ

এক ঝুড়ি অণুকাব্য

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭

সব গুলো কাব্যই ইন্টারনেট থেকে সংগ্রহকৃত.......
আশা করি ভালো লাগবে সবার.....

* মেয়েটা করেছে চতুরামি
শেষে বুঝিলাম ফতুর আমি।

*রাত বারোটায় ফোন
করেছি
হ্যাপি বার্থডে মুম
তোমার বাবা ধরেই বলেন
সেলামালে কুম।

*মেয়েটা নাচায়
নিজে নাচে না
তাই অনেকেই
বেশি বাঁচে না।

*আগের মত
নেই সে আর....
তাঁর রিকশায়
অন্যজনের শেয়ার !

*পাঁচ ফুট
পাঁচ ইঞ্চি কবি
কবিতা লেখা
আমার হবি !

*ডানে বামে হুমকি
নানা জনে দেয় ধুমকি
কোন কোন হুমকি
বড্ড পেলে চুমকে উঠি!

*
দুনিয়া গেছে
হুমকিও আজ পেশা
হুমকি দেওয়া কা​রো
ছোট বেলার নেশা!

*তোমার কথায়
উঠি বসি
সুযোগ পেলে
মারব ঘুষি৷

*চোরের মতো
ডাকাতি করতে গেলে
পচে মরবি
হাজত কিংবা জেলে৷

*কিনতে কিনতে
ফতুর হয়েছে স্বামী
বউটা বলে
কী আর কিনেছি আমি।

*সবার জন্য কিনেছি
পেটে নিয়ে ক্ষিধে
মায়ের জন্য শাড়ি
সেটা সামনে ঈদে।

*আগুনে রেখেছি হাত পুড়ে
গেছে তাই
আনমনে বিস্মৃতির প্রলেপ
লাগাই।
আগুনের প্রতি ছিল ভুল অনুরাগ
হয়ত শুকাবে ক্ষত,রেখে যাবে
দাগ।।

*

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইন্টারনেট থেকে সংগ্রহকৃত...X(

২| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!
অনুকাব্যগুলো কিন্তু দারুণ!

৩| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬

Sujon Mahmud বলেছেন: হুম

৪| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮

শায়মা বলেছেন: মজার মজার কাব্য! :)

১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

Sujon Mahmud বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

৫| ৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: লেখায় কতটা মুন্সীয়ানা থাকলে পরে ছড়ায় রম্য আনা যায়!
চমৎকার। শুভেচ্ছা নিন।

১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

Sujon Mahmud বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.