নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[কারো সমালোচনা করো না, তাহলে নিজেও সমালোচিত হবে না]

Sujon Mahmud

কারো যদি গোপন সাফল্যের চাবিকাঠি থাকে, তাহলে সেটা থাকে তার অন্যের কথার দৃষ্টাকোণ আর নিজের দৃষ্টি কোণ বুঝে নেওয়ার মধ্যে।।

Sujon Mahmud › বিস্তারিত পোস্টঃ

একটি রহস্য গল্প

২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

২০১০ সালে আমরা পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ভ্রমণ করতে যাই।
সাথে দু’খানা ক্যামেরা। দুই ক্যামেরাতেই প্রচুর ছবি তোলা হয়েছিল।
বিনা মেঘে বজ্রপাতের মত ভ্রমণের দ্বিতীয় দিন শেষে তাওহীদ ইতুল-এর ক্যামেরার সব ছবি
নিখোঁজ হয়ে গেল। উপায়ান্তর না দেখে
সাথে সাথে আমরা রিজওয়ান জামিল-এর
দ্বিতীয় ক্যামেরার সন্ধান করি। কিন্তু
হায়! বন্ধু জামিল এতই প্রকৃতিপ্রেমে
মজেছিল যে, ওর ক্যামেরায় গাছের গুঁড়ি, সৈকতের পাথর,
আকাশ, বাতাস ছাড়া কিছুই ধরা পড়েনি।
দুলাহাজরা সাফারি পার্ক-এর গন্ডার,
শিম্পাঞ্জি, হাতি আর উটপাখি বাদ দিলে ওর কোন ছবিতে প্রাণের চিহ্নও খুঁজে
পাওয়া দুষ্কর হয়ে পড়ে! অনেক খোঁজাখুঁজির পর
উত্তপ্ত মরুভূমির বুকে এতটুকু শীতলতার মত দুই– একটি ছবিতে আমাদের কাটা মাথা কিংবা হাত-পায়ের সন্ধান পাওয়া গেল।
জামিল জীনগতভাবেই অকপটতার জন্য
জনপ্রিয়(!), সুতরাং এই ব্যপারে ওর ভাষ্য হলঃ
“তোদেরকে তো সাথে নিয়েই ফরিদপুর
ফিরবো, কিন্ত এই গাছের গুঁড়ি এই নির্জনতায় অনাদরে অবহেলায় একলা পড়ে
থাকবে। সুতরাং আমার ফটোগ্রাফিতে
তোরা বাহুল্যমাত্র”।
একে তো ছবিহারা তার উপর ঘনিষ্ঠ বন্ধুর
এহেন নিষ্ঠুরতায় প্রচন্ড শোকে মূহ্যমান
হয়ে দলীয় সিদ্ধান্ত নেয়া হয়, ভ্রমণশেষে
এই দুরূহ রহস্যভেদের দায়িত্ব প্রখ্যাত
ব্রিটিশ গোয়েন্দা শার্লক হোমসকে দেওয়া হবে।
পরবর্তীতে হোস্টেলে ফিরে আমরা নিজেরাই তদন্ত করে বের করি যে, ভ্রমণের
দ্বিতীয় দিন আমাদের সাথে ষষ্ঠ
একজন যোগদান করেছিল এবং এর ঘণ্টা
তিনেকের মাঝেই আমরা ছবিগুলো
হারিয়েছিলাম। রহস্যভেদের জন্য
শার্লক হোমসের আর দরকার পড়েনি !

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

কাইকর বলেছেন: এটা কি ধরনের পোস্ট???

২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

Sujon Mahmud বলেছেন: স্মৃতিচারণ

২| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


আমারও প্রকৃতি ভালোলাগে, তাই মানুষের ছবি কম তুলি!

২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০০

Sujon Mahmud বলেছেন: আমার ও প্রকৃতি ভালো লাগে। প্রত্যেকটা মানুষেরি উচিত প্রকৃতিকে ভালোবাসা।

৩| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

স্রাঞ্জি সে বলেছেন: প্রকৃতি আমাকেও টানে। আমরা যেভাবে সবুজ প্রকৃতি কে হারিয়ে পেলতেছি, তা ক্যামরা বন্দি না করে উপায় কি ।

ষষ্ট ব্যক্তিটা কে????

৪| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ষষ্ঠ ব্যক্তিটি কে এবং তিনি কিভাবে ও কেন সবগুলো ছবি হাপিশ করলেন?

৫| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

আহমেদ জী এস বলেছেন: Sujon Mahmud ,




রহস্য কিন্তু আরও জট পাকিয়েছে ।
১ - ছয় নম্বর একজন , কে সে ? পুরুষ না নারী ? ৩ ঘন্টার জন্যে সে কেন এসেছিলো ?
২ - মোটিভ কি ?
৩ - কিভাবে ছবি হাপিস করলো ?
৪ - তখন আপনাদের ৫ জনের কার অবস্থান কোথায় ?
৫ --
৬--- :( :-P

৬| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:১৬

সুমন কর বলেছেন: আহা রে, ব্যাপার না !! পরের বার আপনাদের ছবি আগে তুলবেন।

* লাইনগুলো ভেঙে যাওয়াতে দেখতে খারাপ লাগছে।

৭| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৪৭

লায়নহার্ট বলেছেন: [প্রচন্ড রহস্যময়]

৮| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: আ আহ দারুন রহস্য।

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩১

Sujon Mahmud বলেছেন: বাস্তব অভিজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.